Lakhimpur Violence Case Update: প্রথম দফার নির্বাচনের দিনই লখিমপুর কাণ্ডে জামিন মন্ত্রীপুত্রের, প্রভাব পড়বে কৃষক ভোটে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2022 | 3:26 PM

Lakhimpur Violence Case Update: আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনও। এই পরিস্থিতিতেই আশীষ মিশ্রের জামিন পাওনা ভোটের সমীকরণে ছাপ ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Follow Us

এলাহাবাদ: লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Violence) অবশেষে জামিন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্র (Asish Mishra)। এদিন দুপুরেই আশীষ মিশ্রের আইনজীবী জানান, এলাহাবাদ হাইকোর্টের তরফে আশীষ মিশ্রের জামিন (Bail) মঞ্জুর করা হয়েছে। তবে আজই তিনি জেল থেকে ছাড়া পাবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবারই সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার লখিমপুর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনও (Uttar Pradesh Assembly Election 2022)। এই পরিস্থিতিতেই আশীষ মিশ্রের জামিন পাওনা ভোটের সমীকরণে ছাপ ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

গত বছর ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও রাজ্যের উপ-মুখ্য়মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। লখিমপুর খেরিতে বেশ কিছু কৃষক পথ আটকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কৃষকরা যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময়ই একটি কালো এসইউভি গাড়ি পিছন থেকে দ্রুতগতিতে এসে কৃষকদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ৪ জন কৃষকের মৃত্য়ু হয়। এরপরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি সমর্থকদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে এক সাংবাদিক ও তিনজন বিজেপি সমর্থকের মৃত্যু হয়।

অভিযোগ ওঠে, ওই কালো এসইউভি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্র। যদি তাঁরা দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছিলেন। এদিকে, গাড়ি চাপা পড়ে কৃষক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়। রাজনৈতিক মহলের তরফেও কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবি জানানো হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গড়ানোর পরই ৯ অক্টোবর তদন্তে অসহযোগীতার অভিযোগে গ্রেফতার করা হয় আশীষ মিশ্রকে।

জেরায় আশীষ মিশ্র ঘটনার দিন সকাল ৯টা থেকে বানওয়ারিপুরে থাকার দাবি জানালেও, পরে ফরেন্সিক রিপোর্টে জানানো হয়, লখিমপুর খেরিতে ওই দিন আশীষ মিশ্র ও অঙ্কিত দাসের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল।

গত বছরই উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্টেও জানানো হয় যে, লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনা দুর্ঘটনা নয়। বরং পরিকল্পনামাফিকই কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছিল।

আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফার নির্বাচন। আগামী ২৩ ফেব্রুয়ারি, চতুর্থ দফায় লখিমপুর কেন্দ্রে ভোট রয়েছে। ঠিক তার আগেই আশীষ মিশ্রের জামিন কৃষক ভোটে প্রভাব ফেলতে পারে। কারণ উত্তর প্রদেশের একটি বড় অংশের বাসিন্দাই কৃষক। দীর্ঘ ১বছর ধরে চলা কৃষক আন্দোলনের প্রভাব এবারের ভোটবাক্সে পড়তে পারে, এই আশঙ্কা আগে থেকেই রয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। তার উপর আশীষ মিশ্রের জামিন সেই সমীকরণ আরও বদলে ফেলতে পারে।

গতকালই সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সুপ্রিমকোর্ট যে কমিটি চেয়েছিল, সুপ্রিমকোর্ট যে বিচারককে তদন্তের ভার দিতে চেয়েছিল, রাজ্য সরকার তাতে সম্মতি জানিয়েছে। রাজ্য সরকার স্বচ্ছভাবে কাজ করছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

 

 

এলাহাবাদ: লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri Violence) অবশেষে জামিন পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্র (Asish Mishra)। এদিন দুপুরেই আশীষ মিশ্রের আইনজীবী জানান, এলাহাবাদ হাইকোর্টের তরফে আশীষ মিশ্রের জামিন (Bail) মঞ্জুর করা হয়েছে। তবে আজই তিনি জেল থেকে ছাড়া পাবেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবারই সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার লখিমপুর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনও (Uttar Pradesh Assembly Election 2022)। এই পরিস্থিতিতেই আশীষ মিশ্রের জামিন পাওনা ভোটের সমীকরণে ছাপ ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

গত বছর ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও রাজ্যের উপ-মুখ্য়মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। লখিমপুর খেরিতে বেশ কিছু কৃষক পথ আটকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কৃষকরা যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময়ই একটি কালো এসইউভি গাড়ি পিছন থেকে দ্রুতগতিতে এসে কৃষকদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ৪ জন কৃষকের মৃত্য়ু হয়। এরপরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি সমর্থকদের সঙ্গে কৃষকদের সংঘর্ষে এক সাংবাদিক ও তিনজন বিজেপি সমর্থকের মৃত্যু হয়।

অভিযোগ ওঠে, ওই কালো এসইউভি গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্র। যদি তাঁরা দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছিলেন। এদিকে, গাড়ি চাপা পড়ে কৃষক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়। রাজনৈতিক মহলের তরফেও কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবি জানানো হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গড়ানোর পরই ৯ অক্টোবর তদন্তে অসহযোগীতার অভিযোগে গ্রেফতার করা হয় আশীষ মিশ্রকে।

জেরায় আশীষ মিশ্র ঘটনার দিন সকাল ৯টা থেকে বানওয়ারিপুরে থাকার দাবি জানালেও, পরে ফরেন্সিক রিপোর্টে জানানো হয়, লখিমপুর খেরিতে ওই দিন আশীষ মিশ্র ও অঙ্কিত দাসের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল।

গত বছরই উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের রিপোর্টেও জানানো হয় যে, লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনা দুর্ঘটনা নয়। বরং পরিকল্পনামাফিকই কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছিল।

আজ থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফার নির্বাচন। আগামী ২৩ ফেব্রুয়ারি, চতুর্থ দফায় লখিমপুর কেন্দ্রে ভোট রয়েছে। ঠিক তার আগেই আশীষ মিশ্রের জামিন কৃষক ভোটে প্রভাব ফেলতে পারে। কারণ উত্তর প্রদেশের একটি বড় অংশের বাসিন্দাই কৃষক। দীর্ঘ ১বছর ধরে চলা কৃষক আন্দোলনের প্রভাব এবারের ভোটবাক্সে পড়তে পারে, এই আশঙ্কা আগে থেকেই রয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। তার উপর আশীষ মিশ্রের জামিন সেই সমীকরণ আরও বদলে ফেলতে পারে।

গতকালই সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সুপ্রিমকোর্ট যে কমিটি চেয়েছিল, সুপ্রিমকোর্ট যে বিচারককে তদন্তের ভার দিতে চেয়েছিল, রাজ্য সরকার তাতে সম্মতি জানিয়েছে। রাজ্য সরকার স্বচ্ছভাবে কাজ করছে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

 

 

Next Article