দার্জিলিং: সব পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও বাকি ছিল দার্জিলিং পুরসভা। ওই পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। দলীয় সূত্রে খবর, দার্জিলিং পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ার পিছনে কারণ পাহাড় রাজনীতি তিন মূর্তি – বিমল গুরুং, অনীত থাপা ও বিনয় তামাং। বিনয় এখন সরাসরি তৃণমূলে (Trinamool Congress)। কিন্তু বিমল আর অনীত নিয়ে শাসক দলের অন্দরে সমস্যা রয়েছে বলে খবর। পাহাড়ের এই দুই নেতাই অবশ্য শাসক দলের সঙ্গে থাকতে রাজি আছেন। প্রাথমিক কথাবার্তাও সে পথেই এগিয়েছে। কিন্তু বিমল (Bimal Gurung) ও অনীত (Anit Thapa) এক মঞ্চে থাকতে পারবেন না। সূত্রের খবর, সেই জট কাটাতেই দার্জিলিং পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় চায় তৃণমূল। অবশেষে কাটতে চলেছে সেই জট। শনিবারই পাহাড়ে প্রথাম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রয়েছে অনীত থাপার সাংবাদিক বৈঠক।
বস্তুত, আগামী রবিবার অর্থাৎ, ৬ ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন অরূপ বিশ্বাস। সেই বৈঠকেই রফাসূত্র বেরতে পারে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। তবে তার আগেই অনীত থাপা জানিয়ে দেন, শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হবে। বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতির যা সমীকরণ, তাতে বিমল গুরুং এবং অনীত থাপা উভয়েই রাজ্যের শাসক শিবিরের সঙ্গে থাকতে চান। কিন্তু উভয়কে একসঙ্গে নিয়ে কীভাবে চলা যায়, তা নিয়ে একটি জটিলতার পরিস্থিতি তৈরি রয়েছে।
দীর্ঘদিন অন্তরালে থাকার পর হঠাৎই একদিন কলকাতায় হাজির হয়েছিলেন বিমল গুরুং। সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতায় বসে। সেই দিনই বোঝা গিয়েছিল – গুরুং আগামীদিনে কোন পথে হাঁটতে চলেছেন। গুরুং অবশ্য সরাসরি তৃণমূলে যোগ দেননি, তবে এখন তিনি মমতার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে, বিনয় তামাং সম্প্রতি মাস খানেক আগে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সময় প্রশ্ন উঠেছিল পাহাড়ের দুই তাবড় নেতার সম্পর্ক কেমন হবে! প্রশ্নও করা হয়েছিল সেই নিয়ে বিনয়। ইষৎ হেসে বিনয় তামাং জবাব দিয়েছিলেন, ‘আমরা মিলেমিশেই কাজ করব’। অবশেষে কি সেই ‘মেলামেশা’ সম্ভব হল? বিশ্লেষকরা বলছেন, পাহাড়িয়া রাজনীতির রঙ বদলাতেই পারে। তবে, প্রার্থী তালিকা ঘোষণা ও রবিবার অরূপ বিশ্বাসের বৈঠকের পর আরও অনেক কিছু স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
দার্জিলিং: সব পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও বাকি ছিল দার্জিলিং পুরসভা। ওই পুরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল। দলীয় সূত্রে খবর, দার্জিলিং পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ার পিছনে কারণ পাহাড় রাজনীতি তিন মূর্তি – বিমল গুরুং, অনীত থাপা ও বিনয় তামাং। বিনয় এখন সরাসরি তৃণমূলে (Trinamool Congress)। কিন্তু বিমল আর অনীত নিয়ে শাসক দলের অন্দরে সমস্যা রয়েছে বলে খবর। পাহাড়ের এই দুই নেতাই অবশ্য শাসক দলের সঙ্গে থাকতে রাজি আছেন। প্রাথমিক কথাবার্তাও সে পথেই এগিয়েছে। কিন্তু বিমল (Bimal Gurung) ও অনীত (Anit Thapa) এক মঞ্চে থাকতে পারবেন না। সূত্রের খবর, সেই জট কাটাতেই দার্জিলিং পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে আরও কিছুটা সময় চায় তৃণমূল। অবশেষে কাটতে চলেছে সেই জট। শনিবারই পাহাড়ে প্রথাম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রয়েছে অনীত থাপার সাংবাদিক বৈঠক।
বস্তুত, আগামী রবিবার অর্থাৎ, ৬ ফেব্রুয়ারি দুই গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন অরূপ বিশ্বাস। সেই বৈঠকেই রফাসূত্র বেরতে পারে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। তবে তার আগেই অনীত থাপা জানিয়ে দেন, শনিবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হবে। বর্তমান পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতির যা সমীকরণ, তাতে বিমল গুরুং এবং অনীত থাপা উভয়েই রাজ্যের শাসক শিবিরের সঙ্গে থাকতে চান। কিন্তু উভয়কে একসঙ্গে নিয়ে কীভাবে চলা যায়, তা নিয়ে একটি জটিলতার পরিস্থিতি তৈরি রয়েছে।
দীর্ঘদিন অন্তরালে থাকার পর হঠাৎই একদিন কলকাতায় হাজির হয়েছিলেন বিমল গুরুং। সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতায় বসে। সেই দিনই বোঝা গিয়েছিল – গুরুং আগামীদিনে কোন পথে হাঁটতে চলেছেন। গুরুং অবশ্য সরাসরি তৃণমূলে যোগ দেননি, তবে এখন তিনি মমতার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে, বিনয় তামাং সম্প্রতি মাস খানেক আগে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সময় প্রশ্ন উঠেছিল পাহাড়ের দুই তাবড় নেতার সম্পর্ক কেমন হবে! প্রশ্নও করা হয়েছিল সেই নিয়ে বিনয়। ইষৎ হেসে বিনয় তামাং জবাব দিয়েছিলেন, ‘আমরা মিলেমিশেই কাজ করব’। অবশেষে কি সেই ‘মেলামেশা’ সম্ভব হল? বিশ্লেষকরা বলছেন, পাহাড়িয়া রাজনীতির রঙ বদলাতেই পারে। তবে, প্রার্থী তালিকা ঘোষণা ও রবিবার অরূপ বিশ্বাসের বৈঠকের পর আরও অনেক কিছু স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা