Municipal Elections 2022: কীসের বিক্ষোভ! সবটাই বিরোধীদের ‘ক্রিয়েট’ প্ল্যান দেখছেন জ্যোতিপ্রিয়
Jyotipriyo Mullick: "কোথাও বিক্ষোভ নেই। দল অনেক বড় হয়েছে। যেটুকু ছিল সমস্যা, গতকাল বসে আমরা মিটিয়ে নিয়েছি।" মত জ্যোতিপ্রিয় মল্লিকের।
কলকাতা : পুরভোটের (Municipal Elections 2022) প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূলের নিচু তলার কর্মীদের। উঠে আসছে আদি তৃণমূল, নব্য তৃণমূল তত্ত্ব। প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ সামাল দিতে একেবারে লেজেগোবরে অবস্থা তৃণমূল নেতৃত্বের। কিন্তু রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) অবশ্য এইসব বিক্ষোভের কথা মানছেন না। তাঁর কথায়, ‘কোথাও কোনও বিক্ষোভ নেই’। শনিবার নিউটাউনে এক অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূলের অন্যতম দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, “কোথাও বিক্ষোভ নেই। দল অনেক বড় হয়েছে। যেটুকু ছিল সমস্যা, গতকাল বসে আমরা মিটিয়ে নিয়েছি। কোনও বিক্ষোভ নেই, কেউ কেউ এগুলি (উদ্দেশ্যপ্রণোদিতভাবে) তৈরি করছে। যে রাজনৈতিক দলগুলি (সিপিএম, কংগ্রেস এবং বিজেপি) এইসব করছে, শেষ পর্যন্ত তারা শূন্য হয়ে যাবে।”
শনিবার সকালেই বিক্ষোভ চলেছে উত্তর দমদমে
প্রার্থী তালিকায় পরবর্তী সময়ে পরিবর্তন হওয়া প্রসঙ্গে তিনি জানান, “পরিবর্তন হলে, তা দল করবে। এটা পুরোটাই দলের বিষয়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সভাপতি সুব্রত বক্সী তা ঠিক করবেন। যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আগে প্রার্থী দিন। কোনও তৃণমূলের ছেলে বিক্ষোভ দেখাচ্ছে না। সিপিএম, বিজেপি এগুলি প্ল্যান করে করছে।” উল্লেখ্য, উত্তর দমদম পুরসভা এলাকায় শনিবারের সকালেও বিক্ষোভ ছবি দেখা যায়। পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রণব রায় ও তাঁর অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। দাবি, প্রার্থী বদল করতে হবে। এই বারের পুরভোটে তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে অশোক বিশ্বাসকে। সেই প্রার্থী তাঁদের পছন্দ না, সেই কারণে প্রাক্তন কাউন্সিলর প্রণব রায় এবং তার অনুগামীরা বিক্ষোভ দেখান।
জেলার একাধিক প্রান্তে বিক্ষোভ চলছে
উল্লেখ্য, এই ছবি শুধু উত্তর দমদম পুরসভা এলাকার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবিটা প্রায় একই। প্রার্থী পছন্দ না হওয়ায় জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ শুরু হয়েছে শুক্রবার রাত থেকেই। কোথাও দল বদলে আসা মুখদের প্রার্থী করার প্রতিবাদে বিক্ষোভ, কোথাও আবার নিজেদের পছন্দের প্রার্থী না পাওয়ায় বিক্ষোভ। কেউ কেউ তো আবার পছন্দের প্রার্থী না পেয়ে কেঁদেও ভাসিয়েছেন। এদিকে প্রার্থী তালিকা বিভ্রাট নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট কারণ পাওয়া যায়নি দলীয় নেতৃত্বের তরফে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম অবশ্য পাসওয়ার্ডের অপব্যবহারের একটি তত্ত্ব তুলে ধরছেন। কিন্তু তাতেও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা সেই অপব্যবহার করে ভুয়ো প্রার্থী তালিকা তুলে দিয়েছে দলের ওয়েবসাইটে। সব মিলিয়ে এই প্রার্থী তালিকা এবং তার জেরে বিক্ষোভের মধ্যে দিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা