চন্ডীগড় : এই মাসেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022) অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তবে নির্বাচনের কংগ্রেসের একের পর এক ভাঙন চোখে পড়েছে। ভোটমুখী রাজ্য়ে কয়েক মাস আগেই কংগ্রেসের অন্দরে ঘটেছে পদের পরিবর্তন। এই আবহে মুখ খুললেন প্রাক্তন পঞ্জাব প্রদেশ কংগ্রেস প্রধান সুনীল জাখার। অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার ঘোড়দৌড়ে তিনিই প্রথমে ছিলেন। মঙ্গলবার একটি জনসভা থেকে এমনটাই দাবি করলেন সুনীল জাখার।
সম্প্রতি রাহুল গান্ধী জানিয়েছিলেন পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে ঘোষণার পর বেশ কিছুদিন কেটে গেলেও কংগ্রেসের হাই কমান্ডের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এইরকম পরিস্থিতিতে যখন কংগ্রেস তাদের মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে চলেছে তখনই সুনীল জাখার এক ঝুড়ি দাবি নিয়ে মুখ খুললেন। তিনি জানিয়েছেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ৭৯ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ৪২ জন বিধায়কই চেয়েছিলেন সুনীল জাখার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করুক। সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র দুইজন কংগ্রেস বিধায়কই চরণজিৎ সিং চান্নিকে সমর্থন জানিয়েছিলেন। তিনি আরও বিস্তারিতভাবে হিসেব তুলে ধরেন। তিনি জানিয়েছেন, ১৬ জন বিধায়ক বর্তমান উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর রানধওয়াকে সমর্থন জানিয়েছিল, ১২ জন বিধায়ক উপ মুখ্যমন্ত্রীর পদের জন্য ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রিনীত কৌরের সমর্থনে ছিলেন। ৬ জন বিধায়ক চেয়েছিলেন সিধু মুখ্য়মন্ত্রী হোক। জাখার এও জানিয়েছেন যে, তিনি উপ মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
মঙ্গলবার পঞ্জাবের আবোহার বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় গিয়েছিলেন জাখার। সেখানেই এই মন্তব্য করেন তিনি। পঞ্জাব নির্বাচনের জন্য কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় শীর্ষেই নাম রয়েছে জাখারেরও। সেই পরিস্থিতিতে জাখারের দাবিটি অনেকটাই তাৎপর্যপূর্ণ। যদিও সম্প্রতি রাহুল গান্ধী জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী প্রার্থী নাম ঘোষণা করা কংগ্রেসের রীতিতে নেই। তা সত্ত্বেও এইবার দলীয় কর্মী ও সমর্থকদের দাবি মেনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে কংগ্রেস। তবে মনে করা হচ্ছে দলীয় কর্মীদের ভাবাবেগ অনুযায়ী সিধুর থেকে চান্নি অনেকটাই এগিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে বসার লড়াইয়ে।
উল্লেখ্য,মুখ্যমন্ত্রী হিসেবে চন্নির নাম চমক সৃষ্টি করলেও, অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সুনীল জাখারের নামও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। পঞ্জাব কংগ্রেস সবসময়ই নেতৃত্ব সঙ্কট দেখেছে এবং নির্বাচনের কয়েক সপ্তাহ আগে জাখারের এহেন মন্তব্যে বোঝা গিয়েছে পঞ্জাবে কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব শেষ হওয়ার নয়। যদিও চান্নি এবং সিধু রাহুল গান্ধীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেই মুখ্যমন্ত্রী হোক না কেন একে অপরকে তাঁরা সহযোগিতা করবেন।
আরও পড়ুন : Mallikarjun Kharge: ‘এতদিনে ১৫ কোটি চাকরি দেওয়ার কথা ছিল’, বাজেটের পরই মোদী সরকারকে তোপ খাড়গের