Punjab Election: পঞ্জাবকে বদলে দেবে আপ, কানাডা থেকে সকলে ফিরে আসবে: অরবিন্দ কেজরীবাল

Arvind Kejriwal: জলন্ধরের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, "আমরা পঞ্জাবকে এমন বানাবো যাতে বাচ্চা ছেলেমেয়েদের আর কানাডাতে না যেতে হয়। যাঁরা কানাডাতে চলে গিয়েছেন রাজ্যের উন্নয়ন দেখে তারাও ফিরে আসবেন।"

Punjab Election: পঞ্জাবকে বদলে দেবে আপ, কানাডা থেকে সকলে ফিরে আসবে: অরবিন্দ কেজরীবাল
অরবিন্দ কেজরীবাল ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 1:02 PM

চণ্ডীগঢ়: সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন। এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2022) দিকে সারা দেশের নজর রয়েছে। দেশের যে কটি স্বল্প সংখ্যক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে তারমধ্যে অন্যতম পঞ্জাব। পঞ্জাবে ক্ষমতা ধরে রাখাই কংগ্রেসের সব থেকে বড় চ্যালেঞ্জ। কংগ্রেসের বিরুদ্ধে সবথেকে বড় শক্তি হিসেবে সীমান্তবর্তী রাজ্যে অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (Aam Admi Party) উত্থান হয়েছে। ইতিমধ্যে ভগবন্ত মানকে নিজের দলরে মুখ্যমন্ত্রী মুখ হিসেব তুলে ধরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। শুক্রবার রাজ্যের ক্ষমতায় আসা নিয়ে মুখ খোলেন কেজরি। জলন্ধরের একটি নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “আমরা পঞ্জাবকে এমন বানাবো যাতে বাচ্চা ছেলেমেয়েদের আর কানাডাতে না যেতে হয়। যাঁরা কানাডাতে চলে গিয়েছেন রাজ্যের উন্নয়ন দেখে তারাও ফিরে আসবেন।” পঞ্জাব বিধানসভা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ সেকথা ব্যখ্যা করে কেজরীবাল জানিয়েছেন, এবারের নির্বাচনে পঞ্জাবের জনগণের কাছে আপের মতো একটি সৎ দলকে বেছে নেওয়ার বিকল্প রয়েছে।

“প্রার্থীদের টিকিট দেওয়ার সময় আমি খতিয়ে দেখেছি অতীতে তাদের কোনও খারাপ কাজ করার রেকর্ড আছে কিনা। আমাদের দলের মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান নিতান্তই একজন সৎ ব্যক্তি। সাত বছর ধরে সাংসদ হওয়া সত্ত্বেও তিনি ভাড়া বাড়িতে থাকেন, যেখানে একজন বিধায়ক হয়ে যাওয়ার পর বড় বড় বাড়ি পায়, দামী গাড়িতে চড়ে। কোটি কোটি টাকা তাদের সুইস ব্যাঙ্কে থাকে। পঞ্জাবের প্রয়োজন এই ধরনের সৎ মুখ্যমন্ত্রী ও সরকারের। অকালি দল- বিজেপি জোট এবং কংগ্রেস নিজেদের মেয়াদকালে পঞ্জাবকে লুঠ করেছে।” বলেন কেজরীওয়াল। দিল্লির কথা তুলে ধরে তিনি বলেন, “দিল্লিতে মানুষ আমাদের সুয়োগ দিয়েছিল। তাঁর এখন এতটাই খুশি যে আমরা দিল্লিতে তৃতীয় বারের জন্য সরকারে এসেছি। এইবার আমরা ৬২ টি আসনে জয়ী হয়েছি।”

কেজরীবাল জানিয়েছেন বাবাসাহেব অম্বেদকরের মতাদর্শকে পাথেয় করেই সকলের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আম আদমি পার্টি শাসনে দিল্লির স্কুলগুলি এতটাই উন্নত হয়েছে যে সেখানে একই বেঞ্চে বিচারপতি, চিকিৎসক এবং রিক্সাওয়ালার ছেলেরা বসে ক্লাস করে, দাবি কেজরির। পঞ্জাব ও গোটা দেশে এই ধরনের কাজ হওয়া প্রয়োজন বলেই মনে করেন তিনি। সরকারি হাসপাতালের পরিকাঠামোতে আমুল বদল ঘটেছে বলেও দাবি করেন কেজরীবাল। পঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় এলে সাধারণ জনগণ এই ধরনের সব সুযোগ সুবিধা পাবেন বলেই জানিয়েছেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকেও এদিন তীব্র কটাক্ষ করেন কেজরীবাল। তিনি বলেন, “চন্নিজি নাটক করেন। তিনি এফআইআর দায়ের করে সব জায়গায় বলেন যে মাফিয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তাঁরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।”

আরও পড়ুন: Congress Meeting on Budget Session 2022: কেন্দ্রকে কোণঠাসা করতে সমমনস্ক দলগুলিকে পাশে চাইছে কংগ্রেস, ‘নিশ্চুপ’ তৃণমূলকে নিয়ে