AAP in Punjab: চণ্ডীগঢ়ের পুরভোটে বড় সাফল্য, পঞ্জাবে বড় পরীক্ষার আগে হাসি চওড়া কেজরির

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 27, 2021 | 6:41 PM

Civic Body Polls: চণ্ডীগঢ়ের পৌর ভোটে দুর্দান্ত ফল আম আদমি পার্টির। চণ্ডীগঢ় পৌর নির্বাচনে সর্বাধিক আসন জিতেছে তারা। দ্বিতীয় স্থানে ঠেলে সরিয়ে দিয়েছে পদ্মশিবিরকে।

AAP in Punjab: চণ্ডীগঢ়ের পুরভোটে বড় সাফল্য, পঞ্জাবে বড় পরীক্ষার আগে হাসি চওড়া কেজরির
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল চিত্র।

Follow Us

চণ্ডীগঢ়: নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচন পিছোবে না। নির্ধারিত সময়েই ভোট হবে পাঁচ রাজ্যে। সেই তালিকায় রয়েছে পঞ্জাবও। আর পঞ্জাব ভোটের আগে বড় সাফল্য অরবিন্দ কেজরিওয়ালের। পঞ্জাবের বিধানসভা নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামছে আম আদমি পার্টি। আর তার আগে চণ্ডীগঢ়ের পৌর ভোটে দুর্দান্ত ফল আম আদমি পার্টির। চণ্ডীগঢ় পৌর নির্বাচনে সর্বাধিক আসন জিতেছে তারা। দ্বিতীয় স্থানে ঠেলে সরিয়ে দিয়েছে পদ্মশিবিরকে।

হাসি চওড়া কেজরিওয়ালের

পঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভাগ্য পরীক্ষায় নামার আগে চণ্ডীগঢ়ের পুরভোট ছিল আম আদমি পার্টির কাছে অনেকটা লিটমাস টেস্টের মতো। জয়ের পর যথেষ্ট আত্মবিশ্বাসী অরবিন্দ কেজরিওয়ালও। পুরভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “চণ্ডীগঢ়ের ফলাফল পঞ্জাবের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পরের বছরের শুরুতে এক নতুন সরকার গঠনের ইঙ্গিত দিচ্ছে।”

বিজেপিকে ছাপিয়ে প্রথম আম আদমি পার্টি

চণ্ডীগঢ়ের পুরভোটে ৩৫ টি আসনের মধ্যে ১৪ টিতে জিতেছে আম আদমি পার্টি। ১২ টি আসন জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। এর পাশাপাশি কংগ্রেস জিতেছে আটটি আসন এবং অকালি দলের জুটেছে একটি আসন। অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানিয়েছেন, “চণ্ডীগঢ় পুরনিগমে আম আদমি পার্টির জয় পঞ্জাবের আসন্ন পরিবর্তনের দিকেই ইঙ্গিত করে। মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং আম আদমি পার্টিকে বেছে নিয়েছে… পঞ্জাব পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত।” উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী এবার পঞ্জাব নির্বাচনে একেবারে আগ্রাসী প্রচারে নেমে পড়েছেন। সম্প্রতি বেশ কয়েকটি জনসভাও করে এসেছেন তিনি।

পায়ের তলার মাটি শক্ত করছে কেজরির দল

আম আদমি পার্টির পঞ্জাবের দায়িত্বে থাকা রাঘব চাড্ডা জানিয়েছেন, “চণ্ডীগঢ়ে নির্বাচন একটা ট্রেলার ছিল, পুরো সিনেমা দেখা যাবে পঞ্জাব নির্বাচনে।”

উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেজরিওয়াল জানিয়েছিলেন, পঞ্জাবের জনগণের প্রতি তিনি যথেষ্ট আস্থাশীল, যে তারা এই ধরনরে অশুভ শক্তিকে পরাস্ত করবে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকেও আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পঞ্জাবে একটি দুর্বল সরকার চলছে। শাসকদলের নেতারা নিজেদের মধ্যেই লড়াই করতে ব্যস্ত। পঞ্জাবে সৎ ও শক্তিশালী সরকার প্রয়োজন যার সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করবে।”

কেজরিওয়ালের অভিযোগ, পঞ্জাবের স্বর্ণ মন্দির অপবিত্রতার পিছনে যারা জড়িত ছিলেন, তাদের অন্য কেউ উদ্দেশ্য নিয়েই সেখানে ওই কাজের জন্য পাঠিয়েছিল। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্য নিয়ে তাদের সেখানে পাঠানো হয়েছিল বলেই মনে করেন কেজরি। বিগত পাঁচ বছরে পঞ্জাবে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। কেজরিওয়াল বলেন, “পঞ্জাবে যতদিন শক্তিশালী সরকার না আসবে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।” আম আদমি সরকার প্রতিষ্ঠিত হলে এই ধরনের অপরাধীদের আটক করা হবে বলেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : Missionaries of Charity: অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়েছিল মিশনারিজ অব চ্যারিটিই, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

Next Article