Punjab Polls: কংগ্রেসে যোগ দিচ্ছেন হরভজন সিং? সিধুর টুইটে তুঙ্গে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Dec 15, 2021 | 7:33 PM

Harbhajan Singh: উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর ডানা ছাঁটছে কংগ্রেস, প্রাথমিকভাবে এরকম মনে হলেও সিধু নির্বাচন কমিটির প্রধান করেছে দল। কংগ্রেস সোমবার আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিটি গঠনের ঘোষণা করেছে।

Punjab Polls: কংগ্রেসে যোগ দিচ্ছেন হরভজন সিং? সিধুর টুইটে তুঙ্গে জল্পনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

চণ্ডীগঢ়: আগামি বছরের শুরুতেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই চণ্ডীগঢ়ের মসনদ দখল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই চলছে। এর মাঝেই প্রাক্তন ক্রিকেট তারকা হরভজন সিংয়ের সঙ্গে টুইটারে ছবি পোস্ট করলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু। ছবি পোস্ট করে সিধু লিখেছেন, “ছবিটি প্রবল সম্ভবনাময়….. তারকা ভাজ্জির সঙ্গে।”

গত সপ্তাহেই পঞ্জাবের রাজনীতিতে জল্পনা ছড়িয়েছিল, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিন বোলার হরভজন এবং বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক যুবরাজ সিং বিজেপিতে যোগ দিচ্ছেন। এই জল্পনা সামনে আসার পর থেকেই টুইট করে এর বিরোধিতা করেছিলেন হরভজন। টুইটে ভাজ্জি জানিয়েছিলেন এই ধরনের খবর সম্পূর্ণ ‘ভুয়ো’। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই হরভজনের রাজনীতিতে যোগদান নিয়ে নানা ধরনের জল্পনা ছড়িয়েছিল। অনেকেই জানিয়েছিলেন অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। সেই সময়ও তিনি সিধুর পথ বেছে নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, “রাজনীতিতে অনেক পাকা লোক আছে। তাই আমার কোনো পরিকল্পনা নেই।”

বিজেপি হোক বা কংগ্রেস, হরভজনের রাজনীতিতে যোগদানের জল্পনা সত্যি হলে বিধানসভা নির্বাচনের আগে তা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি একের পর ইস্যুতে কংগ্রসের অন্তর্দ্বন্দ যেমনভাবে প্রকাশ্যে চলে এসেছে তার রাজনৈতিক ফায়দা নিতে মরিয়া বিজেপি ও ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোকদল। তাই সিধুর টুইটের জল্পনা সত্যি হলে ভোটের আগে বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস।

উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর ডানা ছাঁটছে কংগ্রেস, প্রাথমিকভাবে এরকম মনে হলেও সিধু নির্বাচন কমিটির প্রধান করেছে দল। কংগ্রেস সোমবার আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিটি গঠনের ঘোষণা করেছে। চন্নি ছাড়াও, দলের সিনিয়র নেত্রী অম্বিকা সোনি, প্রাক্তন পঞ্জাব কংগ্রেস প্রধান এবং প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল জাখর, এবং ইস্তেহার কমিটির চেয়ারম্যান প্রতাপ সিং বাজওয়া, দলের অনেক লোকসভা এবং রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের মন্ত্রীদের কমিটির দায়িত্ব দিয়েছেন রাহুল সনিয়ারা।

কংগ্রস সরকারের বিরোধিতা করা সিধুকে গুরুত্বপূর্ণ কমিটির প্রধান করায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সোমবার এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চন্নিকে কটাক্ষ করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর। তিনি বলেছিলেন, এই সিদ্ধান্ত ‘নজিরবিহীন’। কারণ এই সিদ্ধান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতির আজ্ঞাবহ করা হয়েছে। তিনি বলেন, “যেসব নেতাদের আত্মসম্মান আছে তাদের এই ধরনের অপমান কখনই মেনে নেওয়া উচিৎ নয়।” চন্নির সঙ্গে দল যে ব্যবহার করছে, তাতে তিনি দুঃখিত বলেই জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর। এখন সিধুর যদি হরভজনকে দলে যোগ দেওয়াতে সক্ষম হন। তবে বলা বাহুল্য বিরোধীদের মুখ বন্ধ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন Punjab Polls: ‘দেশের সবথেকে বড় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করব’, ভোটমুখী পঞ্জাবে প্রতিশ্রুতি কেজরীবালের

Next Article
Punjab Polls: ‘দেশের সবথেকে বড় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করব’, ভোটমুখী পঞ্জাবে প্রতিশ্রুতি কেজরীবালের
Punjab Polls: একসঙ্গে সিধু ও চন্নি, ধরা পড়ল পঞ্জাব কংগ্রেসের ঐক্যবদ্ধ ছবি