Sonu Sood’s sister joins Congress: ভোটমুখী পঞ্জাবে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস, সিধুর টিমে যোগ সোনু সুদের বোনের
Punjab Assembly Election 2022: ভোটের এক মাস বাকি থাকে সোনু সুদের বোন মালবিকাকে দলে টানায় কংগ্রেস নিঃসন্দেহে নিজেদের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত করল। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
চণ্ডীগঢ়: ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। তার আগে পঞ্জাবে নিজেদের শক্তি আরও কিছুটা বাড়ল কংগ্রেস। বলিউড অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বোন মালবিকা সুদ (Malvika Sood) এবার যোগ দিলেন কংগ্রেসে (Congress)। শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি। ভোটের এক মাস বাকি থাকে সোনু সুদের বোন মালবিকাকে দলে টানায় কংগ্রেস নিঃসন্দেহে নিজেদের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত করল। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
কংগ্রেসের পালে হাওয়া দিতে পারে সোনু সুদের ক্যারিশ্মা
এ ক্ষেত্রে অভিনেতা সোনু সুদের ব্যক্তিগত ক্যারিশ্মাও কংগ্রেস শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে। বিশেষ করে, করোনা পরিস্থিতি এবং তার জেরে লকডাউনের সময়ে দেশবাসীর পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন সোনু, তাতে প্রশংসা করেছেন অনেকে। আসন্ন ভোটে কংগ্রেসের হাত ধরার যে সিদ্ধান্ত মালবিকা নিয়েছেন, তাতে পূর্ণ সমর্থন রয়েছে সোনু সুদের। এমনটাই জানিয়েছেন অভিনেতা।
পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধুও বলিউড নেতার বোনকে দলে স্বাগত জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে “গেম-চেঞ্জার” হয়ে উঠতে পারেন। এদিকে কংগ্রেসে যোগদানের পর মালবিকা সুদ বলেন, তিনি জনগণের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করার জন্যই রাজনীতির ময়দানে নেমেছেন। সোমবার মালবিকা সুদ রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর উপস্থিতিতে দলে যোগ দেন।
এই বিষয়ে সিধু বলেন, “দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী দুজনেই কাউকে সম্মান দেওয়ার জন্য কারও বাড়িতে গিয়েছেন, এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে এই সম্মান তাঁর প্রাপ্য।” মালবিকা সুদের কংগ্রেসে যোগদানের প্রসঙ্গে নভজ্যোৎ সিং সিধু বলেন, “ক্রিকেট জগতে একে গেম-চেঞ্জার বলা হয়। তিনি একজন আধুনিক এবং শিক্ষিত মহিলা। একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তাঁর শিক্ষা তাঁকে আগামী রাজনৈতিক জীবনে সাহায্য করবে।”
মোগায় সোনু সুদের বাড়িতেই কংগ্রেসে যোগদান
উল্লেখ্যে গত বছরের নভেম্বর থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সোনু সুদের বোন রাজনীতিতে পা রাখতে চলেছেন। সেই সময় পঞ্জাবের মোগায় নিজের বাড়িতে এসে সোনু বলেছিলেন, তাঁর বোন রাজনীতিতে যোগ দেবেন। তবে তিনি কবে, কোন দলে যোগ দেবেন, তা নিয়ে খোলসা করে সেই সময় কিছু বলেননি বলিউড অভিনেতা। অবশেষে সোমবার পঞ্জাবের মোগায় সোনু সুদের বাড়িতেই কংগ্রেসে যোগ দেন মালবিকা।
নভজ্যোৎ সিং সিধু অভিনেতার বোনকে দলে স্বাগত জানিয়ে বলেছেন, “এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে একজন মহিলা যিনি এত কম বয়সে একটি এনজিও চালিয়ে নিজের নাম অর্জন করেছেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি আমাদের দলে যোগ দিচ্ছেন।”
পঞ্জাব যুব কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে অভিনেতা সোনু সুদের সঙ্গে প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধুর একটি ছবি শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, “দিনের সেরা ছবি- পঞ্জাব ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে।”
উল্লেখ্য, ২০১৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে, কংগ্রেস ৭৭ টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। শিরোমণি অকালি দল এবং বিজেপির ১০ বছরের জোট সরকারকে সরিয়ে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। ১১৭ আসনের বিধানসভায় আম আদমি পার্টি ২০ টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল৷ গত নির্বাচনে শিরোমণি অকালি দল মাত্র ১৫ টি আসন জিততে পেরেছিল, বিজেপি পেয়েছিল তিনটি আসন।
আরও পড়ুন : Supreme Court: এখনও কেন জমা পড়ল না যৌনকর্মীদের রেশনের স্ট্যাটাস রিপোর্ট? রাজ্যকে ‘সুপ্রিম’ ধমক