Punjab Polls: পঞ্জাব কংগ্রেসের পালে লাগতে পারে নতুন হাওয়া, সৌজন্যে প্রধানমন্ত্রীর সফর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 10, 2022 | 4:56 PM

Punjab Assembly Election: প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বিজেপিকে চাপে পড়তে দেখে আম আদমি পার্টিও খুশি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে অন্যতম বড় শক্তি হিসেবে সামনে এসেছে।

Punjab Polls: পঞ্জাব কংগ্রেসের পালে লাগতে পারে নতুন হাওয়া, সৌজন্যে প্রধানমন্ত্রীর সফর
মুখ পুড়ল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর। ফাইল ছবি

Follow Us

শশী কান্ত, প্রাক্তন ডিজি, পঞ্জাব: কিছুদিন আগের কথা, তখনও ঘোষণা হয়নি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। বেশ কিছুদিন ধরেই দলের অন্তর্দ্বন্দ্ব পঞ্জাব কংগ্রেসের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করার থেকে দলীয় কোন্দল সামলাতে হিমশিম হিমশিম খাচ্ছিলেন কংগ্রেস নেতারা। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুপ্রতীক্ষিত সফরের পর খানিকটা ‘অক্সিজেন’ পেল কংগ্রেস শিবির।

কংগ্রসের দলীয় কোন্দল

বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের দলীয় কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছিল। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংয়ের মুখ্যমন্ত্রী পদ থেকে নাটকীয় নাক পদত্যাগের পর থেকেই ঘটনার সূত্রপাত। তারপর থেকেই শতাব্দীপ্রাচীন দলের অভ্যন্তরীণ ফাটল ক্রমাগত চওড়া হতে শুরু করেছিল। ক্যাপ্টেনের পদত্যাগের পর চরণজিৎ চন্নির হাতে মুখ্যমন্ত্রীদের দায়িত্ব তুলে দিয়েছিলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর লাগাতার নানা ইস্যুতে বিপাকে পড়েছে কংগ্রেস। প্রদেশ সভাপতি নভজোৎ সিং সিধু নিজের দাবি নিয়ে বারবার সরব হয়েছেন। চন্নিকে ‘দুর্বল’ মুখ্যমন্ত্রী বলে দাবি করেছে বিরোধীরা। অন্তর্দ্বন্দ্বের কারণে পঞ্জাবের রাজনীতিতে ক্রমেই কংগ্রেসের জায়গা প্রতিস্থাপিত হচ্ছিল আম আদমি পার্টি। অন্যদিকে ক্যাপ্টেনের সঙ্গে জোটবদ্ধ হয়ে হিন্দু ভোট নিজের দিকে টানতে মরিয়া ছিল বিজেপি।

প্রধানমন্ত্রীর সফরের পরবর্তী অধ্যায়

বিজেপি ভেবেছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় রাজনৈতিকভাবে তারা লাভবান হবে। কিন্তু যে সমাবেশে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ ওঠে সেই সমাবেশের ফাঁকা চেয়ারের ছবি সামনে আসার পর অবস্থার পরিবর্তন হয়েছে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে সমাবেশের লোক হয়নি বলেই বাহানা করে প্রধানমন্ত্রী ফিরে গিয়েছেন। কংগ্রেসের এই দাবিতে স্বাভাবিকভাবেই বিজেপির চাপ বেড়েছে। পাশাপাশি ভাতিন্দা বিমানবন্দরে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ” মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন, বেঁচে ফিরতে পেরেছি” এই মন্তব্য সাধারণ পঞ্জাবি মূলত শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।

কৃষি আইন বাতিল নিয়ে আন্দোলনের সময় থেকেই কৃষকদের ওপর বারবার ‘খালিস্তান’ তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপরেই প্রধানমন্ত্রীর এই মন্তব্যে কৃষকদের ক্ষোভ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই প্রবল। এর ফলে নির্বাচনের আগে বিজেপি সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।

অনেকেই বলছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিতর্কে কংগ্রেস শাসিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই রকমের গুরুতর অভিযোগ তিনি নিজে সামনে এসে সরকারের বক্তব্যকে সকলের সামনে তুলে ধরেছেন, যা নির্বাচনের আগে তার ভাবমূর্তিকেই আরও বেশি জোরালো করল।

পঞ্জাবে আম আদমি পার্টি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বিজেপিকে চাপে পড়তে দেখে আম আদমি পার্টিও খুশি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে অন্যতম বড় শক্তি হিসেবে সামনে এসেছে। প্রাক-নির্বাচনী অনেক সমীক্ষায় দাবি করা হয়েছে নির্বাচনে সব থেকে বড় দল হিসাবে আম আদমি পার্টি উঠে আসতে পারে। পঞ্জাবের কৃষকদের মনজয় করতে আম আদমি পার্টি কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করে জানিয়েছিল নির্বাচনের ফলে রাজ্যে যদি আপের সরকার প্রতিষ্ঠিত হয় কোনও এক কৃষক মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। আগামী নির্বাচনে পঞ্জাবের গতিপ্রকৃতি কোন দিকে যায় সেদিকে সকলের নজর থাকবে।

আরও পড়ুন : Goa Minister quits BJP: ভোটের আগে বিজেপি ছাড়লেন গোয়ার মন্ত্রী, কংগ্রেসের জার্সি পরার জোর জল্পনা

Next Article