Punjab Polls: মসৃণ বিজেপির পথ? নতুন জোটে পঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে বিজেপি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 10, 2022 | 5:57 PM

Punjab Assembly Election ; কিন্তু সবথেকে উল্লেখযোগ্যভাবে এবারের পঞ্জাব বিধানসভা ভোটে সবথেকে বড় ফ্যাক্টর কৃষকরা।

Punjab Polls: মসৃণ বিজেপির পথ? নতুন জোটে পঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে বিজেপি
প্রতীকী ছবি

Follow Us

চণ্ডীগঢ়: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পঞ্জাবে বিধানসভা নির্বাচন। এইবারের নির্বাচনের সঙ্গে অন্যান্যবারের কিছুটা ফারাক রয়েছে। পঞ্জাবের নির্বাচনে কৃষি আইন বিরোধী আন্দোলনের ভূমিকা এবার অত্যন্ত প্রাসঙ্গিক। পাশাপাশি দলীয় কোন্দল সামলে প্রতিষ্ঠান বিরোধিতা সামলানোর মরিয়া চেষ্টা করছে কংগ্রেস পাশাপাশি কংগ্রেস বিরোধী প্রধান শক্তি হিসেবে আম আদমি পার্টির উত্থান আরও জোরালো হয়েছে।

২০১৭ সালে ১০ বছর ধরে ক্ষমতায় থাকার পর ক্যাপ্টেন অমরিন্দর সিং নেতৃত্বাধীন কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিল শিরোমণি অকালি দল। এবারের নির্বাচনে তাঁরা আবার ক্ষমতায় ফিরে আসতে সবধরনের চেষ্টা করবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নতুন জোটে ভর করে পঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। ইতিমধ্যেই অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোকদল ও অকালি দলের সঙ্গে জোট চূড়ান্ত হয়েছে বিজেপির। পঞ্জাবে বরাবর অকালি দলের ওপর নির্ভরশীল ছিল বিজেপি। এবারের নির্বাচনে নিজেদেক একক পরিচিতি তৈরিই বিজেপির প্রধান লক্ষ্য।

কিন্তু সবথেকে উল্লেখযোগ্যভাবে এবারের পঞ্জাব বিধানসভা ভোটে সবথেকে বড় ফ্যাক্টর কৃষকরা। তিনটি কৃষি আইন বাতিলের সময় বিজেপিকে বাদ দিলে পঞ্জাবের সকল রাজনৈতিক দলগুলিই সংযুক্ত কিষাণ মোর্চা নেতৃত্বাধীন কৃষি আইন বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল। কৃষক সংগঠনের একটা অংশ পঞ্জাব বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের কথা আগেই জানিয়েছিল। সংযুক্ত সংঘর্ষ পার্টির নেতা গুরনাম সিং চাঁদুনি আগেই জানিয়েছিলেন নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখনও আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইন প্রত্যাহার ঘোষণার পরও প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় এই সংগঠন।

শোনা যায়, কংগ্রসে ছেড়ে বেড়িয়ে আসার পর ক্যাপ্টেন অমরিন্দর সিং বিজেপির কাছে আবেদন জানিয়েছিলেন পঞ্জাব থেকে কৃষি আইন যেন প্রত্যাহার করা হয়। পঞ্জাবের রাজনীতিতে অমরিন্দেরর জনপ্রিয়তা প্রশ্নাতীত। এবার কেন্দ্রের বিজেপি সরকারের আইন বাতিলের এই সিদ্ধান্তকে ভোটবাক্সে প্রতিফলিত করার চেষ্টা করতে তিনি সব রকমের চেষ্টা চালাবেন। পিছিয়ে নেই অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টিও। কৃষক নেতাদের সঙ্গে দেখা করে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, আপ ক্ষমতায় এলে কোনও কৃষক মুখকেই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করানো হবে। এখন নির্বাচনে পঞ্জাবের সাধারণ জনতা তথা কৃষকরা কাদের সমর্থন দিয়েছেন তাঁর উত্তর পাওয়া যাবে ১০ মার্চ।

আরও পড়ুন: PM security breach: পঞ্জাবে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন সুপ্রিম কোর্টের

আরও পড়ুন : Goa Minister quits BJP: ভোটের আগে বিজেপি ছাড়লেন গোয়ার মন্ত্রী, কংগ্রেসের জার্সি পরার জোর জল্পনা

Next Article