TMC: বিশিষ্টদের সম্বর্ধনা দিয়ে ভোট প্রচারে আহ্বান তৃণমূল নেতার! তীব্র কটাক্ষ বিরোধীদের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jan 02, 2022 | 2:10 PM

Municipality Election: রাজ্যে পুরসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রচারে শাসক- বিরোধী সব শিবির। ভোট টানতে একেক রাজনৈতিক দলের কৌশল একেক রকম।

TMC: বিশিষ্টদের সম্বর্ধনা দিয়ে ভোট প্রচারে আহ্বান তৃণমূল নেতার! তীব্র কটাক্ষ বিরোধীদের
বাঁকুড়ায় গুণীজনদের পুরস্কার প্রদান অনুষ্ঠান তৃণমূলের। নিজস্ব চিত্র।

Follow Us

বাঁকুড়া: রাজ্যে পুরসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রচারে শাসক- বিরোধী সব শিবির। ভোট টানতে একেক রাজনৈতিক দলের কৌশল একেক রকম। এবার সমাজের গুণীজনদের সম্বর্ধনা দিয়ে তৃণমূলের (TMC) হয়ে ভোটপ্রচার করার আবেদন জানানোয় শুরু হল বিতর্ক। বিরোধীদের কটাক্ষ, ‘এ যেন বিনিময় প্রথা’!

বাঁকুড়ায় (Bankura) শুরু হয়ে গিয়েছে পুরভোটকে সামনে রেখে প্রস্তুতি। কোনও দলের তরফে দেওয়াল লেখা হল তো কেউ কেউ গুণীজনদের সম্বর্ধনা দিলেন। আর এরই মাঝে বিশিষ্টদের সম্বর্ধনা দিয়ে তৃণমূল তাঁদের নির্বাচনী প্রচারে নামার আবেদন জানানোয় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

দিন কয়েক আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করে পুরসভা ভোটে পদ্ম শিবিরে ভোট দেওয়ার আবেদন জানানোয় বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় তৃণমূলের তরফে বিধায়কের ওই কাজকে ‘ বিনিময় প্রথা’ বলে কটাক্ষ করা হয়েছিল। সেটাই ব্যুমেরাং হল শনিবার রাতে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া পৌর সভাপতি সিন্টু রজক। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার মাচানতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শহরের গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পরে তৃনমূল পৌর সভাপতি বক্তব্য রাখতে উঠে সামনের পুরসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে গুণীজনদের শাসক দলের পক্ষে প্রচারে নামার আবেদন জানান। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল নেতাকে উপবিষ্ট বিশিষ্টদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “আমরা আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। আগামী পৌরসভা ভোটে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করবেন।”

বিজেপির দাবি, বাঁকুড়া পুরসভায় দুর্নীতি ঢাকতে এখন গুণীজনদের সম্মান জানিয়ে তাঁদের মন পেতে চাইছে তৃণমূল। কোনও ব্যক্তিকে সম্বর্ধনা দিয়ে প্রতিদান হিসাবে তাঁকে নির্বাচনী প্রচারে কাজে লাগানো নিম্ন রুচির পরিচয় বলে মন্তব্য বিজেপির।

তবে তৃণমূলের নেতার কথায়, “গুনীজনদের আলোয় আমরা আলোকিত। সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সামনের পুরসভা নির্বাচনে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরার আবেদন জানানো হয়েছে। এর মধ্যে তো দোষের কিছু নেই”।

আরও পড়ুন: Corona situation: করোনার বাড়বাড়ন্তের মাঝে পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ! বিতর্কে বাঁকুড়ার নামী স্কুল

আরও পড়ুন: Siliguri Municipality Election: ‘প্রায়োরিটি তো এটাই,’ ভোটপ্রচার শিকেয় তুলে বামপ্রার্থী ব্যস্ত করোনা রোগীর বাড়ি স্যানিটাইজ়িংয়ে!

আরও পড়ুন: Pregnant Woman Beaten: ফরমান মানেননি, ৬ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান!

Next Article