Siliguri Ward 44 Election Result 2022: ‘হার অপ্রত্যাশিত’, ‘গুরুর’ পর পরাজিত ‘শিষ্য’ শঙ্করও
Siliguri Ward 44 Election Result 2022: বিজেপির সার্বিক ফল নিয়েও মত প্রকাশ করেন তিনি। বিজেপির সার্বিক ফলাফল নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার।
শিলিগুড়ি: শিলিগুড়িতে গুরু অশোক ভট্টাচার্যকে পরাজিত করে বিধায়কের ইনিংস শুরু করেছিলেন বিজেপির শঙ্কর ঘোষ। পুরভোটে পরাজিত হয়েছেন গুরু। পরাজিত হলেন শিষ্য শঙ্কর ঘোষও। পুরভোটে শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডে পরাজিত হলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তৃণমূলের প্রতুল চক্রবর্তীর কাছে পরাজিত হন তিনি। ভোটের ফলে মর্মাহত শঙ্কর ঘোষ। তিনি বলেন, “এই হার অপ্রত্যাশিত। পাড়ার লোকেদের পাশে সবসময় ছিলাম। জনগণই সব। ভোটে হার জিত রয়েছে।” বিজেপির সার্বিক ফল নিয়েও মত প্রকাশ করেন তিনি। বিজেপির সার্বিক ফলাফল নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করা দরকার।
শিলিগুড়িতে অনেকটাই পিছিয়ে পড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিলিগুড়ির ফল নিয়ে আলাদা করে মতপ্রকাশ করেছেন। শিলিগুড়িতে মেয়র হিসাবে গৌতম দেবকেই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেকথা জানিয়েছেন তিনি। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।
তবে মানুষের রায় তিনি মাথা পেতে নিচ্ছেন বলেও জানান শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে ৪৭ আসনের মধ্যে ৩৪ আসল পেয়েছে তৃণমূল। শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে বিজেপি। শিলিগুড়িতে বামেদের ‘রক্ষক’ অশোক ভট্টাচার্যও পরাজিত হয়েছেন। এবার ‘শিলিগুড়ি মডেল’ আক্ষরিক অর্থেই ভেঙে গেল।
শঙ্কর ঘোষ বলেন, “মানুষ কাজের ভিত্তিতে ভোট দেন, এটাই আমি ভেবেছিলাম। এক্ষেত্রে সেটা হয়নি। কী কী কারণে হয়নি, তা গভীরভাবে পর্যালোচনা করতে হবে। যখন কোনও অ্যাডাল্ট মানুষ প্রভাবিত হন, তাহলে বুঝতে হবে তিনি ইচ্ছাকৃতভাবেই প্রভাবিত হয়েছেন। আমরা আলাদ করে বলার কিছু নেই। যাঁরা নির্বাচনে জয়ী হয়েছেন, তাঁদেরকে অভিনন্দন।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা