শিলিগুড়ি: বামেদের থেকে পুরবোর্ড দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তৃণমূল। সেই লড়াই কার্যত সফল। শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে হার হয় বাম নেতার। ভোটের দিন চোখের জল ফেলেছিলেন তিনি। স্ত্রী বিয়োগের পর একা ভোট দিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বর্যীয়ান নেতা। সূত্রের খবর, তাঁকে এই নির্বাচনে নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোটের দিনও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। ভোট দিয়ে বেরিয়ে বলেছিলেন, “শিলিগুড়ি পুরবোর্ড গড়বে বামফ্রন্ট।” জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু ফল বলল অন্য কথাই।
বর্যীয়ান নেতার এই চ্যালেঞ্জ কাজে এল না। অশোক ভট্টাচার্য বলেন, ‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল। সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূল কংগ্রেসের বাক্সে ঢুকেছে।” তবে এখনও আত্মবিশ্বাসী অশোক ভট্টাচার্য। বললেন, “কমিউনিস্ট দলটা করি তো, হতাশায় ডুবে গেলে হবে না, ঘরে বসে থাকলে হবে না. ঘুরে দাঁড়াতে হবে।” পলিটিক্যালি রিজেকশনের তত্ত্ব স্বীকার করে নিয়েছেন তিনি।
শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। ইতিমধ্যে গৌতম দেবকে মেয়র করা হবে বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।
তবে শিলিগুড়ি বামেদের হাতছাড়া হওয়াতে বিঁধেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর কটাক্ষ, “বামেদের একমাত্র শিবরাত্রির সলতে অশোক ভট্টাচার্য রাজনৈতিক ভাবে নিভে গেলেন.. কলকাতার কচি লেনিনদের অষ্টম বামফ্রন্ট সরকার দেখার ইচ্ছে এ জন্মে আর পূরণ হওয়ার নয়..” শিলিগুড়ি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধী দল কোনো অভিযোগ করেননি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শিলিগুড়ির ফলাফলকে দেবাংশুর ব্যাখ্যা , “নিষ্কলঙ্ক” শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে মানুষের রায়।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
শিলিগুড়ি: বামেদের থেকে পুরবোর্ড দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তৃণমূল। সেই লড়াই কার্যত সফল। শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজিত অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে হার হয় বাম নেতার। ভোটের দিন চোখের জল ফেলেছিলেন তিনি। স্ত্রী বিয়োগের পর একা ভোট দিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বর্যীয়ান নেতা। সূত্রের খবর, তাঁকে এই নির্বাচনে নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোটের দিনও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। ভোট দিয়ে বেরিয়ে বলেছিলেন, “শিলিগুড়ি পুরবোর্ড গড়বে বামফ্রন্ট।” জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু ফল বলল অন্য কথাই।
বর্যীয়ান নেতার এই চ্যালেঞ্জ কাজে এল না। অশোক ভট্টাচার্য বলেন, ‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল। সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূল কংগ্রেসের বাক্সে ঢুকেছে।” তবে এখনও আত্মবিশ্বাসী অশোক ভট্টাচার্য। বললেন, “কমিউনিস্ট দলটা করি তো, হতাশায় ডুবে গেলে হবে না, ঘরে বসে থাকলে হবে না. ঘুরে দাঁড়াতে হবে।” পলিটিক্যালি রিজেকশনের তত্ত্ব স্বীকার করে নিয়েছেন তিনি।
শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। ইতিমধ্যে গৌতম দেবকে মেয়র করা হবে বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।
তবে শিলিগুড়ি বামেদের হাতছাড়া হওয়াতে বিঁধেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর কটাক্ষ, “বামেদের একমাত্র শিবরাত্রির সলতে অশোক ভট্টাচার্য রাজনৈতিক ভাবে নিভে গেলেন.. কলকাতার কচি লেনিনদের অষ্টম বামফ্রন্ট সরকার দেখার ইচ্ছে এ জন্মে আর পূরণ হওয়ার নয়..” শিলিগুড়ি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধী দল কোনো অভিযোগ করেননি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শিলিগুড়ির ফলাফলকে দেবাংশুর ব্যাখ্যা , “নিষ্কলঙ্ক” শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে মানুষের রায়।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা