Municipal Elections 2022: এখন ভোট করা উচিৎ কি না, ভেবে দেখুন: সুকান্ত মজুমদার

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 29, 2021 | 6:21 PM

Municipal Elections 2022: রাজ্য বিজেপি বারবার দাবি জানিয়েছিল, যাতে একসঙ্গে সব পুরসভায় ভোট করা হয়। এবার রাজ্যে করোনা সংক্রমণের কথা উল্লেখ করে ভোটের দিন পুনর্বিবেচনার দাবি জানালেন সুকান্ত।

Municipal Elections 2022: এখন ভোট করা উচিৎ কি না, ভেবে দেখুন: সুকান্ত মজুমদার
রাজ্য সরকারকে ফের আক্রমণ সুকান্ত-র

Follow Us

কলকাতা : রাজ্যে সব পুরসভায় একই সঙ্গে নির্বাচন করার দাবি আগেই জানিয়েছেন বিরোধীরা। এবার করোনা পরিস্থিতিতে ভোট হওয়া উচিৎ কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংক্রমণ যেহেতু বাড়তে শুরু করেছে, তাই এই অবস্থায় ভোট করা কতটা যুক্তিযুক্ত হবে, সেই বিষয়ে রাজ্যের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আগামী ২২ জানুয়ারি রাজ্যে পাঁচ পুর নিগমের ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই ভোটের দিন নিয়েই আপত্তি জানিয়েছেন সুকান্ত। বুধবার, সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্তের দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের উচিৎ বিশেষজ্ঞদের ডেকে পরামর্শ নেওয়া। নির্বাচন কমিশন বিশেষজ্ঞ কমিটি গড়ে সিদ্ধান্ত নিক, ভোট  হবে কি না।’

উল্লেখ্য়, বারবারই বিজেপি দাবি জানিয়েছে যাতে, রাজ্যে সব পুরসভায় একসঙ্গে ভোট হয়। এরই মধ্যে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুকান্ত মজুমদারের দাবি, খোদ মমতাই যখন পরিস্থিতি নিয়ে এতটা উদ্বিগ্ন, তখন ভোট নিয়ে কেন এত তাড়াহুড়ো করা হচ্ছে?

তৃণমূল সাংসদ সৌগত মজুমদারের দাবি, ভোট নিয়ে কেউ তাড়াহুড়ো করছে না। হাইকোর্টের নির্দেশের পরই ভোটের দিন ঘোষণা হয়েছে। কমিশন যদি পিছিয়ে দেয় তাহলে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। করোনা সংক্রমণ নিয়ে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্বীকারও করেছেন সৌগত।

অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘একটা  উদ্বেগের পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটাও আমরা বুঝতে পারছি।’ বাম নেতার কথায়, ভোট হোক বা না হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কেন লোকজন নিয়ে গঙ্গা সাগরে ঘুরে বেড়াচ্ছেন? কেন মাঝে মধ্যে অনেক লোক নিয়ে অনুষ্ঠান করছেন? পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশন যে তৃণমূলের কথাতেই চলছে, এমন মন্তব্যও করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবারই শপথ নিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। আর সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন বেশ কয়েকজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু আক্রান্ত হয়েছেন করোনায়। মঙ্গলবার মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। কিছুক্ষণ পর থেকেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। পরে তাঁর কোভিড পজিটিভ ধরা পড়েছে। মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকা অনেকেরই  গতরাত থেকে জ্বর এসেছে।

বুধবার গঙ্গা সাগরে প্রশাসনিক বৈঠকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেন আধিকারিকদের। কলকাতায় কনটেনমেন্ট জ়োন তৈরি করা যায় কি না, সে দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন : Mamata Banerjee meeting: ‘আগে সেকেন্ড ডোজ় হোক, তারপর তো বুস্টার ডোজ়’

Next Article