হায়দরাবাদ: দলের একনিষ্ঠ কর্মী। আশা করেছিলেন, আসন্ন নির্বাচনে দলের তরফে টিকিট দেওয়া হবে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখলেন, নাম নেই তাঁর। ক্ষোভে-দুঃখে পার্টি অফিসের সামনেই নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ রাও (Vikas Rao)। চলতি মাসেই ৩০ তারিখ তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। টিকিট না পেয়েই গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন বিজেপি নেতা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাসাগর রাওয়ের ছেলে বিকাশ রাও। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি করেন। তবে সম্প্রতিই আসন্ন নির্বাচনের জন্য যখন প্রার্থী তালিকা প্রকাশ হয়, তখন তিনি দেখেন তালিকায় তাঁর নাম নেই। ভেমুলাওয়াড়া থেকে তাঁকে প্রার্থী করার কথা থাকলেও, সেই জায়গায় প্রার্থী করা হয় উমা তুলা নামক এক নেত্রীকে।
এরপরই বিজেপি কর্মীরা হায়দরাবাদের বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিকাশ রাও-ও যান সেখানে। বিক্ষোভের মাঝেই তিনি হঠাৎ গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে সঙ্গে সঙ্গেই তাঁকে বাধা দেন পুলিশ কর্মীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে আসেন বিজেপি সাংসদ প্রকাশ জাভড়েকর।
প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানার বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ৪ ডিসেম্বর।