Sougata Roy on Sukanta Majumder: সুকান্ত বাচ্চা ছেলে, ওর কথার গুরুত্ব নেই: সৌগত

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 29, 2021 | 8:03 PM

Sougata Roy: "সুকান্ত মজুমদার বাচ্চা ছেলে। নতুন প্রেসিডেন্ট হয়েছে। ওর কথার কোনও গুরুত্ব নেই।''

Sougata Roy on Sukanta Majumder: সুকান্ত বাচ্চা ছেলে, ওর কথার গুরুত্ব নেই: সৌগত
সুকান্তকে কটাক্ষ সৌগতের। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: “সুকান্ত মজুমদার বাচ্চা ছেলে। নতুন প্রেসিডেন্ট হয়েছে। ওর কথার কোনও গুরুত্ব নেই।” বিজেপির রাজ্যপতিকে এমন ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। প্রবীণ সাংসদের আরও মন্তব্য, “ওর পার্টি তো হেরে যাওয়া পার্টি”।

কোন প্রেক্ষিতে এমন কটাক্ষ সৌগত রায়ের?

রাজ্যে বকেয়া পুরসভায় একই সঙ্গে নির্বাচন করার দাবি আগেই জানিয়েছেন বিরোধীরা। তবে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে ভোট হওয়া উচিৎ কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংক্রমণ যেহেতু উর্ধ্বমুখী, এই অবস্থায় ভোট করা কতটা যুক্তিযুক্ত হবে, সেই বিষয়ে রাজ্যের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

আর এই প্রেক্ষিতেই তাঁকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, “যেটা আলোচনার সেটা হচ্ছে যে করোনা যদি বেড়ে যায় বা ওমিক্রন যদি বেড়ে যায় তাহলে নির্বাচন নিয়ে নিশ্চয়ই কমিশন ভাববে। এটা তো রাজ্য সরকারের ব্যাপার নয়। রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। তারা যা করবে তাই হবে”।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নালেঝোলে মাঠে এলাকার মানুষের জন্য বিনামূল্যে পিঠের স্বাদ দিল। কয়েক হাজার মানুষ এই পিঠের স্বাদ উপভোগ করেন। প্রায় পাঁচ রকমের পিঠের ব্যবস্থা করা হয় এদিন। একদিনের জন্য এই ব্যবস্থা করেছেন এলাকার কো-অর্ডিনেটর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এদিনের এই ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়। পিঠের স্বাদ নিয়ে তিনি জানান, পুরোনো দিনে ফিরে গেলাম।

তার পরেই সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “সুকান্ত মজুমদার বাচ্চা ছেলে নতুন প্রেসিডেন্ট হয়েছে। ওর কথার কোনও গুরুত্ব নেই। ওর পার্টি তো হেরে যাওয়া পার্টি। তবে যেটা আলোচনার সেটা হচ্ছে যে করোনা যদি বেড়ে যায় বা ওমিক্রন যদি বেড়ে যায় তাহলে নির্বাচন নিয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন ভাববে”।

আগামী ২২ জানুয়ারি রাজ্যে পাঁচ পুর নিগমের ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই ভোটের দিন নিয়েই আপত্তি জানিয়েছেন সুকান্ত মজুমদার। বুধবার, সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্তের দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের উচিৎ বিশেষজ্ঞদের ডেকে পরামর্শ নেওয়া। নির্বাচন কমিশন বিশেষজ্ঞ কমিটি গড়ে সিদ্ধান্ত নিক, ভোট হবে কি না।”

আরও পড়ুন: COVID 19 in Kolkata: ফিরহাদের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই করোনায় আক্রান্ত ৪ নম্বর বরোর চেয়ারম্যান, জ্বর এসেছে আরও অনেকের

আরও পড়ুন: Corona Update in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণ ১০০০ পার! মমতার নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠক স্বাস্থ্য ভবনে

আরও পড়ুন: Howrah Municipal Corporation: হাওড়াকে বাদ রেখে কেন ৪ পুরনিগমে নির্বাচন? লক্ষ্মীবারে শুনানি

Next Article