Asansol Municipal Election: তৃণমূলের তালিকায় বাদ পড়ল ‘হেভিওয়েট’ নাম, বিক্ষোভের আশঙ্কা আসানসোলে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2021 | 11:30 PM

Asansol Municipal Election: এ দিন কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষস্তরের নেতাদের বৈঠকের পরই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

Asansol Municipal Election: তৃণমূলের তালিকায় বাদ পড়ল হেভিওয়েট নাম, বিক্ষোভের আশঙ্কা আসানসোলে
আসানসোল পৌরনিগম (ফাইল ছবি)

Follow Us

আসানসোল : যাঁদের ভাবমূর্তি স্বচ্ছ, যাদের জেতার সম্ভাবনা বেশি, তাঁদেরই প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর আসানসোল পুর নিগমের তালিকায় চোখ রাখলেই দেখা যাবে, বাদ পড়েছে বেশ কয়েকটি পুরনো নাম। বদলে নতুন নাম রয়েছে তালিকায়। এমনকি অনেক হেভিওয়েট নামও বাদ পড়েছে। টিকিট না পাওয়া কর্মীদের ক্ষোভ বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

বাদ গেলেন যে প্রাক্তন কাউন্সিলাররা

তাবাসুম আরা (ডেপুটি মেয়র), মীর হাসিম (মেয়র পারিষদ), পূর্ণশশী রায় (মেয়র পারিষদ), গুলাম সরবর (বরো চেয়ারম্যান), সরবন সাউ, অঞ্জনা শর্মা, বিনোদ যাদব, উমা শরাফ, দিলীপ মালি, মহিলা মোর্চার জেলা নেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায়।

তালিকায় নতুন নাম

শিক্ষক নেতা অশোক রুদ্র, পুরবোর্ডের ভাইসচেয়ার পার্সন ডক্টর অমিতাভ বসু, বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা ড. দেবাশিস সরকার। দিন পাঁচেক আগে যোগদান করেই টিকিট পেলেন দু জন। তাঁর মধ্যে একজন প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী ইন্দ্রানী মিশ্র ও অপরজন প্রাক্তন সিপিআই কাউন্সিলর কবিতা যাদব।

গতবারে টিকিট না পেলেও এবার টিকিট পেলেন কুলটি পুরসভার ২০ বছরের চেয়ারম্যান ও ১৫ বছরের বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

এ দিন কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষস্তরের নেতাদের বৈঠকের পরই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হলেও প্রার্থীদের নাম নিয়ে মুখ খোলেননি তিনি। পরে রাতে প্রার্থী তালিকা প্রকাশ হয়।

বিধাননগরের তালিকাতেও রয়েছে চমক। ৩১ নম্বর ওয়ার্ড থেকেই প্রার্থী করা হয়েছে সব্যসাচী দত্তকে। এই ওয়ার্ড থেকেই ২০১৫ তে জয়ী হয়েছিলেন তিনি। ঘাসফুল ছেড়ে বিধানসভা ভোটের আগে হাত ধরেছিলেন পদ্মের। পরে তৃণমূলে প্রত্যাবর্তন হলেও তাঁকে আবার ভরসা করে মমতা প্রার্থী করবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তৃণমূলের প্রার্থী তালিকায় সব্যসাচীর নাম বুঝিয়ে দিল তাঁর ওপর এখনও ভরসা অটুট তৃণমূলের। তবে এবার উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অর্থের বিনিময়ে প্রার্থীর নাম সুপারিশ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য কলকাতা পুর নির্বাচনেও অনেক পুরনো কাউন্সিলরের নাম বাদ পড়ে। বাদ পড়েন শান্তনু সেন, রতন দে, রতন মালাকার, স্মিতা বক্সীর মতো হেভিওয়েট নাম। পরে অনেককে নির্দল হিসেবে মনোনয়ন দিতেও দেখা যায়। প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তবে শেষ পর্যন্ত কলকাতা পুরভোটে জিততে তেমন বেগ পেতে হয়নি তৃণমূলকে।

আরও পড়ুন : Municipal Election 2022: পদ্ম-ফেরৎ সব্যসাচীতে ফের ভরসা তৃণমূলের, বাদ পড়লেন তাপস

Next Article