Kolkata Municipal Election 2021: বসবে ২০০ টি অতিরিক্ত পাম্প, তৈরি হবে নিষ্পত্তি সেল, শহরের ‘দশ দিগন্তে’ উন্নয়নের আশ্বাস ঘাসফুলের
Kolkata Municipal Election 2021: কলকাতার উন্নয়নে একগুচ্ছ আশ্বাস দিয়ে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। আজ শনিবার মহারাষ্ট্র ভবন থেকে সেই ইস্তেহার প্রকাশ হয়। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
কলকাতা : কলকাতায় আসন্ন পুরভোট (KMC Election)। হাতে আর মাত্র ৮ দিন। বোর্ড গঠন করলে শহরের উন্নয়নের স্বার্থে কী কী করবে তৃণমূল (TMC), তারই তালিকা দিয়ে ইস্তেহার প্রকাশ করল ঘাসফুল শিবির। রাস্তায় জল জমে যাওয়া, কলকাতার সমস্যাগুলির মধ্যে অন্যতম। তাই সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হল ইস্তেহারে। পাশাপাশি, রাস্তার উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্য়কেন্দ্র নিয়েও বিশেষ ভাবনার কথা জানানো হয়েছে। শহরের আনাচে- কানাচে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহারের (Manifesto) নাম ‘দশ দিগন্ত কলকাতা।’
আজ শনিবার কলকাতার মহারাষ্ট্র ভবন থেকে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। বিধানসভা নির্বাচন ও উপ নির্বাচনে জয়ের পর কলকাতার পুরভোট নিয়ে শাসকদল যে বেশ আত্মবিশ্বাসী, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবুও গত কয়েক বছরে শহর কলকাতা জুড়ে যে সমস্ত সমস্যা চোখে পড়েছে সেগুলো যাতে কাঁটা না হয়ে দাঁড়ায়, তার জন্য ইস্তেহারে রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি।
ইস্তেহারে সবার আগে জায়গা পেয়েছে নিকাশি ব্যবস্থা। গত কয়েক মাসে প্রবল বৃষ্টিতে শহরের রাস্তায় শুধু যে জল জমেছে তাই নয়, সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই জল নিকাশি ব্যবস্থাই এই মুহূর্তে অন্যতম বড় চ্যালেঞ্জ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, আপাতত পুরসভার হাতে যে কটি পাম্প আছে, সেগুলি ছাড়াও আরও ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে। সুব্রত বক্সী জানান, যত দ্রুত সম্ভব জল বের করার ব্যবস্থা করে পুরসভা। আগামিদিনে সেই কাজ যাতে আরও দ্রুত হয়, তার জন্য অতিরিক্ত পাম্প বসানো হচ্ছে।
কলকাতা শহর জুড়ে একের পর এক ফ্লাইওভার উঠলেও এখনও অলিতে গলিতে রাস্তা খারাপ থাকার অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। সুব্রত বক্সি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী, তৃণমূল পুরবোর্ড গঠন করলে রাস্তা মসৃণ করে দেওয়া হবে। স্বাস্থ্য নিয়ে বিশেষ ভাবনাও রয়েছে তৃণমূলের। তৃণমূলের তরফে জানানো হয়েছে, শহরে আরও ৩০টি ডেঙ্গু কেন্দ্র খোলা হবে। এ ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে যে স্বাস্থ্য কেন্দ্র গুলি রয়েছে সেগুলি যাতে ২৪ ঘণ্টা খোলা রাখা যায়, সে কথাও চিন্তা করবে তৃণমূল।
শহরবাসীর যাতে সমস্যার কথা সরাসরি ওয়ার্ডের কাউন্সিলরকে জানাতে পারেন, তার জন্য বিশেষ পরিকল্পনা করছে তৃণমূল। ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের অফিসে একটি নিষ্পত্তি সেল তৈরি করা হবে। বাসিন্দাদের কোনও সমস্যা থাকলে তারা সেই অভিযোগ নিয়ে সরাসরি কাউন্সিলরের সঙ্গে দেখা করতে পারবেন। পাশাপাশি একটি অ্যাপের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে ইস্তেহারে। তৃণমূল পুর বোর্ড গঠন করলে একটি অ্যাপ আনা হবে, যার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সমস্যার কথা জানাতে পারবেন। ১৪ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে।
এ ছাড়াও শহরের মহিলাদের জন্য নিরাপত্তা, শহরের রাস্তায় সবুজায়ন, কলকাতার সংস্কৃতি ও পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। গৃহহীনদের জন্য যে আশ্রয়স্থল কলকাতায় রয়েছে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয় এ দিন।
শুধু ভোটে জেতাই লক্ষ্য নয়। এবার পুরভোটে ভাবমূর্তি ঠিক রাখতেও মরিয়া তৃণমূল। কিছুদিন আগেই ভোট দানে বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিয়েছেন, ওয়ার্ডের বাইরের লোকের উপস্থিতি বরদাস্ত করা হবে না। দলের নেতাদের উদ্দেশে বলেছেন, ‘নিজের কোমরের জোরে জিততে হবে। বাইরের কোনও লোক যেন ভোটের দিন কলকাতায় না বসে থাকে।’
আরও পড়ুন : Kolkata Municipal Election 2021: হতে পারে হামলা! আইবি খোঁজখবর নেওয়ার পরই CISF নিরাপত্তা বিজেপি প্রার্থীকে