Manik Sarkar Exclusive: ‘বিজেপি হারবে, জনদরদি সরকার তৈরি হবে ত্রিপুরায়’, TV9 বাংলায় অকপট মানিক

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 14, 2023 | 12:01 AM

Tripura Elections: এবারের ভোটে যে বিজেপি পর্যুদস্ত হবে, সে ব্যাপারে ভোটের আগে মানিক সরকারের দৃঢ় বিশ্বাস। টিভি নাইন বাংলাকে এক একান্ত সাক্ষাৎকারে সেই কথাই বললেন বর্ষীয়ান বাম নেতা।

Manik Sarkar Exclusive: বিজেপি হারবে, জনদরদি সরকার তৈরি হবে ত্রিপুরায়, TV9 বাংলায় অকপট মানিক
একান্ত সাক্ষাৎকারে মানিক সরকার

Follow Us

আগরতলা: ত্রিপুরার ভোটে (Tripura Assembly Election 2023) এবার লড়ছেন না তিনি। কিন্তু ত্রিপুরার রাজনীতির কথা যখনই আসে, তখনই ঘুরে ফিরে আসে তাঁর কথা। কথা হচ্ছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা মানিক সরকারকে (Manik Sarkar) নিয়ে। ত্রিপুরার রাজনীতির অলিন্দের সবকিছু তাঁর নখদর্পণে। দীর্ঘদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে যখন বামেদের ধরাশায়ী করে বিজেপি সরকার গঠন করে, তখনও জয়ী হয়েছিলেন মানিক সরকার। এবার নির্বাচনে না লড়লেও বামেদের হয়ে ভোট প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি। হাওয়া কেমন বুঝছেন তিনি? এবারের ভোটে যে বিজেপি পর্যুদস্ত হবে, সে ব্যাপারে ভোটের আগে তাঁর দৃঢ় বিশ্বাস। টিভি নাইন বাংলাকে এক একান্ত সাক্ষাৎকারে সেই কথাই বললেন বর্ষীয়ান বাম নেতা।

মানিক সরকার বললেন, ‘বিজেপি হারবে এবং ত্রিপুরার বৃহত্তম অংশের মানুষের অভিপ্রায়ের ভিত্তিতে জনদরদি সরকার তৈরি হবে।’ এবারের নির্বাচনে বিজেপি জোর ধাক্কা খাবে বলে যে দাবি তিনি করছেন, কীসের ভিত্তিতে তিনি এই কথা বলছেন? এর ব্যাখ্যাও দিয়েছেন নিজেই। বিগত পাঁচ বছরে ত্রিপুরায় বিজেপির সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন তিনি। ২০১৮ সালের নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও কার্যকর হয়নি বলে দাবি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, ‘যুবক-শিক্ষক-কেরানি-কর্মচারী থেকে শুরু করে মা-বোনেরা, শ্রমজীবী মানুষরা সকলেই প্রতারিত হয়েছে।’

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মানিকবাবু আরও বলেন, মানুষ যে প্রতারণার শিকার, সেই নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে, তার জন্য বিজেপি ত্রিপুরায় ‘ফ্যাসীবাদী সন্ত্রাস’ চালাচ্ছে। বিজেপি আমলে সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে বললেন, ‘গণতন্ত্র আক্রান্ত, ব্যক্তিস্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে। সংবাদ মাধ্যমের অধিকার হরণ করা হয়েছে। এখানে সংবিধান কার্যকর হচ্ছে না, জঙ্গলের শাসন কায়েম হয়েছে।’

Next Article