আগরতলা: ত্রিপুরা নির্বাচনের আর মাত্র হাতেগোনা ৩ দিন বাকি। শেষলগ্নের প্রচারে ঝড় তুলতে সোমবার ত্রিপুরাকে ‘সোনার রাজ্য’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে এদিন বক্সানগরের সভা থেকে তিনি বলেন, “সোনার ত্রিপুরা গড়তে পারে একমাত্র তৃণমূল। ত্রিপুরাবাসীর বিপদে-দুঃখে তৃণমূল থাকবে।” এপ্রসঙ্গে বিজেপির বহিরাগত তকমা নিয়েও পাল্টা খোঁচা দেন অভিষেক। বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল সেনাপতির কটাক্ষ, “বাংলা আর ত্রিপুরার ভাষা, পোশাক, খাবার সব একই। অথচ আমাদের বহিরাগত বলে! আর বিজেপির যে সমস্ত নেতা বাইরে থেকে আসছেন, তারা মঞ্চের পিছনে কী লেখা আছে পড়তে পারবেন! যাঁরা বাংলা পড়তে পারে না, নমস্কার বলতে পারেন না, তাঁরা ভূমিপুত্র! বিজেপির কোনও নেতাকে অন্য সময়ে দেখা যায় না, কেবল ভোটের সময় আসে।” বর্তমানে ত্রিপুরাকে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ চালিত করছে। কিন্তু, তৃণমূল এলে ত্রিপুরাকে ত্রিপুরা চালাবে বলেও প্রতিশ্রুতি দেন অভিষেক।
এদিন ত্রিপুরার বর্তমান পরিস্থিতিও তুলে ধরে ফের বাংলার তুলনা টেনে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার হলেও কেন রাস্তাঘাট থেকে দশা, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, পরিকাঠামোর বেহাল দশা, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর কথায়, “২৫ বছরের সিপিএমের অপশাসন দেখেছেন। বিজেপিকে এনে পরিবর্তনের চেষ্টা করেছেন। ২৫ বছরে সিপিএম যা ক্ষতি করেছে, ৫ বছরে বিজেপি এক বছরে এক দশক করে ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছে। রাস্তায় বেরোনোর স্বাধীনতা নেই। কার সঙ্গে কথা বলবে, বিয়ে করবে, কী পোশাক পরবে- সব ওরা ঠিক করে দেবে। কোনও স্বাধীনতা নেই। সুশাসনের পক্ষে লড়াই করতে হবে।” তবে বাংলায় দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার হলে ত্রিপুরায় কেন হবে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।
বিজেপি ক্ষমতায় এলে ফের রান্নার গ্যাস, রান্নার তেল, পেট্রোল, ডিজেলের দাম বাড়বে বলে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল ক্ষমতায় এলে বাংলার মতো ত্রিপুরাবাসীও দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডাক স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে এবং সোনার ত্রিপুরা হবে বলেও দাবি জানান তৃণমূল সেনাপতি। তাঁর কথায়, “একমাত্র বিজেপিকে শিক্ষা দিতে পারে তৃণমূল। তাই তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।”