PM Modi In Tripura: ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের প্রতি সমর্থন দেখে অভিভূত : মোদী
PM Modi In Tripura: আগরতলায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি নির্বাচন টিলার রাজ্যে।
ফাইল ছবি
Follow Us
আগরতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। ১৬ ফেব্রুয়ারি টিলার রাজ্যে হবে ভোটগ্রহণ। আরও একবারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। ত্রিপুরায় ভোট প্রচারে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রীরা। গতকাল ত্রিপুরার উনাকোটিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগের দিন ত্রিপুরায় পরপর দুটি সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। এরপর সোমবার ত্রিপুরার আগরতলায় সভা করছেন মোদী। আজ এই সভা থেকে কী কী বললেন তিনি এক নজরে দেখে নিন-
ত্রিপুরার আগরতলায় রোড শো করলেন মোদী #WATCH | Tripura: PM Modi holds a roadshow in Agartala.#TripuraElection2023
আগে কোনও মা অসুস্থ হলে খরচের ভয়ে তাঁর সন্তানদের অসুস্থতার সম্বন্ধে কিছু বলতেন না। মুখ বুজে কষ্ট সহ্য করতেন। কিন্তু দিল্লিতে আপনার একটি ছেলে বসে রয়েছে। প্রত্যেক মায়ের দুঃখ বোঝে এবং সব বোনের পীড়া বোঝে। তাই আয়ুষ্মান ভারতের অধীনে হাসপাতালে বিনামূল্যে তাঁদের যাতে চিকিৎসা হয় তার জন্য এই ছেলে কাজ করছে : মোদী
এখানে চাঁদার সরকার থাকাকালীন গরিবরা তাঁদের রেশন পেতেন না। ঘরে পৌঁছনোর আগেই তাঁদের রেশন লুঠ করে নেওয়া হত। তবে ডবল ইঞ্জিন সরকার আজ বিনামূল্যে রেশন দিচ্ছে: মোদী
এখানে ডবল ইঞ্জিন সরকারের কারণেই এত উন্নয়ন সম্ভব হয়েছে।ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকলে আমি দিল্লি থেকেই যতই চেষ্টা করতাম না কেন কোনও কিছুই হত না। তাই মনে রাখবেন ত্রিপুরার চাই ডবল ইঞ্জিন সরকরা: মোদী
ফেনী নদীর উপর মৈত্রী সেতুর কারণে আন্তর্জাতিক বন্দর থেকে ত্রিপুরা ভারতের সবথেকে নিকটবর্তী শহর হয়ে উঠেছে। এর ফলে বাংলাদেশ থেকে শুরু করে গোটা উত্তর-পূর্ব ও এশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের জন্য ত্রিপুরা একটি বড় কেন্দ্র হয়ে উঠছে : মোদী
কংগ্রেসেরই প্রধানমন্ত্রী বলেছিলেন, দিল্লি থেকে ১ টাকা এলে ১৫ পয়সা মানুষের কাছে পৌঁছোয়। এই ৮৫ পয়সা কার পকেটে যেত ভাই? যিনি এখানে ক্ষমতায় ছিলেন তাঁর পকেটেই যেত। আমি এখন দাবি করতে পারি দিল্লি থেকে ১ টাকা পাঠানো হলে তার ১০০ শতাংশই এখানে ত্রিপুরাবাসীর কাছে পৌঁছায়: মোদী
এখানে বিজেপির সরকার থাকলে দিল্লি থেকে যে টাকা আসবে তা আপনাদের উপরই খরচ হবে: মোদী
ত্রিপুরায় বিকাশের জন্য এই নির্বাচনে বিজেপি ও সহযোগী দলকে সর্বশক্তি দিয়ে ভোট দিতে হবে: মোদী
আপনাদের জীবন ও সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে তারা : মোদী
তারা ত্রিপুরার মানুষকে জাতি ও সমাজের নাম বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। কিন্তু আপানাদের একজোট হয়ে থাকবে : মোদী
বাম ও কংগ্রেস কোনওদিন ত্রিপুরায় বিকাশ করতে পারবে না। তারা চাইবে, ত্রিপুরা গরিব থেকে গরিবতম রাজ্যই থাকুক। বাম, কংগ্রেসের মতো সমমনস্ক দল ত্রিপুরার লোকদের গরিব রেখে নিজেদের সিন্দুক ভরতে চায় : মোদী
আপনারাই বলুন এই নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে কি হচ্ছে না: মোদী
৩০ বছর ধরে বামপন্থীরা এখানে শাসন করেছে। আর নির্বাচনের দু’ থেকে তিন মাস আগের থেকেই এখানে ওখানে খালি হত্যার খবর পাওয়া যেত: মোদী
এখন সব রাজনৈতিক দলের পতাকা চারিদিকে দেখা যায়। ৫ বছর আগে কি এইগুলো সম্ভব ছিল? : মোদী
বিজেপি ত্রিপুরায় আইন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেছে : মোদী
ব্যবসা থেকে শুরু করে পুলিশ স্টেশন, সব জায়গায় ক্যাডারদের দৌরাত্ম্য ছিল: মোদী
বামপন্থী শাসন ত্রিপুরাকে বিনাশের পথে নিয়ে গিয়েছে: মোদী
মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর জি ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে রাস্তা দেখিয়েছেন সেই মতোই বিজেপি ত্রিপুরাকে সুশাসন দিয়েছে: মোদী
ত্রিপুরাকে ব্যবসার কেন্দ্র করা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
ত্রিপুরায় এমন কোনও পরিবার নেই যারা বিজেপির নীতির সুফল পায়নি: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
ত্রিপুরার মহিলা ও যুব সম্প্রদায় চাঁদা ও ঝান্ডাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে : আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
ত্রিপুরায় এমন কোনও পরিবার নেই যারা বিজেপির নীতির সুফল পায়নি: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
বামফ্রন্টের শাসনামলে ত্রিপুরায় বহু হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। বিজেপি সরকার শান্তি এনেছে: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
বামফ্রন্ট সরকারের নেতারা নিজেদের রাজা এবং ত্রিপুরার মানুষকে সেবক মনে করতেন: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী
এখানকার মা-বোনেদের যত আশীর্বাদ পেয়েছি, তা অভূতপূর্ব। নিজেদের পরিবারের সদস্যের কাছে এসে কারও যতটা ভাল অনুভূতি হয়, আপনাদের কাছে এসে আমার ততটাই ভাল লাগছে: আগরতলায় মোদী
ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকারের (বিজেপি সরকার) প্রতি সমর্থন দেখে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে: আগরতলায় প্রধানমন্ত্রী মোদী