Tripura Election 2023: ‘ডবল ইঞ্জিন মানে নিরাপদ, সিঙ্গলে দুর্ঘটনার সম্ভাবনা’, ত্রিপুরায় বললেন শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 12, 2023 | 6:19 PM

ত্রিপুরায় বিজেপি সরকার গড়লে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা একসঙ্গে কাজ করবে এবং ২টি করে গ্যাস সিলিন্ডার দেবে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

Tripura Election 2023: ডবল ইঞ্জিন মানে নিরাপদ, সিঙ্গলে দুর্ঘটনার সম্ভাবনা, ত্রিপুরায় বললেন শুভেন্দু
ত্রিপুরায় ভোটের প্রচারে শুভেন্দু অধিকারী।

Follow Us

আগরতলা: সিঙ্গল ইঞ্জিন মানে দুর্ঘটনা ঘটতে পারে। ডবল ইঞ্জিন মানে নিরাপদ। রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে এমনই দাবি জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুনরায় বিজেপিকে জয়ী করার আবেদন জানিয়ে তিনি বলেন, “আগে গুয়াহাটি যেতে কত সময় লাগত। বিমানবন্দরের অবস্থা খারাপ ছিল। আজ কেন্দ্র ও ত্রিপুরায় বিজেপি সরকার একসঙ্গে কাজ করছে বলে জাতীয় সড়কের উন্নতি ঘটেছে, বিমানবন্দর হয়েছে, রেল লাইনের বিস্তার হচ্ছে। ত্রিপুরায় কৃষকদের চাষ করা ফসল আন্তর্জাতিক বাজারে যাচ্ছে।” রাজ্যের আরও উন্নয়ন ঘটাতে, রাস্তাঘাটের উন্নতি করতে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দ্রুত পৌঁছতে, দিল্লির মতো এইমস হাসপাতালে এরাজ্যে আনতে বিজেপি সরকার ধরে রাখতে হবে বলেও দাবি জানান শুভেন্দু। ত্রিপুরায় বিজেপি সরকার গড়লে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা একসঙ্গে কাজ করবে এবং ২টি করে গ্যাস সিলিন্ডার দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন শুভেন্দু অধিকারী ত্রিপুরার ধর্মনগর ও কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্র জনসভা করেন। দুটি সভা থেকেই বাম, কংগ্রেসকে একযোগে তোপ দেগে ত্রিপুরাবাসীর কাছে ডবল ইঞ্জিন সরকার গড়ার আবেদন জানান তিনি। সিপিএমের রাজত্বকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করে শুভেন্দু বলেন, “সিপিএমের রাজত্ব মানে জঙ্গলের রাজত্ব। ৩০ বছরের সিপিএম রাজ্ত্ব চালিয়েছে এবং ৫ বছর কংগ্রেস রাজত্ব চালিয়েছে। এই সময়ে বাঙালি-অবাঙালি, পাহাড়-সমতল, জনজাতি-অজনজাতির লড়াই, ত্রিপুরা ভাগ করার লড়াই ছাড়া কিছু ছিল না। সন্ধ্যা হলেই রাস্তা অন্ধকার হয়ে যেত। খুনোখুনি চলত। শোনা যেত গুলির আওয়াজ। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলত। এখন ত্রিপুরার মানুষ রাতেও রাস্তায় বেরোতে পারে।” তাই সন্ত্রাসবাদকে পরাস্ত করতে বিজেপি প্রার্থীকে জয়ী করার আবেদন জানিয়েছেন শুভেন্দু। এপ্রসঙ্গে টিপরা মোথা দলকেও একহাত নিয়ে শুভেন্দুর কটাক্ষ, “ত্রিপুরায় নতুন একটা দল হয়েছে যারা গ্রেটার ত্রিপুরা করতে চায়, ত্রিপুরাকে ভাগ করতে চায়। তাদের জবাব দেবেন।”

বিগত ৫ বছরে বিজেপি ত্রিপুরায় কী কাজ করেছে তার পরিসংখ্যানও দেন শুভেন্দু। এপ্রসঙ্গে কেন্দ্রের মোদী সরকারের পিএম কিষাণ নিধি, আবাস যোজনা, শৌচালয়, গরীব কল্যাণ যোজনা, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে রেশন দেওয়ার কথা তুলে ধরেন শুভেন্দু।

Next Article