ছবি সৌজন্যে: ANI
আগরতলা: আর কয়েকদিন বাদেই বিধানসভা নির্বাচন টিলার রাজ্যে। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিজেপি, তৃণমূল, সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে ত্রিপুরায় শনিবার জোড়া জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে নির্বাচনী উত্তেজনার পারদ চড়ল মোদীর উপস্থিতি। আম্বাসার পর এখন ত্রিপুরার রাধাকিশোরপুরে বিজয় সঙ্কল্প যাত্রায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভা থেকে কী কী বললেন তিনি এক নজরে দেখে নিন-
- কেরলে কংগ্রেস ও বামেরা ‘কুস্তি’ লড়ছে এবং ত্রিপুরায় ‘দোস্তি’ করেছে: মোদী
- ত্রিপুরাতেও আমি বিজেপির জন্য জনজাতি সমাজের ভাল সমর্থন দেখেছি। ডাবল ইঞ্জিন সরকারের ফলে ত্রিপুরার কৃষকদের বিশেষত ছোটো কৃষকদের লাভ হয়েছে। গত ৫ বছরে ত্রিপুরার কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ৫০০ কোটি টাকা পেয়ে গিয়েছে : মোদী
- যখন কেন্দ্রে সিপিএম ও কংগ্রেসের সরকার ছিল, তখন আদিবাসী ক্ষেত্রের বিকাশের জন্য মাত্র ২৫ হাজার কোটি টাকার বাজেট ছিল। এখন বিজেপির যখন এনডিএ সরকার রয়েছে, এই বাজেট বেড়ে ১ লক্ষ কোটি টাকার বেশি হয়ে গিয়েছে। এই টাকা দিয়ে আদিবাসী সমাজের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এই কারণেই দেশের যেখানে যেখানে নির্বাচন হয় বিপুল সংখ্যায় জনজাতি সম্প্রদায় বিজেপিকে সমর্থন জানায়। সম্প্রতি গুজরাট নির্বাচনে আদিবাসী সমাজ বিজেপিকে ১০০ শতাংশ আসনেই জিতিয়ে দিয়েছেন : মোদী
- এই বছরের বাজেটে এমন কিছু ঘোষণা হয়েছে যার লাভ ত্রিপুরার মা-বোন ও জনজাতি সম্প্রদায়ের লোকেরা পাবেন : মোদী
- বিজেপি সরকারে গরিবদের জন্য কাজ করে। বিজেপি সরকার সামাজিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করেছে: মোদী
- আমি জীবনের অনেকটা সময় জনজাতিদের সঙ্গে কাটিয়েছি। আমি গরিবদের দুঃখ, জনজাতি পরিবারের চ্যালেঞ্জ বুঝি। সেই কারণে বিজেপি সরকার গরিব মা-বোন, গরিব জনজাতিদের জীবন সহজ করে তোলার জন্য দিন রাত খাটছে দিল্লি ও ত্রিপুরার বিজেপি সরকার: মোদী
- আগামী দিনে সব ত্রিপুরাবাসীর ঘরে ২৪ ঘণ্টা বিদ্যুৎ আসবে। সব ঘরে পাইপের জল পৌঁছবে: মোদী
- ৪ লক্ষ পরিবার নল সে জলের সুবিধা পেয়েছে। আর যখন ঘরে নল থেকে জল আসে, তখন এই মা-বোনেদের আশীর্বাদের পাইপলাইন সরাসরি আমার বাড়িতে পৌঁছে যায়। আমার উপর আশীর্বাদ ঝরে ঝরে পড়ে। এই মা-বোনেরা যখন যখন বাড়িতে নল খোলেন, তখন তাঁরা মোদীকে আশীর্বাদ দেন: মোদী
- ত্রিপুরায় কংগ্রেস-সিপিআই (এম) জোট নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল তারা ‘চাঁদা’ (অনুদানের) জন্য একত্রিত হয়েছে।
- এপ্রিলে বিজেপির সরকার গঠনের পর ত্রিপুরার বিকাশে আরও গতি আসবে: মোদী
- গত ৫ বছরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও অনেকটা মজবুত হয়েছে সেখানে: মোদী
- সিপিএম ও কংগ্রেস শাসনে এখানে এমন অনেক গ্রাম ছিল যেখানে রাস্তা পৌঁছায়নি। গত ৫ বছরে এখানে ৫ হাজার গ্রামে রাস্তা বানিয়েছে আমাদের সরকার: মোদী
- ৫ বছর আগে এসে আমি হিরা (HIRA)-র প্রতিশ্রুতি দিয়েছিলাম। হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে ও এয়ারওয়ের সঙ্গে সংযুক্ত বিকাশের কথা বলেছিলাম। বিজেপি সরকার গত পাঁচ বছরে দিন রাত খেটে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ করছে: গোমতীর রাধাকিশোরপুরে মোদী
- পাঁচ বছর আগে, যখন এখানে সিপিএম সরকার ছিল, তখন ‘সিপিএম কি চাঁদাওয়ালি কোম্পানি’ আপনাদের রেশন লুট করত। গরিবরা রেশন চেয়েছিল কিন্তু বামপন্থীরা রেশন লুট করত। আপনারা তাদের ত্রিপুরা থেকে বিতাড়িত করেছেন এবং এখানে ডাবল ইঞ্জিনের সরকার গঠন করেছেন। ত্রিপুরার মানুষ এর ফলাফল দেখতে পাবে: প্রধানমন্ত্রী মোদী
- মানুষের পক্ষে জল এবং বিদ্যুৎ পাওয়াও কঠিন ছিল। এমনকি তারা মৌলিক সুযোগ-সুবিধাও পায়নি। যারা আগে দিল্লি ও ত্রিপুরা শাসন করেছিল, তারা কখনই এই সুযোগ-সুবিধার কথা ভাবেনি। যারা বছরের পর বছর ধরে ত্রিপুরাকে লুট করেছে এবং মানুষকে অভাবের মধ্যে থাকতে বাধ্য করেছে তারা এখন একত্রিত হয়েছে: প্রধানমন্ত্রী
- মনে রাখবেন, যাঁরা বছরের পর বছর ধরে ত্রিপুরা শাসন করেছেন, তাঁরা কী করেছেন। স্থানীয় জনজাতি, দরিদ্র, মহিলা, যুবকদের জীবন কঠিন হয়ে পড়েছিল। তাঁদের স্বপ্ন ভেঙ্গে গেছে, শিশুরা রাজ্য ছেড়ে বাইরে যেতে বাধ্য হয়েছে: গোমতীর রাধাকিশোরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আমাদের আশীর্বাদ করার জন্য এত বিপুল সংখ্যায় আপনাদের এখানে আগমন সরকারে ফের বিজেপির আসাকেই ইঙ্গিত করে। এখানে এত সংখ্যায় আপনাদের উপস্থিতি দেখে আমাদের বিরেধীদের রাতের ঘুম কেড়ে নেবে : গোমতীর রাধাকিশোরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- সভার শুরুতে বাংলায় বক্তৃতা দিতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তিনি বাংলায় বলেন, “ত্রিপুরাবাসী ভাই ও বোনেরা সবাইকে নমস্কার। আপনারা কেমন আছেন?”
- সভায় উপস্থিত মহিলারা উলু ধ্বনি দিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।