Tripura Election 2023: হাইভোল্টেজ রবি! শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে ত্রিপুরায় শাহ-শুভেন্দু-দিলীপ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 12, 2023 | 6:10 AM

প্রতাপগড়ে পোলো টাওয়ার হোটেল থেকে বিকাল সাড়ে ৪টে নাগাদ রোড শো করবেন অমিত শাহ।

Tripura Election 2023: হাইভোল্টেজ রবি! শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে ত্রিপুরায় শাহ-শুভেন্দু-দিলীপ
ত্রিপুরায় ভোট প্রচারে শাহ-শুভেন্দু-দিলীপ।

Follow Us

আগরতলা: ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা চারদিন বাকি। তাই জমি দখল রাখতে মরিয়া বিজেপি একদিনও সময় নষ্ট করতে নারাজ। শেষ মুহূর্তের প্রচারে কার্যত ঝড় তুলতে শুরু করেছে। আজ, রবিবার একই সঙ্গে ত্রিপুরায় নির্বাচনী প্রচারের ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ত্রিপুরায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহষ অন্যদিকে, শুভেন্দু অধিকারী দুটি জনসভা এবং দিলীপ ঘোষ একটি জনসভা করবেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরেই আগরতলা পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতাপগড়ে পোলো টাওয়ার হোটেল থেকে বিকাল সাড়ে ৪টে নাগাদ রোড শো শুরু করবেন এবং আগরতলার প্রতাপগড় পর্যন্ত প্রায় আধ ঘণ্টা শাহের রোড শো চলবে।

অন্যদিকে, এদিন সকালেই আগরতলা পৌঁছে যাবেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। যদিও দুজনে আলাদা যাবেন এবং তাঁদের পৃথক কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ ত্রিপুরার বেলোনিয়া এসি এলাকায় জনসভা করবেন দিলীপ ঘোষ। তারপর বিকালের উড়ানেই কলকাতা ফিরে আসবেন তিনি। আর কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্র, ধনপুর এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সভা করবেন শুভেন্দু অধিকারী। কদমতলা কুর্তি এলাকায় দুপুর ১২টা নাগাদ জনসভা করবেন তিনি। তারপর ধনপুরে দুপুর ২টোয় এবং বিকাল ৪টে নাগাদ মজলিশপুরে শুভেন্দুর সভা রয়েছে।

উল্লেখ্য, দিন দুয়েক আগে কদমতলা এলাকাতেই জনসভা করে বিজেপি সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে সেই এলাকাতেই সভা করে শুভেন্দু অধিকারী কী জবাব দেন, সেদিকে মুখিয়ে ত্রিপুরার রাজনৈতিক মহল।

এদিকে, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এদিন শুভেন্দুর গড়ে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। সেই সভায় শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারবেন না। যা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু, বর্তমানে ত্রিপুরা-ই প্রধান লক্ষ্য এবং দলের নির্দেশেই তিনি ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Next Article