Amit Shah: ২৭ বছর পর ক্যাডারদের থেকে মিলেছে মুক্তি: শাহ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 12, 2023 | 3:26 PM

Amit Shah: রবিতে ভোট প্রচারে ত্রিপুরায় গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সেখানে সুন্দরী মন্দিরেও পুজো দেন তিনি।

Amit Shah: ২৭ বছর পর ক্যাডারদের থেকে মিলেছে মুক্তি: শাহ
অমিত শাহ।

Follow Us

আগরতলা: আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচন ত্রিপুরায়। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী, সব রাজনৈতিক দল। গতকাল ত্রিপুরায় ভোট প্রচারে দুটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুই জনসভা থেকেই বাম-কংগ্রেসকে আক্রমণ করেন মোদী। তিনি বাম আমলের চাঁদার প্রসঙ্গ তুলে ধরেন নিজের বক্তৃতায়। গতকাল মোদীর পর আজ ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার চাঁদিপুর থেকে বিজয় সঙ্কল্প যাত্রা থেকে বক্তব্য রাখছেন শাহ। এই জনসভা থেকে কী কী বললেন তিনি এক নজরে দেখে নিন-

  1. ত্রিপুরার জন্য কমিউনিস্ট, কংগ্রেস ভাল কোনও কিছুই করতে পারে না। আর তিপ্রা মোথার তো কোনও প্রশ্নই ওঠে না। উন্নয়ন কেবল ভারতীয় জনতা পার্টিই করতে পারে। আর কেউ নয়: শাহ
  2. ২৭ বছর ধরে ত্রিপুরায় মানিক সরকার কী কী করেছেন রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আপনি যদি কিছু করেও থাকেন, আপনার দলের লোকরা এক আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিল। আপনার নাম তোলেননি। আর আপনিও ত্রিপুরার জন্য কিছু করেননি। আমরা দুটি বিমানবন্দর বানানোর কাজ করেছি: শাহ
  3. বাঁশ এক্সপোর মাধ্যমে আমরা বাঁশ চাষ আরও এগিয়ে নিয়ে যাব। মৎস্য সহায়তা যোজনার মাধ্যমে সব মৎস্যজীবীদের ৬ হাজার টাকা প্রতি বছর দেওয়া হবে। আগামী ৫ বছরে চা বাগানের শ্রমিকদের ১৬০০ বর্গকিমির জমি দেওয়া হবে  বিনামূল্যে: শাহ
  4. পিএম কিষাণ সম্মাননিধি যোজনায় কেন্দ্রীয় সরকার এখন দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকা দিয়ে থাকে। আগামী বছর বিজেপি সরকার গঠন করলে এই টাকা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হবে: শাহ
  5. ২০২৫ সালের মধ্যে সব গরিবরা আমরা ঘর দিয়ে দেব এবং কলেজ পড়ুয়াদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। তাঁরা সকালে স্কুটিতে করে কলেজ যাবে এবং সন্ধেবেলা আপনাদের নিয়ে স্কুটিতে করে ঘুরতে যাবে, বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরবেন : শাহ
  6. ত্রিপুরায় বিজেপির সরকার ২৪ হাজার লোককে সরকারি চাকরি দিয়েছে। স্বল্প ও মাঝারি শিল্পের জন্য নয়া উদ্য়োগ নিয়ে এসেছে: শাহ
  7. গোটা উত্তর-পূর্বকে সমৃদ্ধশালী করে তোলার জন্য দিন রাত এক করে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: শাহ
  8. আমাদের সরকার ৩০ শতাংশ দুর্নীতি, অপরাধ কমিয়ে এনেছে। শুধু ত্রিপুরাই নয় সমগ্র উত্তর-পূর্বে শান্তি স্থাপনের কাজ করেছে এই ভারতীয় জনতা পার্টি: শাহ
  9. যখন ২০১৬ ও ২০১৭ সালে এসেছিলাম তখন এখানকার সবাই কমিউনিস্টদের নিয়ে ভয়ে ভয়ে থাকত। পানীয় জলের সংযোগ নিতে হলে ওদের ক্যাডারের কাছে যেতে হত, রেশন কার্ড, চাকরি পাওয়ার জন্যও ক্যাডারদের কাছে যেতে হত। ২৭ বছর পর ক্যাডারদের থেকে মুক্তি মিলেছে। এইবার আর ক্যাডারদের ঢুকতে দেবেন না: শাহ
  10. এখানে উন্নয়ন চাইলে আবার মানিক সাহার হাত মজবুত করুন এবং এই  নির্বাচনে বিজেপিকে জেতান: শাহ
  11. কংগ্রেসের সঙ্গে জোট করে সিপিএম প্রমাণ করেছে যে তারা নির্বাচনে হারতে চলেছে। তারা একা বিজেপির মুখোমুখি হতে পারেনি। কংগ্রেসের অবশ্যই লজ্জিত হওয়া উচিত, তারা সিপিএম-র সঙ্গে জোট বেঁধেছিল যারা তাদের অনেক সদস্যকে হত্যা করেছিল। তারা টিপরা মোথাকেও হাতিয়ার বানিয়েছে: চণ্ডীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  12. চা বাগানের শ্রমিক হোক বা  বিষ্ণুপ্রিয়া, মণিপুরী সম্প্রদায়ের মানুষ-সবার জন্য সমান উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী : শাহ
  13. ত্রিপুরায় করোনা প্রবেশ করা থেকে আটকেছেন মোদী জি: শাহ
  14. মোদী জি আপনাদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দিয়েছে। প্রায় সব ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছে, শৌচালয় হয়েছে ঘরে ঘরে, গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে। এবং বিনামূল্যে চাল দিয়েছে : শাহ
  15. কংগ্রেস, সিপিএম এর ‘ট্রিপল সমস্যা’ থেকে উদ্ধার করতে চাইলে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারকে ভোট দিন: উনাকোটিতে অমিত শাহ
  16. কংগ্রেস ও সিপিএম ত্রিপুরার জন্য কিছুই করেনি। বিজেপির শাসনামলে ত্রিপুরায় উন্নয়ন হয়েছে। আমরা সবার উন্নয়নের জন্য কাজ করেছি। কংগ্রেস ও সিপিএম আদিবাসীদের জন্য কিছুই করেনি এবং এখন আদিবাসীদের ভোট পাওয়ার জন্য তারা আদিবাসী মুখ্যমন্ত্রী মুখ বেছে নিয়েছে: অমিত শাহ
  17. কংগ্রেস ও বামেরা একত্রিত হয়ে ইঙ্গিত দিচ্ছে যে তারা ত্রিপুরা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় স্বীকার করেছে: অমিত শাহ
  18. আমি আজ চাঁদিপুরে বিজেপি প্রার্থী টিঙ্কু রায়ের জন্য প্রচারে এসেছিল। সবাই টিঙ্কু জির জন্য তালি বাজান: শাহ
  19. আমার সঙ্গে দুই হাত তুলুন আর বলুন ত্রিপুরায় ফের বিজেপি সরকারই আসবে। বলুন ভারত মাতার জয়: শাহ
  20. ত্রিপুরায় সুন্দরী মন্দিরে আজ পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Next Article