Uttar Pradesh Assembly Election: ‘অপরাধীরা পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে’, কড়া আক্রমণ মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 07, 2022 | 4:00 PM

Narendra Modi: খারাপ আবহাওয়ার কারণে নরেন্দ্র মোদীর জনসভা বাতিল হয়ে গিয়েছে। তাই, সোমবার ভার্চুয়াল ব়্যালিতে বার্তা দিলেন মোদী।

Follow Us

উত্তর প্রদেশ : ভোট যত এগিয়ে আসছে, ততই বিপক্ষের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে রাজনৈতিক দলগুলি। কোভিড পরিস্থিতির জেরে জনসভা করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তাই ভোট প্রচারের কৌশল এবার বদলাতে হয়েছে। সোমবার উত্তর প্রদেশের বিজনোরে যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সেই জনসভার কর্মসূচিও ভেস্তে গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে। তাই ভার্চুয়াল সভা থেকে বিরোধীদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন ভার্চুয়াল মাধ্যমেই বিজনোরের (Bijnor) জন চৌপল ব়্যালিতে যোগ দেন তিনি। সভা থেকে অখিলেশের দল তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘অপরাধীরা ক্ষমতার পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে।’ তাঁর দাবি, উত্তর প্রদেশে বিজেপি শাসন ক্ষমতা চলে গেলেই ফিরবে অপরাধীরা।

‘কিছুই করেনি সমাজবাদী পার্টি’

এ দিন মোদী উত্তর প্রদেশের মানুষকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘এরা মানুষের তৃষ্ণা মেটানোর জন্য কিছুই করেনি। সাধারণ মানুষের জন্য উন্নয়ন, প্রগতি, মানুষের স্বাধীনতার স্বার্থে বা দারিদ্র্য ঘোচাতে কিছুই করেনি।’ পাশাপাশি, তিনি এও উল্লেখ করেন, উত্তর প্রদেশে উন্নয়নের স্রোত থমকে গিয়েছিল। ভুয়ো সমাজবাদীদের হাত ধরে থেমে গিয়েছিল সেই স্রোত।

‘নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে ওরা’

মোদীর দাবি, বিরোধী দল তথা সমাজবাদী পার্টি শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। তাঁর কথায় বিরোধীরা, ‘স্বার্থপরতার তৃষ্ণা মেটাতেই উন্নয়নের নদীর সব জল শুষে নিয়েছিল।’ বিজনোর, আমরোহা ও মোরাদাবাদের ৩ লক্ষ গরিব মানুষ আয়ুস্মান ভারতের সুবিধা পেয়েছেন বলে উল্লেখ করেন মোদী। বিজনোরে শিল্প পার্ক তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি। উত্তর প্রদেশে ৩০০ কোটি টাকা খরচ করে মেডিক্যাল কলেজ বানানো হয়েছে বলেও জানান তিনি।

এ দিন বক্তব্যের শুরুতেই ক্ষমা চেয়ে নেন নরেন্দ্র মোদী। তিনি জানান, কমিশনের নির্দেশ মেনে সশরীরে এ দিন বিজনোরে হাজির হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া এতই খারাপ ছিল যে, তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। তাই যেতে পারেননি তিনি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

 

উত্তর প্রদেশ : ভোট যত এগিয়ে আসছে, ততই বিপক্ষের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছে রাজনৈতিক দলগুলি। কোভিড পরিস্থিতির জেরে জনসভা করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তাই ভোট প্রচারের কৌশল এবার বদলাতে হয়েছে। সোমবার উত্তর প্রদেশের বিজনোরে যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সেই জনসভার কর্মসূচিও ভেস্তে গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে। তাই ভার্চুয়াল সভা থেকে বিরোধীদের কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন ভার্চুয়াল মাধ্যমেই বিজনোরের (Bijnor) জন চৌপল ব়্যালিতে যোগ দেন তিনি। সভা থেকে অখিলেশের দল তথা সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘অপরাধীরা ক্ষমতার পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে।’ তাঁর দাবি, উত্তর প্রদেশে বিজেপি শাসন ক্ষমতা চলে গেলেই ফিরবে অপরাধীরা।

‘কিছুই করেনি সমাজবাদী পার্টি’

এ দিন মোদী উত্তর প্রদেশের মানুষকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘এরা মানুষের তৃষ্ণা মেটানোর জন্য কিছুই করেনি। সাধারণ মানুষের জন্য উন্নয়ন, প্রগতি, মানুষের স্বাধীনতার স্বার্থে বা দারিদ্র্য ঘোচাতে কিছুই করেনি।’ পাশাপাশি, তিনি এও উল্লেখ করেন, উত্তর প্রদেশে উন্নয়নের স্রোত থমকে গিয়েছিল। ভুয়ো সমাজবাদীদের হাত ধরে থেমে গিয়েছিল সেই স্রোত।

‘নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে ওরা’

মোদীর দাবি, বিরোধী দল তথা সমাজবাদী পার্টি শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। তাঁর কথায় বিরোধীরা, ‘স্বার্থপরতার তৃষ্ণা মেটাতেই উন্নয়নের নদীর সব জল শুষে নিয়েছিল।’ বিজনোর, আমরোহা ও মোরাদাবাদের ৩ লক্ষ গরিব মানুষ আয়ুস্মান ভারতের সুবিধা পেয়েছেন বলে উল্লেখ করেন মোদী। বিজনোরে শিল্প পার্ক তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি। উত্তর প্রদেশে ৩০০ কোটি টাকা খরচ করে মেডিক্যাল কলেজ বানানো হয়েছে বলেও জানান তিনি।

এ দিন বক্তব্যের শুরুতেই ক্ষমা চেয়ে নেন নরেন্দ্র মোদী। তিনি জানান, কমিশনের নির্দেশ মেনে সশরীরে এ দিন বিজনোরে হাজির হওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া এতই খারাপ ছিল যে, তাঁর হেলিকপ্টার উড়তে পারেনি। তাই যেতে পারেননি তিনি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

 

Next Article