লখনউ : এই মাসেই বিধানসভা নির্বাচন দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে। এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা আসন সমন্বিত রাজ্য হল এটি। এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। নির্বাচনের প্রাক্কালে শেষ মুহূর্তের নির্বাচনী ব্যস্ত সব রাজনৈতিক দলগুলিই। আজ সেই উদ্দেশেই উত্তর প্রদেশে রোড শো করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই রোড শোতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বিজেপির এক কর্মীকে দিলেন কংগ্রেসের যুব ইস্তেহার।
সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো আলিগড়ের অলিগলিতে দিয়ে যাচ্ছে। সেই রোড শোতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বহু কর্মী সমর্থকও। এই রোড শো দেখেই বহু বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। কংগ্রেস নেত্রী তাঁর গাড়ি থেকে নেমে আসেন। এবং বিক্ষোভকারী এক কর্মী সমর্থকের সঙ্গে বাক্য বিনিময় করেন। তিনি তারপর ‘ভারতী বিধান’ এর একটি কপি সেই বিজেপি কর্মীর দিকে বাড়িয়ে দেন। ‘ভারতী বিধান’ হল ষুবদের জন্য কংগ্রেসের যুবদের নির্বাচনী ইস্তেহার। কিন্তু সেই বিজেপি কর্মী তা নিতে প্রত্যাখ্যান করেন। তাঁর পরিবর্তে ওই ভিড়ের মধ্যে থেকে সেই বইটি গ্রহণ করেন।
#WATCH | Uttar Pradesh: Congress leader Priyanka Gandhi Vadra gave Congress' youth manifesto 'Bharti Vidhan' to BJP workers who were raising slogans in favor of PM Modi & CM Yogi during a roadshow in Aligarh ahead of #UPAssemblypolls2022 pic.twitter.com/YRDUn4smO2
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 5, 2022
শনিবার ভোটমুখী উত্তর প্রদেশের আলিগড়ের ইগ্লাস এবং খয়ের বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করতে প্রিয়াঙ্কা গান্ধী আলিগড়ে গিয়েছিলেন। তিনি শহরের বিভিন্ন ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচিও করেন। এই ধরনের একটি কথোপকথনের সময় তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর “খুন কি গারমি” মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে তাঁর দল অর্থাৎ কংগ্রেস মানুষদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বলে।
তিনি এদিন বলেছেন, “আমরা [কংগ্রেসে] ‘ভারতী’ (কর্মসংস্থান) এর কথা বলছি। এখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবক বেকার। সরকারে প্রায় ১২ লক্ষ পদ শূন্য রয়েছে।“ উত্তর প্রদেশ কংগ্রেস পরে হিন্দিতে টুইট করেছে, “এবার তাদের ভোট দিন যারা ‘ভারতী’ (নিয়োগ/কর্মসংস্থান) শুরু করে এবং ‘চারবি নিকালনে ওয়ালে’ এবং ‘গারমি নিকালনে ওয়ালে’ (লোকেরা অহংকার, অহংকার শেষ করতে বলে) দের প্রত্যাখ্যান করুন। ভারতী বিধান হল যুবকদের জন্য কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গত মাসে এই ইস্তেহার প্রকাশ করেছিলেন। এতে দল যুবকদের চাকরি দেওয়ার জন্য এবং শূন্য সরকারি পদগুলির জন্য নির্বাচন প্রক্রিয়াকে সুগম করার জন্য তার কৌশল এবং রেজোলিউশনগুলি তৈরি করে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
লখনউ : এই মাসেই বিধানসভা নির্বাচন দেশের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে। এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা আসন সমন্বিত রাজ্য হল এটি। এই রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ। নির্বাচনের প্রাক্কালে শেষ মুহূর্তের নির্বাচনী ব্যস্ত সব রাজনৈতিক দলগুলিই। আজ সেই উদ্দেশেই উত্তর প্রদেশে রোড শো করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই রোড শোতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা বিজেপির এক কর্মীকে দিলেন কংগ্রেসের যুব ইস্তেহার।
সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো আলিগড়ের অলিগলিতে দিয়ে যাচ্ছে। সেই রোড শোতে উপস্থিত ছিলেন কংগ্রেসের বহু কর্মী সমর্থকও। এই রোড শো দেখেই বহু বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। কংগ্রেস নেত্রী তাঁর গাড়ি থেকে নেমে আসেন। এবং বিক্ষোভকারী এক কর্মী সমর্থকের সঙ্গে বাক্য বিনিময় করেন। তিনি তারপর ‘ভারতী বিধান’ এর একটি কপি সেই বিজেপি কর্মীর দিকে বাড়িয়ে দেন। ‘ভারতী বিধান’ হল ষুবদের জন্য কংগ্রেসের যুবদের নির্বাচনী ইস্তেহার। কিন্তু সেই বিজেপি কর্মী তা নিতে প্রত্যাখ্যান করেন। তাঁর পরিবর্তে ওই ভিড়ের মধ্যে থেকে সেই বইটি গ্রহণ করেন।
#WATCH | Uttar Pradesh: Congress leader Priyanka Gandhi Vadra gave Congress' youth manifesto 'Bharti Vidhan' to BJP workers who were raising slogans in favor of PM Modi & CM Yogi during a roadshow in Aligarh ahead of #UPAssemblypolls2022 pic.twitter.com/YRDUn4smO2
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 5, 2022
শনিবার ভোটমুখী উত্তর প্রদেশের আলিগড়ের ইগ্লাস এবং খয়ের বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করতে প্রিয়াঙ্কা গান্ধী আলিগড়ে গিয়েছিলেন। তিনি শহরের বিভিন্ন ঘরে ঘরে জনসংযোগ কর্মসূচিও করেন। এই ধরনের একটি কথোপকথনের সময় তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তাঁর “খুন কি গারমি” মন্তব্যের জন্য কটাক্ষ করেছেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে তাঁর দল অর্থাৎ কংগ্রেস মানুষদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বলে।
তিনি এদিন বলেছেন, “আমরা [কংগ্রেসে] ‘ভারতী’ (কর্মসংস্থান) এর কথা বলছি। এখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবক বেকার। সরকারে প্রায় ১২ লক্ষ পদ শূন্য রয়েছে।“ উত্তর প্রদেশ কংগ্রেস পরে হিন্দিতে টুইট করেছে, “এবার তাদের ভোট দিন যারা ‘ভারতী’ (নিয়োগ/কর্মসংস্থান) শুরু করে এবং ‘চারবি নিকালনে ওয়ালে’ এবং ‘গারমি নিকালনে ওয়ালে’ (লোকেরা অহংকার, অহংকার শেষ করতে বলে) দের প্রত্যাখ্যান করুন। ভারতী বিধান হল যুবকদের জন্য কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গত মাসে এই ইস্তেহার প্রকাশ করেছিলেন। এতে দল যুবকদের চাকরি দেওয়ার জন্য এবং শূন্য সরকারি পদগুলির জন্য নির্বাচন প্রক্রিয়াকে সুগম করার জন্য তার কৌশল এবং রেজোলিউশনগুলি তৈরি করে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা