ফের ভোটের বাদ্যি উত্তর প্রদেশে। আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। রাজ্যের ১২ জেলা জুড়ে ৬২টি বিধানসভা আসনে ভোট হবে। এই দফায় মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। পঞ্চম দফার উল্লেখযোগ্য কেন্দ্র হল সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বী, প্রয়াগরাজ, শ্রাবস্তী, আমেঠি, বারাবনকি, গোন্ডা। উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ। সপ্তম ও শেষ দফার ভোট ৭ মার্চ। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা অবধি। মোট ২.২৪ কোটি বাসিন্দা নিজেদের মতদান করবেন। একদিকে আমেঠি যেমন কংগ্রেসের ‘গড়’ হিসাবে পরিচিত, অন্যদিকেই অযোধ্যাও রয়েছে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। এই দুই কেন্দ্রে বিশেষ নজর থাকবে। পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা হবে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের। তিনি সিরাথু কেন্দ্র থেকে লড়ছেন, তাঁর প্রধান প্রতিপক্ষ হলেন আপনা পার্টির পল্লবী দেবী। অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ নাথ সিং (পশ্চিম এলাহাবাদ), রাজেন্দ্র সিং (পাট্টি) প্রমুখরাও রয়েছেন।
উত্তর প্রদেশে পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আজ বিকেল ৫ টা অবধি উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ।
ভোট নষ্ট হতে দেবেন না, তাই পিঠে চোট থাকলেও স্ট্রেচারে শুয়ে ভোট দিতে এলেন এক মহিলা।
Prayagraj | An elderly woman was escorted on a stretcher to a polling booth to cast her vote in the 5th phase of #UPElection2022.
" I have to come like this because I have a fracture in my back, but can't let me vote go waste," she said pic.twitter.com/hUBfFMTPBM
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৪.৮৩ শতাংশ।
34.83% voters turnout recorded till 1 pm in the fifth phase of #UttarPradeshElections pic.twitter.com/QMvG0Ep0ar
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
উত্তর প্রদেশের ভোট নিয়ে আশাবাদী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে এদিন শিবসেনা সাংসদ বলেন, “আদিত্য ঠাকরে উত্তর প্রদেশে গিয়েছেন। আমারও মনে হচ্ছে এবার উত্তর প্রদেশে পরিবর্তন আসবে। যা আবহাওয়া দেখছি, তাতে মনে হচ্ছে কড়া টক্কর হবে। অখিলেশ যাদবের জন্য যে পরিমাণ সমর্থন দেখা যাচ্ছে, তাতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।”
Aaditya Thackeray had been to UP. I think there is going to be a change in UP. People have made up their minds. In the atmosphere we saw, there is a neck to neck fight. The support for Akhilesh Yadav shows the change: Shiv Sena leader Sanjay Raut#UttarPradeshElections pic.twitter.com/3XwUkQWxMt
— ANI (@ANI) February 27, 2022
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ হচ্ছে আজ। সকাল ১১টা অবধি রাজ্যে ভোট পড়ল ২১.৩৯ শতাংশ।
21.39% voters turnout recorded till 11 am in the fifth phase of #UttarPradeshElections pic.twitter.com/7fAkdIMPfC
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
প্রতাপগড়ে একাধিক বুথ দখল করার অভিযোগ করল সমাজপার্টি।
प्रतापगढ़ जिले की विधानसभा कुंडा-246 के बूथ संख्या 367, 368 पर जनसत्ता दल के कार्यकर्ता बूथ कैप्चर करने की कोशिश कर रहे हैं और मतदाताओं को मतदान करने से रोक रहे हैं। चुनाव आयोग और जिला प्रशासन तत्काल संज्ञान लें @ECISVEEP @ceoup @pratapgarhpol @dmpratapgarh
— Samajwadi Party (@samajwadiparty) February 27, 2022
ভোট দিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা সিরাথুর বিজেপি প্রার্থী কেশব প্রসাদ মৌর্য্য।
Uttar Pradesh Deputy CM Keshav Prasad Maurya casts his vote at a polling booth in Prayagraj. He is contesting from Sirathu.
"I appeal to the people to vote in as many numbers as possible. We will secure 300+ seats and form govt." he says pic.twitter.com/NDU9qu5TAo
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
সকাল সাতটা থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। প্রথম দুই ঘণ্টায় রাজ্যে মোট ৮.০২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
সকাল থেকেইব যোগীরাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। এদিন সকালেই ভোট দিতে আসেন অযোধ্য়ার বিখ্যাত হনুমানগারহি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত জ্ঞান দাস।
Mahant Gyan Das, the head priest of Hanumangarhi Temple in Ayodhya, and other seers cast their votes at a polling booth in the constituency.#UttarPradeshElections2022 pic.twitter.com/msiS2ukIHZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
বিজেপি প্রার্থী তথা উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এদিন সকালেই তাঁর কেন্দ্রের একটি বুথে যান এবং সেখানে ভোটগ্রহণ পর্ব খতিয়ে দেখেন।
Deputy CM and BJP candidate from Sirathu, Keshav Prasad Maurya visits a polling booth in the constituency as voting for the fifth phase of #UttarPradeshElections continues. pic.twitter.com/LzocYGbT0o
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
পঞ্চম দফায় সকালেই ভোট দিতে এলেন প্রয়াগরাজের বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশী। তিনি বলেন, “এই দফায় ৭০ শতাংশ ভোট পড়বে বলে আমরা আশা করছি। আমরা বিপুল সংখ্যক ভোটে, ৩০০-রও বেশি আসনে জয়ী হবে।”
BJP MP from Prayagaraj Rita Bahuguna Joshi casts her vote in th 5th phase of #UPElection2022, says, "We are expecting 70% voters' turnout (in this phase), will win it big. Hoping to form govt with 300+ seats." pic.twitter.com/YoCXOjqfX4
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই প্রয়াগরাজের সাই বাবা মন্দিরে পুজো দিলেন রাজ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং। তিনি এলাহাবাদ পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েছেন।
Prayagraj | UP minister Sidharth Nath Singh & his family offer prayers at Sai Baba Mandir in Prayagraj as voting in the fifth phase of #UttarPradeshElections gets underway
Singh is contesting as BJP candidate from Allahabad West constituency, polling on which is being held today pic.twitter.com/Plj0dRl7XU
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের। তিনি সিরাথু কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এদিন ভোট গ্রহণ পর্ব শুরু হতেই নিজের বাড়িতে পুজো দেন উপমুখ্যমন্ত্রী।
Kaushambi, UP | Deputy CM Keshav Prasad Maurya offers prayers at his residence as voting in the fifth phase of #UttarPradeshElections gets underway.
Maurya is contesting as a BJP candidate from Sirathu constituency, polling on which is being held today. pic.twitter.com/sqOgTzZ1Kh
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
উত্তর প্রদেশে শুরু হল পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব।
People cast their votes in the fifth phase of #UttarPradeshElections. Visuals from Jwala Devi Saraswati Vidya Mandir Inter College – designated as a polling booth. pic.twitter.com/hEx4nyBoAc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
পঞ্চম দফার উল্লেখযোগ্য কেন্দ্র হল সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বী, প্রয়াগরাজ, শ্রাবস্তী, আমেঠি, বারাবনকি, গোন্ডা, প্রয়াগরাজ।
আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। রাজ্যের ১২ জেলা জুড়ে ৬২টি বিধানসভা আসনে ভোট হবে।