UP Assembly Election 2022 Voting Phase 5 Live : পঞ্চম দফার নির্বাচনে বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 27, 2022 | 6:35 PM

Uttar Pradesh Assembly Election 2022 Voting Live Updates: একদিকে আমেঠি যেমন কংগ্রেসের 'গড়' হিসাবে পরিচিত, অন্যদিকেই অযোধ্যাও রয়েছে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। এই দুই কেন্দ্রে বিশেষ নজর থাকবে।

UP Assembly Election 2022 Voting Phase 5 Live : পঞ্চম দফার নির্বাচনে বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ
অলঙ্করণ; অভীক দেবনাথ

Follow Us

ফের ভোটের বাদ্যি উত্তর প্রদেশে। আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। রাজ্যের ১২ জেলা জুড়ে ৬২টি বিধানসভা আসনে ভোট হবে। এই দফায় মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। পঞ্চম দফার উল্লেখযোগ্য কেন্দ্র হল সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বী, প্রয়াগরাজ, শ্রাবস্তী, আমেঠি, বারাবনকি, গোন্ডা। উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ। সপ্তম ও শেষ দফার ভোট ৭ মার্চ। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা অবধি। মোট ২.২৪ কোটি বাসিন্দা নিজেদের মতদান করবেন। একদিকে আমেঠি যেমন কংগ্রেসের ‘গড়’ হিসাবে পরিচিত, অন্যদিকেই অযোধ্যাও রয়েছে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। এই দুই কেন্দ্রে বিশেষ নজর থাকবে। পঞ্চম দফায় ভাগ্য পরীক্ষা হবে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের। তিনি সিরাথু কেন্দ্র থেকে লড়ছেন, তাঁর প্রধান প্রতিপক্ষ হলেন আপনা পার্টির পল্লবী দেবী। অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ নাথ সিং (পশ্চিম এলাহাবাদ), রাজেন্দ্র সিং (পাট্টি) প্রমুখরাও রয়েছেন।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Feb 2022 06:32 PM (IST)

    ৫ টা অবধি ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ

    উত্তর প্রদেশে পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আজ বিকেল  ৫ টা অবধি উত্তর প্রদেশে ভোট পড়েছে ৫৩.৯৮ শতাংশ।

  • 27 Feb 2022 02:38 PM (IST)

    স্ট্রেচারে শুয়েও ভোট দিলেন এক মহিলা

    ভোট নষ্ট হতে দেবেন না, তাই পিঠে চোট থাকলেও স্ট্রেচারে শুয়ে ভোট দিতে এলেন এক মহিলা।


  • 27 Feb 2022 01:51 PM (IST)

    দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৪ শতাংশ

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় দুপুর ১টা অবধি ভোট পড়ল ৩৪.৮৩ শতাংশ।

  • 27 Feb 2022 12:36 PM (IST)

    উত্তর প্রদেশে পরিবর্তন আনবে সপা, দাবি সঞ্জয় রাউতের

    উত্তর প্রদেশের ভোট নিয়ে আশাবাদী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পঞ্চম দফার ভোট গ্রহণ নিয়ে এদিন শিবসেনা সাংসদ বলেন, “আদিত্য ঠাকরে উত্তর প্রদেশে গিয়েছেন। আমারও মনে হচ্ছে এবার উত্তর প্রদেশে পরিবর্তন আসবে। যা আবহাওয়া দেখছি, তাতে মনে হচ্ছে কড়া টক্কর হবে। অখিলেশ যাদবের জন্য যে পরিমাণ সমর্থন দেখা যাচ্ছে, তাতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।”

  • 27 Feb 2022 11:54 AM (IST)

    ১১টা অবধি ভোট পড়ল ২১ শতাংশ

    উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ হচ্ছে আজ। সকাল ১১টা অবধি রাজ্যে ভোট পড়ল ২১.৩৯ শতাংশ।

  • 27 Feb 2022 11:05 AM (IST)

    বুথ দখলের অভিযোগ সপার

    প্রতাপগড়ে একাধিক বুথ দখল করার অভিযোগ করল সমাজপার্টি।

  • 27 Feb 2022 11:03 AM (IST)

    ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী

    ভোট দিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা সিরাথুর বিজেপি প্রার্থী কেশব প্রসাদ মৌর্য্য।

  • 27 Feb 2022 10:02 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮ শতাংশ

    সকাল সাতটা থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। প্রথম দুই ঘণ্টায় রাজ্যে মোট ৮.০২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

  • 27 Feb 2022 09:20 AM (IST)

    ভোট দিতে এলেন হনুমানগারহি মন্দিরের প্রধান পুরোহিত

    সকাল থেকেইব যোগীরাজ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব।  এদিন সকালেই ভোট দিতে আসেন অযোধ্য়ার বিখ্যাত হনুমানগারহি মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত জ্ঞান দাস।

  • 27 Feb 2022 08:34 AM (IST)

    পোলিং বুথে উপমুখ্যমন্ত্রী

    বিজেপি প্রার্থী তথা উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এদিন  সকালেই তাঁর কেন্দ্রের একটি বুথে যান এবং সেখানে ভোটগ্রহণ পর্ব খতিয়ে দেখেন।

  • 27 Feb 2022 08:33 AM (IST)

    বিজেপির জয় নিয়ে আশাবাদী সাংসদ

    পঞ্চম দফায় সকালেই ভোট দিতে এলেন প্রয়াগরাজের বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশী। তিনি বলেন, “এই দফায় ৭০ শতাংশ ভোট পড়বে বলে আমরা আশা করছি। আমরা বিপুল সংখ্যক ভোটে, ৩০০-রও বেশি আসনে জয়ী হবে।”

  • 27 Feb 2022 07:38 AM (IST)

    মন্দিরে পুজো রাজ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংয়েরও

    রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতেই প্রয়াগরাজের সাই বাবা মন্দিরে পুজো দিলেন রাজ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং। তিনি এলাহাবাদ পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েছেন।

  • 27 Feb 2022 07:36 AM (IST)

    ভোটপর্ব শুরু হতেই পুজো উপমুখ্যমন্ত্রীর

    উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যের। তিনি সিরাথু কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এদিন ভোট গ্রহণ পর্ব শুরু হতেই নিজের বাড়িতে পুজো দেন উপমুখ্যমন্ত্রী।

  • 27 Feb 2022 07:34 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ পর্ব

    উত্তর প্রদেশে শুরু হল পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব।

  • 27 Feb 2022 06:01 AM (IST)

    নজরে থাকবে কোন কোন কেন্দ্র?

    পঞ্চম দফার উল্লেখযোগ্য কেন্দ্র হল সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্বী, প্রয়াগরাজ, শ্রাবস্তী, আমেঠি, বারাবনকি, গোন্ডা, প্রয়াগরাজ।

  • 27 Feb 2022 06:00 AM (IST)

    পঞ্চম দফার ভোট গ্রহণ আজ

    আজ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। রাজ্যের ১২ জেলা জুড়ে ৬২টি বিধানসভা আসনে ভোট হবে।