Raghunathpur Assembly Election Result 2021 Live Update in Bengali: রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Raghunathpur Assembly Election Result 2021 Live Update in Bengali: রঘুনাথপুরে এবার কোন ফুল? পদ্ম নাকি ঘাসফুল?

Raghunathpur Assembly Election Result 2021 Live Update in Bengali: রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 7:21 PM

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) পুরুলিয়া (Purulia) জেলায় রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র (Raggunathpur Assembly Seat)। একুশের বিধানসভা নির্বাচনেও (West Bengal Assembly Election 2021) কি তৃণমূলের (TMC) হাতেই থাকবে ব্যাট? দেখুন লাইভ আপডেটস।

এক নজরে দেখে নেওয়া যাক রঘুনাথপুরের আপডেট:

এই বিধানসভা কেন্দ্রে ৫৬২৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আইনজীবী বিবেকানন্দ বাউড়ি।

পঞ্চম রাউন্ডের শেষে ৪৯৪ ভোটে এগিয়ে ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজারি বাউড়ি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। এবারের বাংলার বিধাসভা ভোট কার্যত দুই রাজনৈতিক দলের লড়াই। একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে বাংলাকে পাখির চোখ করা বিজেপি। অন্যদিকে গত ১০ বছর রাজ্যের শাসনভার চালানো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল (TMC)।

গত দু’বারের বিধানসভা ভোটে রঘুনাথপুরে তেমন কোনও প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি তৃণমূলকে। বলা চলে অনায়াসেই বিজয়ী হয়েছিল তারা। কিন্তু খেলা ঘোরে ২০১৯ সালের লোকসভা ভোটে। অপ্রত্যাশিতভাবে ৪২ এর ১৮টি লোকসভা আসনে বিজেপির জয়ের পর তৃণমূল বুঝে নিয়েছিল একুশের বিধানসভা ভোটে তাদের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে বিজেপি (BJP)।

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজারি বাউড়ি। বিদায়ী বিধায়ক পূর্ণচন্দ্র বাউরিকে এবার টিকিট দেননি তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আঁচ করেই এই সিদ্ধান্ত। অন্যদিকে বিজেপির হয়ে এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন আইনজীবী বিবেকানন্দ বাউড়ি। অন্যদিকে, প্রাথমিকভাবে রঘুনাথপুর কেন্দ্রে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে আব্বাস সিদ্দিকির দল থেকে কাউকে প্রার্থী হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই আসন ছেড়ে দেয় আইএসএফ। তাই সিপিএমের গণেশ বাউড়িকে সেখানে প্রার্থী করেছে সিপিএম।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট কেন্দ্রে বাউড়ি সমাজের বিশেষ প্রভাব রয়েছে। এই কারণেই হয়ত বেশির ভাগ রাজনৈতিক দলই বাউড়ি সমাজের প্রতিনিধিকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে।

তিনে তৃণমূল?

পুরুলিয়া জেলার অন্তর্গত রঘুনাথপুর গত তিন বিধানসভা নির্বাচন ধরে তৃণমূলের হাতে রয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৬ হাজার ১২২ ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পূর্ণচন্দ্র বাউড়ি। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৩,৬৮৮। দ্বিতীয় স্থানে ছিলেন বাম প্রার্থী সত্যনারায়ণ বাউড়ি। তাঁর প্রাপ্ত ভোট ৬৭,৫৪৬ ৷ তৃতীয় স্থানে ছিলেন বিজেপির সুভাষচন্দ্র মণ্ডল। তাঁর প্রাপ্ত ভোট ২৪,৯১২।

তবে একসময়ে লাল দুর্গ বলে পরিচিত রঘুনাথপুরে টানা সাতটি বিধানসভা ভোটে জয় পেয়েছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পূর্ণচন্দ্র বাউড়িকে পরাজিত করে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সিপিআইএমের উমারানি বাউড়ি। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের মগরাম বাউড়িকে পরাজিত করেছিলেন তিনি।