West Bengal Assembly Election 2021 Update: আরও দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, প্রচারে আসছেন সনিয়া-শচীন-আজাহার

| Edited By: | Updated on: Mar 23, 2021 | 12:50 AM

West Bengal Assembly Election 2021 Update: আরও দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, প্রচারে আসছেন সনিয়া-শচীন-আজাহার

আজ আরও দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বিধাননগর ও কাটোয়া আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল ও বিজেপির পর এ দিন ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। সাংবাদিক বৈঠকে বাংলার বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সবমিলিয়ে ভোটের আগে জমজমাট পরিস্থিতি রাজ্যে।

অন্যদিকে, ভোট বাংলায় পূর্ব বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণের জেরে ক্রমশ বাড়তে শুরু করেছে বিতর্ক। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরেক শিশু। যা নিয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে। কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে শিশু সুরক্ষা কমিশন। ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনে যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

এ দিকে গত কয়েক দিনে মেদিনীপুরের একাধিক জায়গায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়া। সোমবার বাঁকুড়ার প্রচারে প্রথমেই কোতুলপুর থেকে সভা করেন তৃণমূল নেত্রী। গেরুয়া শিবিরকে দেন কড়া বার্তা। পরের সভায় সিপিএমের হাতে আহত হওয়ার কাহিনীও তুলে ধরেন মমতা। ইতিমধ্যেই, নির্বাচনি ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সাধারণের জন্য রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। এ দিনের সভা থেকে সেই ইস্তাহারের কথা তুলেও আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

নির্বাচন সংক্রান্ত সারাদিনের সব আপডেট একনজরে:

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 22 Mar 2021 10:46 PM (IST)

    পূর্ব বর্ধমানে বিস্ফোরণকাণ্ডে কমিশনের দ্বারস্থ রাজীব, তুললের একাধিক অভিযোগ

    রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন (West Bengal Assembly Election 2021) কোনও ভাবেই সম্ভব নয়। এই দাবি তুলে ফের একবার কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এ দিন কমিশনে যান রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। পূর্ব বর্ধমানের রসিকপুরে (Purba Bardhaman Blast) বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যুর কথা তুলে তিনি বলেন, এই অবস্থায় কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? পাশাপাশি তাঁর মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলা করারও অভিযোগ করেন তিনি।

    বিস্তারিত পড়ুন: রসিকপুরে শিশুমৃত্যুর দায় কে নেবে? প্রশ্ন তুলে কমিশনে তৃণমূলের বিরুদ্ধে নালিশ রাজীব

  • 22 Mar 2021 09:49 PM (IST)

    আরও দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, প্রচারে আসছেন সনিয়া-শচীন-আজাহার

    ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা অব্যাহত। সোমবার আরও দুই প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, বিধাননগর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে ভোটে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাটোয়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম প্রবীর গঙ্গোপাধ্যায়। বিধাননগরের আসনে পঞ্চম দফায় এবং কাটোয়া আসনে ষষ্ঠ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত মোট ৯০ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস।

    এ ছাড়াও রাজ্যে প্রচারের জন্য এ বার তারকাখচিত লাইনআপ তৈরি করছে কংগ্রেস। জানা যাচ্ছে, কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, রাজস্থান ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংও আসবেন। এ ছাড়াও শচীন পাইলট, নবোজিৎ সিং সিধু, মহম্মদ আজাহারুদ্দিনও রয়েছেন প্রচারকের তালিকায়।

  • 22 Mar 2021 09:35 PM (IST)

    রসিকপুর বিস্ফোরণকাণ্ডে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব শিশু সুরক্ষা কমিশনের

    পূর্ব বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণ (Purba Bardhaman Blast) নিয়ে এ বার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) নজর জেলা প্রশাসনের দিকে। সোমবার বিস্ফোরণকাণ্ড নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসককে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের তরফে একটি চিঠি দেন ধর্মেন্দ্র বন্ধন। এই ঘটনাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িত যারা, তাদের অবিলম্বে শাস্তিরও দাবি জানিয়েছে কমিশন।

    সবিস্তারে পড়ুন: রসিকপুর বিস্ফোরণ: জেলাশাসককে কড়া চিঠি শিশু সুরক্ষা কমিশনের, ২৪ ঘণ্টার মধ্যে তলব রিপোর্ট

  • 22 Mar 2021 06:34 PM (IST)

    ‘হাঁড়ির মধ্যে রাখা ছিল বোমা, বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ’

    রাস্তার ধারে হাঁড়ির ভিতর রাখা ছিল বোমা। দুই শিশু বল ভেবে সেটাকে নিয়ে খেলতে গিয়েছিল। তাতেই বোমা দুটি ফেটে যায়। বর্ধমানের রসিকপুরে (Bardhaman Bomb Blast) বোমা ফেটে এক শিশুর মৃত্যুর ঘটনায় এবার নির্বাচন কমিশনের (Election Commission) কাছে প্রাথমিকভাবে রিপোর্ট জমা দিলেন বর্ধমানের জেলাশাসক। তবে রিপোর্টে এও উল্লেখ রয়েছে, হাঁড়ির হদিশ এখনও পাওয়া যায়নি। কারা বোমাগুলি রেখেছিল, কীভাবে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • 22 Mar 2021 05:56 PM (IST)

    পিকে-র গেম প্ল্যানে তৃণমূলের একঝাঁক ‘গুপ্তচর’ এখন বিজেপিতে, দাবি কান্তির

    সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ সিপিএম নেতা তথা রায়দিঘীর প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়ের। এ দিন তিনি নিজের ফেসবুকে দাবি করেছেন, তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে নেতারা যে বিজেপিতে যাচ্ছেন, সেটা আসলে ভোটকুশলী প্রশান্ত কিশোরের একটা গেম প্ল্যান। তাঁরা নির্বাচনে জিতে এলে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতই ধরবেন।

    নিজের ফেসবুকে এ দিন কান্তি লেখেন, “প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে বিজেপি কুপোকাত। গত কয়েক মাস ধরে সম্পূর্ণ পরিকল্পনা করে অনেক তৃণমূল নেতাকে বিজেপিতে গুপ্তচর হিসাবে ঢোকান হয়েছে। এরমধ্যে প্রায় ৯০ ভাগ বিজেপির টিকিট-ও পেয়ে গেছে। এরা যদি জিতে আসে তাহলে আবার ঝাঁকের কই হিসাবে মাননীয়া দিদির হাত ধরবে। হায়রে মাথামোটা, মাথায় গোবর পোরা বিজেপির নেতারা প্রশান্ত কিশোরের এই গেম প্ল্যনটা আপনারা ধরতে পারলেন না?????? নাকি সেটাও সেটিং?”

    প্রশান্ত কিশোর’এর গেম প্ল্যন’এ বিজেপি কুপোকাত।গত কয়েক মাস ধরে সম্পুর্ন পরিকল্পনা করে অনেক তৃনমুল নেতাকে বিজেপিতে গুপ্তচর…

    Posted by Kanti Ganguly on Monday, March 22, 2021

  • 22 Mar 2021 04:38 PM (IST)

    Mamata in Bankura: ‘আমাকে ব্রেন, দুটো চোখও অপারেশন করাতে হয়েছে’

    সিপিএম আমার মাথা ভেঙে চৌচির করে দিয়েছিল। আমাকে ব্রেন অপারেশন করাতে হয়েছিল। আমাকে ওরা নর্দমায় ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। এক জন পুলিশ গুরুপদ সোম বলে আমাকে বাঁচিয়েছিল। তখনও মৃত্যু থেকে ঘুরে এসেছিলাম। সভা থেকে বললেন মমতা।

    বিস্তারিত পড়ুন: আমাকে নর্দমায় ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি: মমতা

  • 22 Mar 2021 03:48 PM (IST)

    বিধান রায়ের আদর্শ সামনে রেখেই বাংলা গড়ার প্রতিশ্রুতি, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

    চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: বিধান রায়ের আদর্শ সামনে রেখেই বাংলা গড়ার প্রতিশ্রুতি, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

  • 22 Mar 2021 02:38 PM (IST)

    Attack on ISF at Bhangar: আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে ‘আগুন’

    আব্বাস সিদ্দিকির (Abbas Siddique) সভায় যাওয়ায় এ বার এক আইএসএফ কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে। ভোট আবহে ঘটনাকে ঘিরে উত্তপ্ত ভাঙড়ের বোদরা সাপা গ্রাম। ঘটনায় এখনও পর্যন্ত ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন: আব্বাস সিদ্দিকির সভায় যাওয়ায় আইএসএফ কর্মীর বাড়িতে ‘আগুন’

  • 22 Mar 2021 02:32 PM (IST)

    Mamata Banerjee in Bankura: ‘ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছে ওরা?’

    রবিবারই ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। আর সোমবার বাঁকুড়ার সভা থেকে সেই প্রসঙ্গ টেনেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোতুলপুরের সভা থেকে তিনি বলেন, ‘আগের বার যাঁরা বিজেপি-কে ভোট দিয়েছেন, তাঁদের বলব, বিজেপি বলেছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবো, দিয়েছে? ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। বাংলায় বহিরাগত গুন্ডাদের পাঠিয়েছে।’

    বিস্তারিত পড়ুন:  ‘আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে, ততক্ষণ এক ইঞ্চি জমি ছাড়ব না’ বাঁকুড়ার সভা থেকে তোপ মমতার

  • 22 Mar 2021 10:05 AM (IST)

    বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ

    বিজেপির পতাকা ছেঁড়া, খুলে ফেলা ও পতাকা ঢেকে দেওয়ার অভিযোগ ঘিরে সাতসকালে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপির অভিযোগ, কাশীগঞ্জ এলাকায় তাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। ভোটের প্রচারের অনেক পতাকা খুলেও দেওয়া হয়েছে। অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকেরা এই সব করেছে। পুলিশের কাছে নালিশও জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Published On - Mar 22,2021 10:48 PM

Follow Us: