বিধান রায়ের আদর্শ সামনে রেখেই বাংলা গড়ার প্রতিশ্রুতি, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

জীবনের অভিজ্ঞতা দিয়ে ভোট দেওয়ার পরামর্শ দেন অধীর (Adhir Chowdhury)। তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়।

বিধান রায়ের আদর্শ সামনে রেখেই বাংলা গড়ার প্রতিশ্রুতি, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের
ইস্তাহার প্রকাশ কংগ্রেসের
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 3:47 PM

কলকাতা: বিজেপি, তৃণমূল ও বামেরা ইস্তাহার প্রকাশ করেছে আগেই। এবার ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। সোমবার বিধান রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়েই ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। বিধান চন্দ্র রায়ের আদর্শেই বাংলা গড়ে তোলাই লক্ষ্য বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

চার পাতার ইস্তাহারে মহিলা নিরাপত্তা থেকে কর্মসংস্থান, একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। বিজেপি যে প্রতিশ্রুতি রাখেনি সে কথ উল্লেখ করে জীবনের অভিজ্ঞতা দিয়ে ভোট দেওয়ার পরামর্শ দেন অধীর। ইস্তাহারে মূলত যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মহিলা নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জল ও পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়ের কথা। এক দিকে যখন সব দল তাদের ইস্তাহারে বিনামূল্যে বা স্বল্প দামে বিভিন্ন জিনিস পরিষেবা দেওয়ার কথা বলেছে, সেখানে কংগ্রেসের দাবি তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়।

অধীর চৌধুরী বলেন, ‘বিজেপির ইস্তাহার আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা কী আদৌ হয়েছে? মোদী সরকার ২০১৪, ২০১৯ সালে যা বলেছিল তার কোনও ফল হয়নি।’ তাঁর দাবি, দিদি-মোদীর প্রতিশ্রুতিতে নাভিশ্বাস উঠছে। পিসিসি তরফে আন্দোলন.ইন নামে একটি পোর্টাল চালু করার কথাও জানান তিনি। সেখানে পরার্মশ ও আবেদন জানানো যাবে।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Live Update: কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করলেন অধীর চৌধুরী

কর্মী বিক্ষোভ নিয়েও কথা বলেন তিনি। বলেন, ক্ষোভ বিক্ষোভ হলেও সেটা খুব বেশি নয়। সেই বিক্ষোভেরও যথেষ্ট কারণ আছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সবাইকে জায়গা দিতে পারিনি। তাই ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। তবে যে ভাবে কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা বাড়ছে, সেটাই বলে দিচ্ছে কংগ্রেসের অবস্থান।