West Bengal Assembly Election 2021 Phase 4: গৃহবন্দি করা হোক মমতাকে, দাবি দিলীপের

এই প্রথম মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কানি দিচ্ছেন। তাই ওনাকে গৃহবন্দি করা উচিত। দাবি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

West Bengal Assembly Election 2021 Phase 4: গৃহবন্দি করা হোক মমতাকে, দাবি দিলীপের
মমতাকে নিশানা দিলীপের, ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2021 | 8:12 PM

বারাকপুর: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মানুষকে উস্কানি দিচ্ছেন। ওঁকে গৃহবন্দি করা দরকার। শীতলকুচি ঘটনার প্রতিক্রিয়ায় এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির অগ্নিগর্ভ পরিস্থিতির কথা টেনে এনে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তিনি। অন্যদিকে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনার দায় সরাসরি মমতার উপর বর্তায়। কারণ, বিভিন্ন সভা থেকে তিনিই উস্কানিমূলক মন্তব্য করছেন। বিজেপিকে ছাড়াও নির্বাচন কমিশন ও আধাসামরিক বাহিনীকে নিজের প্রতিপক্ষ ভাবছেন তৃণমূল নেত্রী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির।

আর সেই অভিযোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দাবি করলেন যে নির্বাচনকালে মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা উচিত। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘হারের ভয়ে মানুষকে প্ররোচিত করছেন মমতা।’ তাঁর আরও দাবি, “মমতা যেখানে হেরে যাবেন বলে মনে করছেন সেখানেই উস্কানি দিয়ে ঝামেলা পাকাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধাদান করছেন। তাঁদের উতক্ত করায় এই ঘটনা ঘটেছে।”

আরও পড়ুন: ‘যদি গুলি মারতে হয় মারো’, সিআরপিএফের চোখে চোখ রেখে বললেন তৃণমূলের লাভলি

শীতলকুচির ঘটনা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলীপের। বলেন, এই প্রথম মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উস্কানি দিচ্ছেন। তাই ওনাকে গৃহবন্দি করা উচিত।