ভোটের মুখে তাপ বাড়ছে ভাঙড়ে, বোমা উদ্ধার ঘিরে চড়ছে রাজনীতির পারদ

Mar 09, 2021 | 3:13 PM

ভোট ঘোষণার আগেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তবুও ভোটের আবহে গোলমাল, উত্তেজনা লেগেই রয়েছে।

ভোটের মুখে তাপ বাড়ছে ভাঙড়ে, বোমা উদ্ধার ঘিরে চড়ছে রাজনীতির পারদ
প্রতীকী ছবি।

Follow Us

ভাঙড়: ভোটের (Bomb) মুখে প্রচুর বোমা উদ্ধার ভাঙড়ে ( Bhangar)। স্থানীয় কাশীপুর থানার তারাহেদিয়া থেকে বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। ভোটের মুখে এই বোমা উদ্ধার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক আকচাআকচি শুরু হয়ে গিয়েছে।

তারাহেদিয়ার মাঠপাড়া। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সেখান থেকে উদ্ধার হয় ১৮০ পিস তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ অভিযান চালায়। পৌঁছয় বম্ব স্কোয়াডও। ঘটনাস্থল খতিয়ে দেখেন বারুইপুরের ডিএসপি তমাল সরকার।

আরও পড়ুন: আজ ‘ব্যাটল গ্রাউন্ড’ নন্দীগ্রামে মমতা, মনোনয়ন জমা দিতে পারেন আগামিকালই

ভোট ঘোষণা হতেই জেলায় জেলায় গোলমাল বাড়ছে। বারুইপুরের বিজেপি নেতা সুনীপ দাসের বক্তব্য, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে। নির্বাচনের আগে এলাকায় হিংসা ছড়াতে এই বোমা মজুত করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

যদিও স্থানীয় তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লার অভিযোগ, তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়। উল্টে তিনি এই ঘটনার জন্য আইএসএফকে দায়ী করেছেন। যদিও ভাঙড়ের আইএসএফ নেতা শরিফুল মোল্লা বলেন, বছর বছর তৃণমূল এই বোমাবাজি করে নির্বাচনে জিতেছে। এটা তৃণমূলেরই কাজ। এতদিন যে কোনও রাজনৈতিক তরজায় নাম জড়াত শাসকদল ও বিজেপির। কিন্তু ভোট যত এগিয়ে আসছে অভিযোগে নাম জড়াচ্ছে আব্বাস সিদ্দিকির সংগঠনেরও।

ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যেই ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় তারা টহলদারিও শুরু করেছে। কিন্তু এসবের মধ্যেও অপ্রীতিকর ঘটনার খবর রোজই শিরোনামে।

Next Article