West Bengal Election 2021: বামেদের ইস্তাহার প্রকাশ: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে নজর, চালু হবে না এনআরসি
West Bengal Election 2021 LIVE News: ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় বাংলার ২৯৪টি বিধানসভা আসনে চলবে ভোটগ্রহণ। ২ মে ভোটের গণনা।
ভোট প্রচারে ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের সমর্থনে জনসভা করেন তিনি। এ দিকে হুইল চেয়ারে বসেই পূর্ব মেদিনীপুরে দুই সভা থেকে প্রতিপক্ষকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা। অন্যদিকে, আগামিকাল অমিত শাহের সভায় শিশির অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনাও বৃদ্ধি পেল। এর পাশাপাশি আলিমুদ্দিন থেকে একুশের ইস্তাহারও প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
LIVE NEWS & UPDATES
-
রাজনীতিক হলে পুরসভার প্রশাসক পদে থাকা যাবে না, কমিশনের নির্দেশে ধাক্কা ফিরহাদদের
নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি অন্যান্য পুরসভায় যেখানে প্রশাসক রয়েছে, সেখানে ধাক্কা খেল রাজ্য। এ দিন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিধানসভা নির্বাচনে প্রার্থী হলে বা কোনও রাজনৈতিক ব্যক্তি পুর প্রশাসকের দায়িত্বে থাকলে তা আর পালন করা যাবে না। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। বিজেপি নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানিয়েছিল, তার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কমিশন।
বিস্তারিত পড়ুন: পুরসভার প্রশাসক পদে কোনও রাজনীতিক নয়, থাকবেন সরকারি আধিকারিক: কমিশন
-
বাংলা আর বিজেপি মেলে না, মানুষ সঠিক বিকল্পই বেছে নেবেন: কানহাইয়া কুমার
“বাংলার সংস্কৃতি ও বিজেপির সংস্কৃতি কখনওই এক নয়। বিজেপি তৃণমূলের বিকল্পও নয়। বাংলার মানুষ সঠিক বিবেচনা ও বুদ্ধি দিয়ে সঠিক বিকল্প বেছে নেবেন।” এ ভাষাতেই পূর্ব মেদিনীপুরে পটাশপুরের সভার পর Tv9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করলেন তরুণ সিপিআই (CPI) নেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)।
বিস্তারিত পড়ুন: বাংলা আর বিজেপি মেলে না, মানুষ সঠিক বিকল্পই বেছে নেবেন: কানহাইয়া কুমার
-
-
বামেদের ইস্তাহার প্রকাশ: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে নজর, চালু হবে না এনআরসি
একুশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) উপলক্ষে এ বার ইস্তাহার প্রকাশ করল বামেরা (Left Manifesto)। যদিও বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মোর্চা পৃথকভাবে আলাদা ইস্তাহার প্রকাশ করবে বলেই আজ জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। নিজেদের ইস্তাহারে গণতন্ত্র পুনরুদ্ধার, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির উপর নজর দিয়েছে বামেরা।
বিস্তারিত পড়ুন: রাজ্যে চালু হবে না এনআরসি, ইস্তাহার প্রকাশ করে প্রতিশ্রুতি বামেদের
-
শাহের সভার আমন্ত্রণপত্র শিশিরের হাতে, কালই বিজেপিতে তৃণমূল সাংসদ?
শিশির অধিকারীর (Sisir Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়া কি তবে শুধু আর একদিনের অপেক্ষা? গত দু’দিন আগে চণ্ডীপুরের এক সভা থেকে সেই জল্পনা উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে। শনিবার সেই জল্পনায় প্রায় সিলমোহর দিয়ে বিজেপির পক্ষ থেকে শিশিরবাবুকে আমন্ত্রণ জানানো হল অমিত শাহের (Amit Shah) সভায় উপস্থিত থাকার জন্য। আমন্ত্রণ জানাতে গেলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।
বিস্তারিত পড়ুন: রবিতেই পদ্মে শিশির? শাহি সভার আমন্ত্রণ নিয়ে শান্তিকুঞ্জে কেন্দ্রীয় মন্ত্রী
-
সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে সোহম
সোয়াইন ফ্লু আক্রান্ত তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর।
সবিস্তারে পড়ুন: সোয়াইন ফ্লু নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের তারকা প্রার্থী সোহম
-
-
Mamata Banerjee in Khejuri: ‘কখনও নিজেকে রবীন্দ্রনাথ ভাবে, কখনও বিবেকানন্দ ভাবে’
‘নিজের নামে স্টেডিয়াম’ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খেজুরির সভা থেকে তিনি বলেন, ‘কখনও নিজেকে রবীন্দ্রনাথ ভাবে, কখনও বিবেকানন্দ ভাবে’। এনপিআর, এনআরসি নিয়েও সরব হন মমতা। তিনি মনে করিয়ে দেন, কীভাবে প্রতিবাদ করেছিলেন তিনি। তাঁকে খেজুরিতেও আসতে দেওয়া হত না বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায় খেজুরি, হলদিয়া বা নন্দীগ্রামে গদ্দারদের জমিদারি চলত। তিনি উল্লেখ করেন অবাধে যাতে নন্দীগ্রামে আসতে পারেন তার জন্যই এই কেন্দ্র থেকে লড়ছেন তিনি।
-
Mamata Banerjee in Haldia: ‘বেঁচে গিয়েছি আপদ বিদায় হয়েছে’
গতকাল শুক্রবারের পর শনিবারও ফের পূর্ব মেদিনীপুরের জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন হলদিয়ার সভা থেকে ফের শুভেন্দু অধিকারীর নাম না করে আক্রমণ করলেন তিনি। বলেন, ‘পূর্ব মেদিনীপুরে আমাকে আসতে দেওয়া হতো না। হলদিয়ায় আসতে গেলে আমাকে অনুমতি নিতে হতো। বেঁচে গিয়েছি আপদ বিদায় হয়েছে। এবার থেকে যখন খুশি হলদিয়ায় আসতে পারব, কাজও করতে পারব।’ এমনকি নাম না করে তোলাবাজ বলেও কটাক্ষ করেন তিনি। যাকে স্নেহ দিয়ে বড় করেছি সেই সব থেকে বড় তোলাবাজ। জেল থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে।
-
তৃণমূলে যোগ দিলেন নীল-তৃণা
পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী নীল ও তৃণা। রয়েছেন এক প্রযোজক অঙ্কিত দাস।
বিস্তারিত পড়ুন: ফের চমক, তৃণমূলে যোগ দিলেন নীল-তৃণা
-
বাংলায় ‘ভাইপো উইনডো’
“বাংলায় সিঙ্গল উইনডো সিস্টেম চলে। এই উইনডো হল ভাইপো উইনডো। এখানে একটাই উদ্যোগ চলে, মাফিয়া উদ্যোগ” : মোদী
-
মমতার দল নির্মমতার পাঠশালা: মোদী
“দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। সিলেবাস হচ্ছে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। অরাজকতার প্রশিক্ষণ চলে এখানে। আজ বাংলায় শিক্ষার কী অবস্থা খড়গপুরের মানুষ খুব ভাল করে জানেন। উন্নয়নের সমস্ত প্রকল্পে বাধা মমতার” : মোদী
-
দিদি জাতীয় শিক্ষানীতি চাইছেন না: মোদী
“আমাদের দেশে ৩৫ সালের পর নতুন শিক্ষানীতি আনা হচ্ছে। গোটা দেশে রাষ্ট্রীয় শিক্ষানীতির প্রশংসা হচ্ছে। সময়োপযোগী শিক্ষাই এর লক্ষ্য। অনেক নতুনত্ব রয়েছে তাতে। স্থানীয় ভাষায় পড়াশোনা এর অন্যতম ভিত্তি। গ্রামের ছেলে মেয়েরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, সে লক্ষ্যেই এই নীতি। কিন্তু দিদির সরকার নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি কার্যকর করতে দিচ্ছে না। দিদির এ রাজ্যের ছেলে মেয়েদের কেরিয়ারের কোনও চিন্তা নেই। আমি ভরসা দিচ্ছি, দিদিকে আর বাংলার যুবাদের ভবিষ্যতের সঙ্গে খেলতে দেব না। উনি বলেন খেলা হবে, গোটা বাংলা বলে খেলা শেষ হবে। বিকাশ আরম্ভ হবে” : মোদী
-
দিদি আপনাদের দুর্নীতি দিয়েছে: মোদী
“দিদি আপনাদের দুর্নীতি দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনাদের স্বপ্নকে ভেঙেছে, ১০ বছরে বাংলার ক্ষতি করেছেন। আপনাকে মানুষ ১০ বছর দিল, আপনি তাদের ১০ বছরের ভ্রষ্টাচার, কুশাসন দিলেন। এখানে কেন্দুপাতা বেচতে গেলেও কাটমানি দিতে হয়। বাংলায় এই কাটমানি বন্ধ হওয়া দরকার। মমতার সরকারের বিদায়ই তা বন্ধ করতে পারে।” : মোদী
-
দিলীপ ঘোষের প্রশংসা মোদীর মুখে
দিলীপ ঘোষের প্রশংসা মোদীর মুখে। মোদী বলেন, দিলীপ ঘোষের মতো নেতা রয়েছে বিজেপিতে। মাটি কামড়ে পড়ে থেকেছেন তিনি। তা উপর বারবার হামলা হয়েছে। কিন্তু দিদির ধমকানিতে দিলীপ ভাঙেননি। দিলীপের মতো নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার, বললেন নরেন্দ্র মোদী।
-
বাংলায় এবার বিজেপি সরকার: মোদী
বাংলার মাটি বীরদের মাটি। এই মাটিতে বিদ্যাসাগরের জন্ম হয়েছে। এ মাটিতে শহিদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা। তিনি নারী শক্তির আদর্শ। আমি এই মাটির বন্দনা করি। আমার সৌভাগ্য এত মানুষ এখানে এসেছেন বিজেপিকে আশীর্বাদ দিতে। এটা স্পষ্ট বলছে, বাংলায় এবার বিজেপি সরকার, খড়গপুরে বললেন নরেন্দ্র মোদী।
-
হুইল চেয়ারের সরকার এবার বিদায় নেবে: দিলীপ
যারা বলেছিল খেলা হবে, তারা পা ভেঙে মাঠের বাইরে চলে গিয়েছে। এবার উন্নয়ন হবে। বাংলায় আসল পরিবর্তন আনবে বিজেপি। সমৃদ্ধ সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে বিজেপি। খড়গপুরে বললেন দিলীপ ঘোষ।
-
খড়গপুরে পৌঁছলেন নরেন্দ্র মোদী
খড়গপুর হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছল নরেন্দ্র মোদীর কপ্টার। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে শনিবার সভা করবেন মোদী।
-
অধিকারীদের পূর্ব মেদিনীপুরে আজ মমতা
একদিকে পশ্চিম মেদিনীপুরে যখন সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পূর্ব মেদিনীপুরে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা। শনিবারের দুই মেদিনীপুরই ভোট প্রচারে জমজমাট। এদিন বন্দর শহর হলদিয়ায় নির্বাচনী প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন পাঁশকুড়া ও খেজুরিতেও। প্রতিপক্ষকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে তৃণমূল সুপ্রিমো চষে বেড়াবেন গোটা জেলা।
বিস্তারিত পড়ুন: হলদিয়া-পাঁশকুড়া-খেজুরি, আজ ব্যাক টু ব্যাক সভা মমতার
-
শাহর পর এবার হিরণের প্রচারে মোদী
মাঝে আর একটা সপ্তাহ। ২৭ মার্চ থেকে শুরু রাজ্যে বিধানসভা ভোট (Bengal Assembly Election 2021)। শেষবেলার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সকলেই। বাংলায় একের পর এক সভা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। শনিবারই ফের রাজ্য সফরে নরেন্দ্র মোদী। এদিন মেদিনীপুরের খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন তিনি।
বিস্তারিত পড়ুন: খড়গপুর ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি, শাহের পর এবার হিরণের জন্য প্রচারে মোদী
-
আজ পূর্ব মেদিনীপুরে মমতা
আজ পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া, পাঁশকুড়া, খেজুরিতে ফের সভার ত্রিফলা। প্রতিপক্ষকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে তৃণমূল সুপ্রিমো চষে বেড়াবেন গোটা জেলা। হারানো জমি ফিরে পেতে ৩১ মার্চ সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী।
-
আজ খড়গপুর, কাল বাঁকুড়ায় নমো
একুশের যুদ্ধ। লক্ষ্য নবান্ন। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮-এর পর ফের ২০ মার্চ বঙ্গ সফরে নমো। সুপার শনিবার আবারও রাজ্যে প্রধানমন্ত্রী। সভা ঘিরে সাজো সাজো খড়গপুর। একুশে মার্চ বাঁকুড়ায় সমাবেশ করবেন মোদী।
Published On - Mar 20,2021 11:09 PM