Panchayat Election 2023: ‘স্বৈরাচারীর কুৎসিত চেহারা উন্মোচন’, প্রায় ২৪ ঘণ্টা পর ধরনা তুললেন অধীর

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Jun 21, 2023 | 5:47 PM

Adhir Ranjan Chowdhury: দলীয় প্রার্থীদের ফর্ম-বি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গতকাল থেকেই ধরনায় বসেছিলেন তিনি। আজ হাইকোর্টের নির্দেশের পর ধরনা তুলে নেন অধীর। প্রায় ২৪ ঘণ্টা পর ধরনা উঠল প্রদেশ কংগ্রেস সভাপতির।

Panchayat Election 2023: স্বৈরাচারীর কুৎসিত চেহারা উন্মোচন, প্রায় ২৪ ঘণ্টা পর ধরনা তুললেন অধীর
ধরনা তুললেন অধীর

Follow Us

বড়ঞা: বড়ঞায় কংগ্রেস (Congress in Burwan) প্রার্থীদের ফর্ম-বি (Form B) কেড়ে নেওয়ার অভিযোগে আদালতে বড় জয় পেয়েছে কংগ্রেস। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, কংগ্রেস প্রার্থীদের ফর্ম-বি জমা নিতে হবে। প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থাও করতে বলা হয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশের পর মুখে চওড়া হাসি কংগ্রেসের। বড়ঞা বিডিও অফিসের সামনে থেকে ধরনা তুলে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। দলীয় প্রার্থীদের ফর্ম-বি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গতকাল থেকেই ধরনায় বসেছিলেন তিনি। আজ হাইকোর্টের নির্দেশের পর ধরনা তুলে নেন অধীর। প্রায় ২৪ ঘণ্টা পর ধরনা উঠল প্রদেশ কংগ্রেস সভাপতির।

হাইকোর্টের এই নির্দেশকে একটি বড় জয় হিসেবেই দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর মতে, কংগ্রেসের সঙ্গে অন্যায় করা হয়েছিল এবং আদালতে তাঁদের জয়ই এর একটি বড় প্রমাণ। একইসঙ্গে রাজ্যের বর্তমান শাসক শিবিরকে ‘রুচিহীন, নীতিহীন, আদর্শহীন ও স্বৈরাচারী’ বলেও কটাক্ষ করেন তিনি। বললেন, ‘আজ আমরা জিত হাসিল করে প্রমাণ করে দিলাম যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছিল। আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারীর কুৎসিত চেহারা মানুষের কাছে উন্মোচন করতে পারলাম।’

উল্লেখ্য, ফর্ম-বি হল মনোনয়নের ক্ষেত্রে একটি বড় নথি। এই নথিই প্রমাণ করে, সংশ্লিষ্ট প্রার্থী কোনও একটি দলের (এক্ষেত্রে কংগ্রেসের) প্রতীকে ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু অভিযোগ, গতকাল সেই ফর্ম-বি জমা দিতে যাওয়ার সময় সেগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল থেকে বড়ঞা বিডিও অফিসের বাইরে ধরনায় বসে গিয়েছিলেন অধীর। বিকেল তখন প্রায় চারটে। সেই থেকে রাতভর ধরনা চলে। তারপর আজ বিকেলে হাইকোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর ধরনা তুলে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Next Article