Panchayat Election 2023: মনোনয়ন পর্ব থেকেই ঘরছাড়া, রাজভবনের পিস রুমে ফোন আসতেই ডেকে পাঠালেন রাজ্যপাল
CV Ananda Bose: পিসরুমে ফোন আসা এক ব্যক্তির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। মনোনয়ন পর্বের সময়েই স্থানীয় বিডিও অফিস চত্বরে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েছিলেন তিনি। তারপর থেকেই ভয়ে, আতঙ্কে ঘরছাড়া ওই ব্যক্তি। পরিবার নিয়ে উঠেছেন এক আত্মীয় বাড়িতে।
কলকাতা: মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে, তার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙড়ের অশান্তি কবলিত এলাকায় তিনি নিজে ছুটে গিয়েছিলেন। দেখা করেছিলেন সেখানকার মানুষজনের সঙ্গে। তারপর রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যপাল যার পোশাকি নাম দেওয়া হয়েছে, পিস রুম। সেই পিস রুমেই গতকাল এক ফোন আসে। উত্তর ২৪ পরগনার এক বাসিন্দার ফোন। তিনি এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। মনোনয়ন পর্বের সময়েই স্থানীয় বিডিও অফিস চত্বরে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তিনি। তারপর থেকেই ভয়ে, আতঙ্কে ঘরছাড়া ওই ব্যক্তি। পরিবার নিয়ে উঠেছেন এক আত্মীয় বাড়িতে।
অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে বার বার জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই তিনি দ্বারস্থ হয়েছেন বাংলার সাংবিধানিক প্রধানের। গতকাল সেই ফোন পাওয়ার পর আজ ঘরছাড়া ওই ব্যক্তির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধেয় তাঁদের রাজভবনে আসতে বলেছিলেন রাজ্যপাল। তাঁদের সঙ্গে দেখা করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেছেন বাংলার সাংবিধানিক প্রধান।
পরে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জানালেন, এই পিসরুম থেকে মূলত দুই ধরনের কাজ চলছে। একদিকে যেমন কারও কোনও অভিযোগ এলে, সেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে কিংবা নির্বাচন কমিশনকে সঙ্গে সঙ্গে জানানো হচ্ছে। একইভাবে, যদি কোনও গুরুতর ঘটনা ঘটে, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে রাজ্যপাল নিজে তাঁদের সঙ্গে কথা বলছেন। আজ সন্ধের সাক্ষাৎ তেমনই এক সাক্ষাৎ বলে জানালেন তিনি। বললেন, ‘এই ব্যক্তি ভীষণ ভয় পেয়ে আছেন। যে প্রশাসনের কাছে তিনি সাহায্য পাবেন বলে আশা করেছিলেন, সেখান থেকে তিনি কোনও সাহায্য পাচ্ছেন না। তিনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। তাই আমি তাঁকে এখানে আসতে বলেছিলাম।’