Panchayat Elections 2023 Voting Live: কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিএসএফের, সকাল থেকে গোটা রাজ্যে মৃত ১৯

Jul 09, 2023 | 12:09 AM

West Bengal Panchayat Election Voting Live Updates: মনোনয়ন পর্ব থেকে উঠেছে সন্ত্রাসের অভিযোগ। ভোটের দিন পর্যন্ত অশান্তি অব্যাহত। আদালতের নির্দেশে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Panchayat Elections 2023 Voting Live: কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিএসএফের, সকাল থেকে গোটা রাজ্যে মৃত ১৯
বিএসএফ-এর গুলিতে জখম
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আজ রায় দেবে গ্রামবাংলা। একদফাতেই হবে রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণ। ২০ টি জেলায় ত্রিস্তরীয় নির্বাচন হচ্ছে অর্থাৎ ভোট হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ হবে দ্বিস্তরীয় নির্বাচন, সেখানে নেই জেলা পরিষদ। সব মিলিয়ে রাজ্যে মোট ৭৩,৮৮৭টি আসনে নির্বাচন হচ্ছে।

২০১৮-তে তৃণমূলের কার্যত নিরঙ্কুশ জয় হলেও, সন্ত্রাসের কলঙ্ক লেগেছিল শাসক দলের গায়ে। এবার স্বচ্ছ নির্বাচন করাটাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। ২০২৩-এর এই নির্বাচনে সবথেকে বেশি মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। তারপরই রয়েছে বিজেপি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Jul 2023 12:05 AM (IST)

    কেমন কাটল পাহাড়ের ভোট?

    কালিম্পঙে একটি গন্ডগোল ছাড়া মোটের উপর শান্তিতেই কাটল পাহাড়ে ভোটপর্ব। পাহাড়বাসীদের মধ্যে পঞ্চায়েত ভোট ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

    বিস্তারিত পড়ুন: পঞ্চায়েতে ব্যতিক্রমী পাহাড়! রাজ্যজুড়ে অশান্তির মাঝেই নির্ঝঞ্ঝাট ভোট দার্জিলিং-কালিম্পঙে

  • 09 Jul 2023 12:03 AM (IST)

    ভোটকর্মীদের পিছন পিছন যাওয়ার পথে দুর্ঘটনা

    ভোটকর্মীদের পিছন পিছন ডিসিআরসির দিকে যাচ্ছিলেন নির্দল প্রার্থীর দুই সমর্থক। তখনই দুর্ঘটনা।

    বিস্তারিত পড়ুন: ব্যালট বাক্স ‘পাহারা’ দিতে গিয়ে দুর্ঘটনা, নির্দল প্রার্থীর ২ সমর্থককে পিষে দিল গাড়ি


  • 08 Jul 2023 11:03 PM (IST)

    উত্তর দিনাজপুরে আরও এক খুন

    উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতের নাম সামসুল হক। এলাকায় তিনি তৃণমূল করতেন বলে খবর। বিস্তারিত পড়ুন – গোয়ালপোখরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, অভিযোগের তির কংগ্রেসের দিকে

  • 08 Jul 2023 10:51 PM (IST)

    ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেবে কমিশন

    ভোট পর্বে ক্ষতিগ্রস্ত ভোটকর্মীদের ক্ষতিপূরণ দেবে নির্বাচন কমিশন। তবে ক্ষতিপূরণের মাত্রার বিষয়ে এখনও সঠিকভাবে জানা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

  • 08 Jul 2023 10:50 PM (IST)

    অভিযোগ নিষ্পত্তির হার ৮০ শতাংশ: কমিশন

    সারদিনে কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অভিযোগ নিষ্পত্তি করার হার ৮০ শতাংশের আশেপাশে।

  • 08 Jul 2023 10:44 PM (IST)

    কুলতলিতে বুথের ধারে দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

    কুলতলিতে পশ্চিম গাবতলায় উদ্ধার এক ব্যক্তির দেহ। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এলাকায় ৯০ নম্বর বুথের কাছে ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

  • 08 Jul 2023 10:05 PM (IST)

    আলিপুরদুয়ারে চলল গুলি

    ভোট চলাকালীন আলিপুরদুয়ারে চলল গুলি। মোট ৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। অভিযোগ, তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। খোঁজ মিলছে না অভিযুক্তের। ১২/১৬৩ ও ১২/ ১৬৪ বুথে বন্ধ ভোট। বিস্তারিত পড়ুন – আলিপুরদুয়ারে চলল গুলি, বন্ধ ভোট, অভিযোগের তির তৃণমূল প্রার্থীর স্বামীর দিকে

  • 08 Jul 2023 10:00 PM (IST)

    রাতের অন্ধকারে উত্তপ্ত ডোমকল-রানিনগর

    রাতে নতুন করে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল, রানিনগরের বেশ কিছু এলাকা। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ।

    বিস্তারিত পড়ুন: সন্ধে নামতেই অগ্নিগর্ভ ডোমকল-রানিনগর, ব্যাপক বোমাবাজি, অন্ধকারে ‘লুকোল’ পুলিশ

  • 08 Jul 2023 09:37 PM (IST)

    বসিয়ে রাখা হয়েছে, সহযোগিতা করেনি কমিশন-পুলিশ, বিস্ফোরক অভিযোগ বিএসএফের

    বারবার চাওয়া হয়েছিল স্পর্শকাতর বুথের তালিকা। কিন্তু, তা চেয়েও পাওয়া যায়নি। কোথায় কোথায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী তারও সঠিক রুটম্যাপ ছিল না। অভিযোগ বিএসএফের। বিস্তারিত পড়ুন – কমিশন-পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, সাড়ে ৫ হাজার বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করতে চলেছে BSF

  • 08 Jul 2023 09:21 PM (IST)

    বাসেই বসে থাকলেন পঞ্জাব পুলিশের বাহিনী

    দুপুরে কলকাতা স্টেশনে পৌঁছেছেন পঞ্জাব পুলিশের বাহিনী। তারপর কাশীপুর থানা চত্বরে তাঁরা এসে পৌঁছলেন বিকেল ৫টারও পরে।

    বিস্তারিত পড়ুন: ভোটের সময় পেরিয়ে যাওয়ার পর ভাঙড়ে পৌঁছল পঞ্জাব পুলিশের বাহিনী

  • 08 Jul 2023 09:07 PM (IST)

    ‘এক জন পুরুষ আমাকে চড় মারল, হাত ধরে আমাকে টানতে শুরু করল’

    কী ঘটেছিল বালির বুথে। আক্রান্ত হওয়ার পর জানালেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর ও তাঁর মা তথা জেলা পরিষদের সিপিএম প্রার্থী দীপিকা ধর।

    বিস্তারিত পড়ুন: ‘যে রাজ্যে ভোটের দিন ১৭ জন মারা যান, সেখানে আমাদের আঘাতকে কিছু মনেই করি না’

  • 08 Jul 2023 08:49 PM (IST)

    কমিশনের অফিসে তালা

    কমিশনের অফিসে তালা ঝোলালেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে তালা ঝোলালেন তিনি।

    বিস্তারিত পড়ুন: নির্বাচন কমিশনের অফিসে তালা ঝোলালেন শুভেন্দু

     

  • 08 Jul 2023 08:36 PM (IST)

    রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি মদনে

    পঞ্চায়েতে যা হিংসা হয়েছে সব দায় রাজ্যপালের। এমনটাই মত কামারহাটির বিধায়ক মদন মিত্রের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য আইনজীবীর সঙ্গে তিনি কথা বলছেন বলে জানিয়েছেন।

  • 08 Jul 2023 07:37 PM (IST)

    দিনভরের অশান্তি ও গোলমাল নিয়ে মুখ খুললেন রাজ্যপাল, কী বলছেন তিনি?

    পঞ্চায়েত ভোটের দিন সকাল সকাল রাজভবন থেকে বেরিয়ে পড়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিনভর অশান্তি ও গোলমালের অভিযোগ প্রসঙ্গে কী বলছেন তিনি?

    বিস্তারিত পড়ুন: খুন-ছুরিকাঘাত-বুলেট! বাংলার ভোটচিত্রে ‘হিংসার মেনু’ দেখে স্তম্ভিত রাজ্যপাল বোস

  • 08 Jul 2023 06:29 PM (IST)

    আক্রান্ত টিভি-৯ বাংলা

    ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত মিডিয়া। ছিনিয়ে নেওয়া হল টিভি-৯ বাংলার ক্যামেরা। বানারহাট ব্লকের ১৫/৪৮ নাথুয়া বানিয়াপাড়া চৌরাস্তা হাইস্কুলে ছাপ্পা ভোট হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। সেই খবর করতে গেলে হামলা করা হয় টিভি-৯ বাংলার প্রতিনিধির উপর।

  • 08 Jul 2023 06:15 PM (IST)

    বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৬.২৮ শতাংশ

    বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৬.২৮ শতাংশ। শেষ আপডেটে জানাচ্ছে নির্বাচন কমিশন।

  • 08 Jul 2023 06:08 PM (IST)

    উত্তর দিনাজপুরে মৃত্যু কংগ্রেস কর্মীর

    বাংলায় ফের ভোটের বলি। উত্তর দিনাজপুরে মৃত্যু ১ কংগ্রেস কর্মীর। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে।

  • 08 Jul 2023 05:40 PM (IST)

    দক্ষিণ দিনাজপুরে দেদার ছাপ্পা ভোট

    দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের সিংহফরকায় ৩৭/১৬২ নম্বর বুথে দেদারে চলে ছাপ্পা ভোটের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।

  • 08 Jul 2023 05:31 PM (IST)

    মৃত্যু হল আউশগ্রামের সিপিএম কর্মীর

    চেয়েছিলেন নিরপেক্ষ ভোট হোক। অকালেই চলে গেল প্রাণ। আউশগ্রামের সিপিএম কর্মীর মৃত্যু হল এনআরএস-এ

    বিস্তারিত  পড়ুন: West Bengal Panchayat Election 2023: লাঠি দিয়ে ‘মারধর’ করেছিল তৃণমূল, বাড়িতে দুধের শিশুদের রেখে হাসপাতালে লড়াই শেষ CPM কর্মীর

  • 08 Jul 2023 05:24 PM (IST)

    শেষ ২০ বছরে বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কত মৃত্যু দেখে নিন

    সিপিএম আমাল থেকে তৃণমূল আমল। পঞ্চায়েত নির্বাচনে রক্ত গঙ্গা থামছেই না। পঞ্চায়েত ভোট এলেই শেষ দুই দশকে বাংলা চলেছে মৃত্যু মিছিল। অসমর্থিত সূত্রে খবর, ২০০৩ সালে পঞ্চায়েত ভোটে বাংলায় মৃত্যুর সংখ্যা ছিল ৮০।

  • 08 Jul 2023 05:22 PM (IST)

    হ্যান্ড কামানও ব্যবহার হয়েছে: শুভেন্দু

    ডায়মন্ড হারবারে পলাশীর যুদ্ধের মতো ‘হ্যান্ড কামান’ ব্যবহার করা হয়েছে। এত অস্ত্র এবারের নির্বাচনে কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তিনি।  বিস্তারিত পড়ুন: বুথের বাইরে হ্যান্ড কামানও ব্যবহার করা হয়েছে, নির্বাচনে ‘সন্ত্রাসে’ পলাশীর যুদ্ধের প্রসঙ্গ টানলেন শুভেন্দু

  • 08 Jul 2023 04:55 PM (IST)

    আক্রান্ত দীপ্সিতা ও তাঁর মা

    সিপিএম যুব নেত্রী দীপ্সিতা ধর ও তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের

    বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Election 2023: দীপ্সিতা ধরকে রাস্তায় ফেলে বেধড়ক মার, থাপ্পড় খেলেন সিপিএম নেত্রীর মা-ও, অভিযুক্ত তৃণমূল

  • 08 Jul 2023 04:40 PM (IST)

    পোলিং অফিসারের হাড়হিম অভিজ্ঞতা

    বাসন্তী ব্লকের ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলে দুটি বুথ ১১৩ ও ১০৩। সেখানকার প্রিসাইডিং অফিসারের কথায় উঠে এল বাংলার পঞ্চায়েত নির্বাচনের বিপন্নতার এক খণ্ড চিত্র।

    বিস্তারিত পড়ুন: প্রবেশ-বাহির পথ আটকে বুথের ভিতরে দেদার বোমাবাজি, বাথরুমে লুকিয়ে বাঁচলেন পোলিং অফিসার! বাসন্তীতে হাড়হিম ঘটনা

  • 08 Jul 2023 04:39 PM (IST)

    উত্তর দিনাজপুরে ১ ব্যক্তির দেহ উদ্ধার

    উত্তর দিনাজপুরের হেমতাবাদে গিয়াশিল এলাকায় পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। নাম নারায়ণ সরকার। মৃত ব্যক্তি তৃণমূল করতেন বলে দাবি ঘাসফুল শিবিরের।

  • 08 Jul 2023 04:19 PM (IST)

    ৩টে পর্যন্ত ৫০.৫২ শতাংশ ভোট

    দুপুর ১টা পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছিল ভোটদানের হার ছিল ৩৬.৬৬ শতাংশ। দুপুর তিনটের হিসাব বলছে এখনও পর্যন্ত রাজ্যে ৫০.৫২ শতাংশ ভোট পড়েছে।

  • 08 Jul 2023 04:13 PM (IST)

    খানাকুলে গুলিবিদ্ধ তিন ভোটার

    ব্যাপক উত্তেজনা খানাকুলে। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ ৩ ভোটার। এদের মধ্যে এক মহিলাও আছেন বলে খবর। খানাকুলের নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

  • 08 Jul 2023 03:48 PM (IST)

    ব্যালটে নামই নেই বিজেপি প্রার্থীর!

    শ্বশুরের নাম নেই। ভোট দিতে গিয়ে চমকে উঠলেন পুত্রবধূ। পরে দেখা যায়, অন্য বুথের ব্যালট চলে এসেছিল। ৩ ঘণ্টা ধরে বন্ধ ছিল ভোট।

    বিস্তারিত পড়ুন: ব্যালটে নামই নেই বিজেপি প্রার্থীর! ভোট দিতে গিয়ে অবাক পুত্রবধূ

     

  • 08 Jul 2023 03:32 PM (IST)

    মাথাভাঙায় ফের চলল গুলি

    সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মাথাভাঙা। সেখানে গুলিবিদ্ধ এক ভোটার। অভিযোগ বিজেপি-র দিকে।

    বিস্তারিত পড়ুন: West Bengal Panchayat Elections 2023: মাথাভাঙায় ফের চলল গুলি, আহত সাধারণ ভোটার, অভিযুক্ত বিজেপি

  • 08 Jul 2023 03:31 PM (IST)

    হাত তুলে দিলেন পুলিশ কর্মী

    অবাধে ছাপ্পা, বেসালাম পুলিশ। সুষ্ঠুভাবে পরিচালনা করতে কার্যত ব্যর্থ। হাত তুলে দিলেন পুলিশ কর্মী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সামনেই কার্যত অনুনয় করলেন এক পুলিশ কর্মী।
    বিস্তারিত পড়ুন: উর্দিধারীদের ভয় দেখিয়েই অবাধে ছাপ্পা, সুকান্ত মজুমদারের কাছে অনুনয় অসহায় পুলিশ কর্মীর

  • 08 Jul 2023 02:55 PM (IST)

    ভোট কেমন তা বলার সময় আসেনি: রাজীব সিনহা

    রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হিংসার অভিযোগ। প্রাণহানির ঘটনাও ঘটছে। কমিশন কী করছে? কী ব্যবস্থা নিচ্ছে? এ সব নিয়েই মুখ খুললেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

    বিস্তারিত পড়ুন: ভোট কেমন হয়েছে তা বলার সময় আসেনি: রাজীব সিনহা

  • 08 Jul 2023 02:34 PM (IST)

    Nisith Pramanik: ভোটকেন্দ্রে প্রবেশে বাধা নিশীথকে

    ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে বাধা। এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রাজ্য পুলিশের সঙ্গে তীব্র বচসা বাধে। কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিশীথকে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে ভোট দিতে যান নিশীথ। তিনি বলেন, এটাই আজকের পুলিশের অবস্থা। মমতার সরকারের থেকে পুরস্কার পাওয়ার জন্যে আটকানো হচ্ছে।

  • 08 Jul 2023 02:30 PM (IST)

    ‘কালীঘাট চলো’র ডাক শুভেন্দুর

    পঞ্চায়েত নির্বাচন চলাকালীনই ‘কালীঘাট চলো’, গণ অভ্যুত্থানের ডাক দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে এটাও বললেন, হাতে পতাকা থাকুক কিংবা নাই থাকুক, গণতন্ত্র রক্ষার স্বার্থে লড়াই চালবেন। বিস্তারিত পড়ুন: ‘পতাকা থাকুক বা না থাকুক, আমি আমার লক্ষ্যে অবিচল’, নির্বাচনের মাঝেই শুভেন্দুর বক্তব্যে নয়া জল্পনা

    নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী

  • 08 Jul 2023 02:29 PM (IST)

    Cooch behar Panchayat Election: কোচবিহারে ভোটের বলি এক

    কোচবিহারে ভোটের বলি আরও এক বিজেপি কর্মী। দিনহাটার ভাগনী এলাকায় গুলিবিদ্ধ হন চিরঞ্জিত কর্জি। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।  সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

  • 08 Jul 2023 02:20 PM (IST)

    Panchayat Election South 24 PGS: তৃণমূলের মারে মারে মাথা ফাটল তৃণমূল কর্মীর

    খানাকুলের পোল ১ নম্বর পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী শেখ তহিদুল রহমানকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই। তহিদুল নির্দল হিসেবে নমিনেশন করেছিলেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। অভিযোগ, তহিদুল এদিন ভোট দিতে এলে তাঁকে বেধড়ক মারধর করেন ওই এলাকার তৃণমূল প্রার্থীর অনুগামীরা। ঘটনায় মাথা ফেটে গিয়েছে তহিদুলের।

  • 08 Jul 2023 02:16 PM (IST)

    কালিয়াচকে চলল গুলি

    মালদহের কালিয়াচকের নওদা যদুপুরে ৭৮ নম্বর বুথ দখলের চেষ্টা। চলল গুলি। আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে চড়াও দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন তিন জন। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

  • 08 Jul 2023 02:10 PM (IST)

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু

    ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে খুশি হতে পারলেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী ভোট করছে না বলে অভিযোগ তাঁর। এই মর্মে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারকে চিঠি দিলেন শুভেন্দুর আইনজীবী। সেই চিঠিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: আদালতের নির্দেশ মানছে না কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ তুলে নোডাল অফিসারকে চিঠি শুভেন্দুর

  • 08 Jul 2023 01:59 PM (IST)

    Basanti Panchayat Election: বাথরুমে লুকলেন প্রিসাইডিং অফিসার

    বাসন্তীর ১০৩ নম্বর বুথে বাথরুমে লুকিয়ে ছিলেন প্রিসাইডিং অফিসার। পোলিং অফিসাররা বলেন, পৌনে একটা নাগাদ একপক্ষ বুথে ঢুকে ব্যালট ছিনতাই করে এবং নির্দলের এজেন্টকে বের করে দেয়। তারপরেই নির্দল গোষ্ঠী বোমাবাজি করতে করতে বুথে ঢুকে যান বলে অভিযোগ। বুথের মধ্যে বোমাবাজি। কোনও মতে পালিয়ে যান পোলিং অফিসার। কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না।

  • 08 Jul 2023 01:56 PM (IST)

    নওদায় বোমার আঘাতে মৃত্যু রমজান আলির

    সকালে নওদা থানায় এলাকায় গুরুতর জখম হন কংগ্রেস নেতা লিয়াকত আলি এবং রমজান আলি। পরে রমজান আলির মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বোমায় মৃত্যু বলে অভিযোগ।

  • 08 Jul 2023 01:53 PM (IST)

    রাজীব সিনহাকে ফোন শুভেন্দুর

    ভোটের দিন একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। তারপরই কমিশনারকে ফোন করেন শুভেন্দু। কমিশনে তালা লাগিয়ে দেবেন বলে হুঁশিয়ারিও দেন তিনি।

    বিস্তারিত পড়ুন: ‘আর কত রক্ত চাই আপনার?’ রাজীব সিনহাকে ফোনে বললেন শুভেন্দু

  • 08 Jul 2023 01:00 PM (IST)

    ব্যালট নিয়ে ছুট যুবকের

    ব্যালট বাক্স নিয়ে কোচবিহারের মাথাভাঙায় ছুট যুবকের। এই ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায়। বিস্তারিত পড়ুন: পঞ্চায়েত ভোট যেন অলিম্পিক্স, ব্যালট বুকে জড়িয়ে দে ছুট যুবকের

  • 08 Jul 2023 12:58 PM (IST)

    ছোট হিংসার ঘটনা: কুণাল

    “আজকে এখনও পর্যন্ত যা ভোট চলছে, সব মিলিয়ে শুধু ৪৬ টা বুথ থেকে ছোট বড় কিছু খবর আসছে। সংবাদমাধ্যমের একাংশ তা বিপণন করছে। দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। বিস্তারিত পড়ুন: ছোট্ট কিছু অশান্তি হচ্ছে, হিংসার খবর বিপণন করছে সংবাদমাধ্যমের একাংশ: কুণাল

  • 08 Jul 2023 12:58 PM (IST)

    Birbhum Panchayat Election: ভয়ে কেঁদেই ফেললেন মহিলা প্রিসাইডিং অফিসার

    বুথে ঢুকে অবাধে ছাপ্পা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি। এই দৃশ্য দেখে ভয়েই কাঁদছেন ওই মহিলা ভোটকর্মী। নেই কেন্দ্রীয় বাহিনী, নেই পুলিশ।

    বিস্তারিত পড়ুন: ‘ফর্মে’ বীরভূম! বুথে যা ঘটল, ভয়ে কেঁদেই ফেললেন মহিলা প্রিসাইডিং অফিসার

  • 08 Jul 2023 12:53 PM (IST)

    Birbhum Panchayat Election: প্রথমে ছাপ্পা, তারপর ব্যালটে আগুন

    বীরভূমের রাজচন্দ্রপুরের ঘটনা। ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাজচন্দ্রপুর ১৪৭ নম্বর বুথকেন্দ্রে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। অভিযোগ, প্রথমে বুথে ঢুকে ছাপ্পা দেওয়া হয়, তারপর ব্যালট বাক্স মাথায় করে বাকি ব্যালটগুলো ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।  এরপরই বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। বুথের সামনে দুটি বাইক ভাঙচুর করা হয়, একটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।

  • 08 Jul 2023 12:42 PM (IST)

    Dakshin Dinajpur Panchayat Election: ব্যালটবক্সে ঢেলে দেওয়া হল জল

    ব্যালট বাক্সে জল ঢালার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভোট গ্রহণ বন্ধ হয়ে গেল গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ১৭৫ ও ১৭৫ এ নম্বর বুথে। এক বিজেপি কর্মী ব্যালট বক্সে জল ঢেলে দেন বলে অভিযোগ। বুথে গিয়েছিলেন সুকান্ত মজুমদারও।

  • 08 Jul 2023 12:38 PM (IST)

    Basanti Panchayat Election: ভোট কেন্দ্রে পড়ল তালা, উত্তেজনা বাসন্তীতে

    বাসন্তীতে তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে ঝামেলা। ভোট কেন্দ্রে পড়ল তালা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েত এলাকার কলা হাজরা গ্রামের রোবন সরদার পাড়ার ১২৬ নম্বর বুথের ঘটনা। গণ্ডগোলের জেরে ভোট বন্ধ হয়ে যায় সেখানে। তালা মেরে দেওয়া হয় ভোট কেন্দ্রে। বচসা হতে থাকে দুই দলের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ বাহিনী।

  • 08 Jul 2023 12:35 PM (IST)

    Purba Burdwan Panchayat Election: ছাপ্পা দেওয়া ছাড়া কোনও উপায় ছিল না, বলছেন প্রিসাইডিং অফিসার

    চলছিল দেদার ছাপ্পা। ছবি তুলতেই কেড়ে নেওয়া হল সাংবাদিকের মোবাইল। পূর্ব বর্ধমানের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙা ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথের ঘটনা। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাংবাদিককে উদ্ধার করে। প্রিসাইডিং অফিসার ক্যামেরার মুখোমুখি হয়ে দাবি করেন, প্রাণ বাঁচাতে ছাপ্পা ভোট দেওয়া ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না।

  • 08 Jul 2023 12:23 PM (IST)

    ছাপ্পা পড়েছে আগেই, দু’ঘন্টার মধ্যে ভোট শেষ মথুরাপুরে

    ভোট শুরুর দু’ঘন্টার মধ্যে ভোট শেষ। ভোটাররা ভোট না দিলেও ভোট পড়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ৭০, ৭১, ৭২, ৭৬, ৭৮ নম্বর বুথে সকাল ৯ টার মধ্যেই ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে গিয়েছে। ভোটাররা বুথে গিয়ে জানতে পারেন তাঁদের নামে ছাপ্পা পড়ে গিয়েছে। বুথের বাইরে ভোটার কার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

  • 08 Jul 2023 11:53 AM (IST)

    ভোট দিলেন ১০৪ বছরের প্রবীণ নাগরিক

    হারাধন সাহা

  • 08 Jul 2023 11:38 AM (IST)

    টিভির ক্যামেরার সামনেই জোট প্রার্থীকে গুলি

    কোনও অ্যাকশন মুভির প্রেক্ষাপটকেও যেন হার মানাবে। উন্মত্ত প্রাঙ্গন, হাতে পিস্তল, একেবারে সামনের ব্যক্তি তাক করে নিয়েছেন। বন্দুকের নলের সামনে থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন নির্দল প্রার্থী। আশপাশে দাঁড়িয়ে আরও বেশ কয়েকজন। সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাসে তিনি। কিন্তু তাতে কালো টি শার্ট পরিহিত ব্যক্তির ‘কুছ পরোয়া নেহি’। বিস্তারিত আসছে.. ‘মেশিন’ উঁচিয়ে টিভির ক্যামেরার সামনেই নির্দল প্রার্থীকে পরপর ৩টে গুলি! ওয়েবসিরিজের শুটিং নয়, রোমহর্ষক দৃশ্য বারাকপুরের

     

  • 08 Jul 2023 11:35 AM (IST)

    Panchayat Election 2023: অশান্তির আবহে ভোট পড়ল কত?

    সকাল থেকেই অশান্তির খবর শিরোনামে। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় ভোট দিতে যেতেই ভয় পাচ্ছেন ভোটাররা। সেই আবহে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২২.৬০ শতাংশ।

  • 08 Jul 2023 11:23 AM (IST)

    State Election Commission: জেলা শাসকদের বুথে বুথে যাওয়ার নির্দেশ

    প্রতিটি জেলায় বুথে বুথে গিয়ে খোঁজ নিতে হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার বিস্তারিত তালিকা পাঠাতে হবে কমিশনে। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জেলাশাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

  • 08 Jul 2023 11:17 AM (IST)

    Baruipur Panchayat Election: ভোটার লিস্টে নাম নেই খোদ বিধায়কের!

    বারুইপুরের ভোট দিতে পারলেন না তৃণমূল বিধায়ক। চক্রান্ত করেই তাঁর নাম ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ব্লকের অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চোঙ্গ গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। কিন্তু গিয়ে দেখেন ভোটার লিস্টেই নাম নেই তাঁর।

  • 08 Jul 2023 11:10 AM (IST)

    Burdwan Panchayat Election: সংঘর্ষে আহত হয়েছিলেন, সকালে মৃত্যু সিপিএম কর্মীর

    আহত সিপিএম কর্মীর মৃত্যু হল এনআরএসে। মৃতের নাম রাজিবুল হক(৩২)। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের আউসগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

  • 08 Jul 2023 11:02 AM (IST)

    দিনহাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী

    এবার গুলি চলল দিনহাটায়। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি কর্মী রাধিকা বর্মণ ও  চিরঞ্জিত কর্জি। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনহাটার ভাগ্নি এলাকার পার্ট ওয়ানের ঘটনা।

  • 08 Jul 2023 11:02 AM (IST)

    বিষের কৌটো হাতে ভোটার

    কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দিতে নারাজ ভোটাররা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শনিবার সকালে এ নিয়ে উত্তেজনা ছড়ায়। এক মহিলা হাতে বিষের কৌটো নিয়ে বিক্ষোভ দেখান। বিস্তারিত পড়ুন: বিষের কৌটো হাতে বুথের বাইরে মহিলা, নন্দীগ্রামে তুলকালাম কাণ্ড

  • 08 Jul 2023 11:00 AM (IST)

    ভাঙড়ে বোমা ফেটে আহত ২ শিশু

    ভোটের দিনেও আক্রান্ত শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত দুই শিশু। ঘটনাস্থলে আবারও ভাঙড়। শনিবার সকালে ভাঙড়ের ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হয়েছে দুই শিশু।

  • 08 Jul 2023 10:21 AM (IST)

    প্রকাশ্যে গুলি, পালিয়ে বাঁচলেন প্রার্থী

    গুলি চলল ব্যারাকপুরে। নির্দল প্রার্থী অরিজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চলেছে। একেবারে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরতে দেখা যায় এক যুবককে। কোনও ক্রমে পালিয়ে বাঁচেন অরিজিৎ দাস। ভোটের দিন কার্যত নজিরবিহীন ছবি দেখা গেল। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে।

    রিভলভার হাতে দুষ্কৃতী

  • 08 Jul 2023 09:44 AM (IST)

    ভাঙড়ে বোমায় জখম দুই শিশু

    দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ছয়ানিতে বল ভেবে খেলতে গিয়ে আহত হল দুই শিশু। একজনের বয়স ৭ বছর ও আর একজনের বয়স ৪। দুই শিশুকে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • 08 Jul 2023 09:37 AM (IST)

    ফোন আসছে ভোটারদের, দেখা নেই কমিশনারের

    ভোট শুরু হওয়ার পর প্রায় আড়াই ঘণ্টা অতিক্রান্ত। কমিশনে দেখাই গেল না কমিশনার রাজীব সিনহাকে। এদিকে, রাত থেকেই একের পর এক ফোন যাচ্ছে কমিশনের অফিসে।

    বিস্তারিত পড়ুন: কন্ট্রোলরুমে ফোনের পর ফোন, অফিসেই ঢোকেননি কমিশনার রাজীব সিনহা 

  • 08 Jul 2023 09:04 AM (IST)

    Arambagh, Hooghly: আরামবাগে চলল গুলি

    আরামবাগের সাতমাসায় চলল গুলি। এক যুবকের পায়ে লেগে বেরিয়ে যায় গুলি। আক্রান্ত যুবকের নাম কায়েমউদ্দিন মল্লিক। তিনি নির্দলের কর্মী। এজেন্টকে নিয়ে যাওয়ার সময়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তখনই গুলি করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসক দলের।

  • 08 Jul 2023 08:51 AM (IST)

    ভোট দিতে পারলেন না শেখ সুফিয়ান

    ভোট দিতে গিয়েও ফিরতে হল শেখ সুফিয়ানকে। তারাচাঁদ বাড়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। তাঁকে ভোট দিতে দেননি স্থানীয় ভোটাররা। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে না। ভোট দিতে না পেরে ফিরে যান শেখ সুফিয়ান। তাঁর অভিযোগ, স্থানীয় ভোটার নয়, তাকে ভোট দিতে বাধা দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা।

  • 08 Jul 2023 08:33 AM (IST)

    রাত ২টোয় ছাপ্পা

    মাঝরাতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ। গ্রামবাসীরা ব্যালট বাক্স জলে ফেলে দেন শনিবার। জ্বালিয়ে দেওয়া হয় ব্যালট পেপার। বিস্তারিত পড়ুন: রাত ২টোয় তৃণমূলের প্রতীকের পাশে ‘ছাপ্পা’, প্রতিবাদে ব্যালট পোড়ালেন গ্রামবাসীরা

  • 08 Jul 2023 08:31 AM (IST)

    ভোটের সকালে ফের খুন খড়গ্রামে

    ভোট ঘোষণার পরই খড়গ্রামে মৃত্যু হয়েছিল এক কংগ্রেস কর্মীর। ভোটের দিন সকালেও ফের সেখানেই উঠল খুনের অভিযোগ।

    বিস্তারিত পডুন: ভোটের সকালে ফের খুন খড়গ্রামে, ৩০ দিনে ৮ মৃত্যু দেখল মুর্শিদাবাদ

  • 08 Jul 2023 07:44 AM (IST)

    সকাল সাড়ে ৭টার ভোটচিত্র

    কদম্বগাছিতে উত্তেজনা

    বুথের গেটের সামনে বসে নিহতের স্ত্রী।

    আইএসএফ প্রার্থী।

  • 08 Jul 2023 07:38 AM (IST)

    ‘ধৈর্যের একটা সীমা আছে’, বলছে পুলিশ

    বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিত সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে।

    বিস্তারিত পড়ুন: ‘এখন ভাল করে বলছি, এরপর বলব না… ধৈর্যের একটা সীমা আছে’, রণমূর্তি পুলিশের

    ঘটনাস্থলে পুলিশ

  • 08 Jul 2023 06:47 AM (IST)

    Sabang, Paschim Medinipur: মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, হাসপাতালে তৃণমূল কর্মী

    উত্তপ্ত সবং। ভোটের আগের দিন রাতে দুই তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে সবং হাসপাতালে।

    পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তিন নম্বর দাঁদরা অঞ্চলের খেলনা দক্ষিণ বুথ এলাকায় এই হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন স্বপন মণ্ডল ও মানস গায়েন। রড, লাঠি নিয়ে এসে দুই তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

    আহত তৃণমূলকর্মী

  • 08 Jul 2023 06:45 AM (IST)

    তুফানগঞ্জে খুন

    তৃণমূলের বুথ চেয়ারম্যানকে খুনের অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জে। দিনহাটাতেও চলল গুলি। বিস্তারিত পড়ুন: তুফানগঞ্জে তৃণমূলের বুথ চেয়ারম্যান খুন, দিনহাটায় নির্দল প্রার্থীকে গুলি

  • 08 Jul 2023 06:43 AM (IST)

    বিস্ফোরণে প্রাণ গেল তৃণমূল কর্মীর

    মুর্শিদাবাদে বিস্ফোরণে প্রাণ গেল আরও এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। বোমা ফেটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। সবিস্তারে পড়ুন: বিস্ফোরণে প্রাণ গেল তৃণমূল কর্মীর, উত্তপ্ত রেজিনগরে ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন ভোটাররা

  • 08 Jul 2023 06:39 AM (IST)

    Governor: রাজভবন থেকে বেরলেন রাজ্যপাল

    ভোটের দিন সকালেই বেরিয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একাধিক জেলায় তিনি যাবেন বলে সূত্রের খবর। গত কয়েকদিনে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক জেলায় গিয়েছেন তিনি। ভোটের দিনও গ্রাউন্ড জিরোয় পৌঁছে যাবেন বোস।

    রাজভবন থেকে বেরলেন রাজ্যপাল

  • 08 Jul 2023 06:30 AM (IST)

    ভোট শুরুর আগেই ছাপ্পা!

    ভোট শুরু হওয়ার আগেই পড়েছে ছাপ্পা! উত্তর দিনাজপুরে বেশ কিছু বুথ থেকে এমনই অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অস্বীকার করা হয়েছে প্রশাসনের তরফে। কোচবিহারের তাই বিধানসভা কেন্দ্রের ২০৬ নম্বর বুথে প্রক্সি ভোট চালু হয়েছে বলেও দাবি বিরোধীদলের।

    অন্যদিকে, রাতভর তাণ্ডব চলেছে দিনহাটায়। কোথাও ব্যালট বাক্স ভাঙচুরের অভিযোগ উঠেছে, কোথাও প্রার্থীসহ কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। হুমকি, বোমাবাজির মতো ঘটনাও সামনে এসেছে।

  • 08 Jul 2023 06:20 AM (IST)

    Old Malda, Malda: বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ

    রাত থেকে উত্তপ্ত ওল্ড মালদহ। বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওল্ড মালদহের মহিষবাথানি অঞ্চলের শহরা গ্রামের ঘটনা। তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

    অভিযোগ, বিজেপির সমর্থক মহাদেব রাজবংশীকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। গভীর রাতে তৃণমূল প্রার্থী অষ্টমী রাজবংশীর স্বামী তাঁর দলবল নিয়ে এসে মহাদেব প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ। লাঠি রড দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য রাতেই মৌলপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে।

    আক্রান্ত সমর্থক

     

     

  • 08 Jul 2023 06:03 AM (IST)

    দেগঙ্গা, নদিয়ায় যাবেন রাজ্যপাল

    সকাল ৬ টা ১৫ মিনিটে রাজভবন থেকে বেরবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রথমে যাবেন বাসুদেবপুর, দেগঙ্গায়, এরপর যাবেন নদিয়ায়। বেলা ১২ টায় তিনি থাকবেন রাজভবনের পিসরুমে। এরপর যাবেন দক্ষিণ ২৪ পরগনায়।

  • 08 Jul 2023 05:56 AM (IST)

    কত কেন্দ্র, কত ভোটার পঞ্চায়েতে?

    মোট গ্রাম পঞ্চায়েত ৩৩১৭, নির্বাচনী কেন্দ্র- ৫৮,৫১৩। মোট পঞ্চায়েত সমিতি ৩৪১, নির্বাচনী কেন্দ্র ৯৭৩০, মোট জেলা পরিষদ ২০, নির্বাচনী কেন্দ্র- ৯২৮, মোট ভোটকেন্দ্র ৬১,৬৩৬। মোট ভোটার সংখ্যা- ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪।