AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪০ ফিটের পোস্টার, বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে

সদ্য ডেঙ্গি থেকে উঠেছেন অভিনেতা। কয়েকদিন আগেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুপারস্টার। তখন থেকেই অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। সকলেই একবাক্যে প্রশ্ন করেছিলেন, তবে কি তিনি ছবির প্রচারে সক্রিয়ভাবে থাকতে পারবেন না?

৪০ ফিটের পোস্টার, বিজয় দেবেরাকোন্ডার 'কিংডম' ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে
| Edited By: | Updated on: Jul 27, 2025 | 2:00 PM
Share

পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা, তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিংডম’ মুক্তির আগে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই প্যান ইন্ডিয়া ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ২৬ জুলাই, অর্থাৎ শনিবার। আর সেই কারণেই তিরুপতির নেহরু মিউনিসিপাল গ্রাউন্ডে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিনে অনুরাগীদের উন্মাদনাই প্রমাণ করে, এই ছবি বক্স অফিসে নিশ্চিত ঝড় তুলবে। সেখানে বিজয়ের ৪০ ফুট লম্বা কাটআউট লাগিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন সকলে। যে মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গৌতম তিন্নানুড়ি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই। তেলুগু ছাড়াও হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘কিংডম’। ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে নবাগত ভাগ্যশ্রী বরসেকে। পাশাপাশি থাকছেন অভিনেতা সত্যদেব কানচরণা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর।

ট্রেলারে বিজয়ের রায়লসীমা অ্যাকসেন্টে সংলাপ ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলার মুক্তির ১২ ঘণ্টার মধ্যেই ৩.৮৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে ইউটিউবে, যা প্রমাণ করে এই ছবি ঘিরে সাধারণের উচ্ছ্বাস।

পাশাপাশি ট্রেলারের টিজারে শোনা গিয়েছে তিন সুপারস্টারের ভয়েসওভার — তেলুগুতে জুনিয়র এনটিআর, তামিলে সুরিয়া এবং হিন্দিতে রণবীর কাপুরের। ফলে বোঝাই যায়, যে এই তিন সুপারস্টারের অনুরাগীরাও এই ছবিকে কেন্দ্র করে বিশেষ উৎসাহী। শনিবার সন্ধ্যায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভক্তদের আনন্দ দিতে বিজয় ‘পুষ্পা’ সিনেমার বিখ্যাত সংলাপ-ও নকল করেন, সেই ভিডিয়োও এই মধ্যে ভাইরাল।

প্রসঙ্গত, সদ্য ডেঙ্গি থেকে উঠেছেন অভিনেতা। কয়েকদিন আগেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুপারস্টার। তখন থেকেই অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। সকলেই একবাক্যে প্রশ্ন করেছিলেন, তবে কি তিনি ছবির প্রচারে সক্রিয়ভাবে থাকতে পারবেন না? তবে বাস্তবে এমনটা ঘটেনি। অনুরাগীদের কথা মাথায় রেখেই দ্রুত প্রচারে নেমেছেন তিনি। আর চেনা ছকেই প্রতিবারের মতো জমিয়ে দিয়েছিলেন এই ট্রেলার লঞ্চের সন্ধ্যা।