AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর কিছুক্ষণের অপেক্ষা, ঘোষণা হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম

ইতিমধ্যেই পুরস্কারের জন্য নির্বাচিতদের তালিকা তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী এল মুরুগান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু।

আর কিছুক্ষণের অপেক্ষা, ঘোষণা হতে চলেছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 5:42 PM
Share

জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সারা ভারতের শিল্পীরা যে পুরস্কারের দিকে তাকিয়ে থাকেন, আজ তারই তালিকা প্রকাশ্যে আসতে চলেছে। ১ অগাস্ট, সন্ধ্যা ৬টায় ঘটবে অপেক্ষার অবসান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কার-কার ঝুলিতে যেতে চলেছে, এখন গোটা দেশের নজর সেই দিকেই। বহু প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল আজই ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যেই পুরস্কারের জন্য নির্বাচিতদের তালিকা তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী এল মুরুগান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু।

পুরস্কার ঘোষণার আগে এক সাংবাদিক বৈঠক করা হবে আজ সন্ধ্যা ৬টায়। তাই এখন নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারের দিকে তাকিয়ে সকলে। সেখানে উপস্থিত থাকা জুরি সদস্যরা বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করবেন আর কিছুক্ষণের মধ্যেই।

এই পুরস্কার দেশের চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানজনক স্বীকৃতি। তাই কারা কারা পাচ্ছেন এবারের সেরা ছবি, সেরা অভিনেতা-অভিনেত্রী, কিংবা বিভিন্ন বিভাগে পুরস্কার—সেদিকে তাকিয়ে গোটা দেশের সিনেপ্রেমীরা। তবে ইতিমধ্যেই উঠে এসেছে দুই নাম। রানি মুখোপাধ্যায় ও বিক্রান্ত মাসি। শোনা যাচ্ছে এই দুই শিল্পী এবার বলিউড থেকে পুরস্কার পেতে চলেছেন। যদিও জল্পনা সত্যি কি না, তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। একইভাবে বাংলা কিংবা দক্ষিণ ভারত থেকে কারা কারা পাচ্ছেন এই পুরস্কার তা নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।