সন্ধ্যে জমবে সাবলীল সংলাপেই

স্বরলিপি ভট্টাচার্য |

Nov 24, 2020 | 1:23 PM

২০০৭-এ শুরু হয়েছিল সংগঠনটি, দীর্ঘ তেরো বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন ওঁরা।

সন্ধ্যে জমবে সাবলীল সংলাপেই

Follow Us

বিকল্প যৌনতা বিষয়ক ছবি দেখা, দেখানো এবং বিষয়টির সঙ্গে সাবলীল হওয়াটা ঠিক কতটা জরুরী, সেই নিয়েই উৎসব (festival)- ‘দ্য ক্যালকাটা এলজিবিটিকিউআইএ প্লাস ফিল্ম অ্যান্ড ভিডিও ফেস্টিভ্যাল’ (LGBT)। কলকাতার ম্যাক্সমুলার ভবন গ্যোয়টে ইন্সটিটিউট এবং প্রত্যয় জেন্ডার ট্রাস্টের যৌথ উদ্যোগেই আয়োজিত হয় অনুষ্ঠানটি।

২০০৭-এ শুরু হয়েছিল সংগঠনটি, দীর্ঘ তেরো বছর ধরে সফলতার সঙ্গে কাজ করছেন ওঁরা। এখানে বিকল্প যৌনতা নিয়ে দেশ-বিদেশের কাহিনিচিত্র, ছোট ছবি, ভিডিও এবং তথ্যচিত্র দেখিয়ে সচেতনতা বাড়ানো হয়। সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার মানুষের জীবন ও তাঁদের বেঁচে থাকার লড়াই, তাঁদেরকে ঘিরে বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক চর্চা এইসবই এই উৎসবের আলোচ্য বিষয়।

এ বছরে ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর টানা এই উৎসব চলবে, তবে পুরোটাই হবে আন্তর্জালিক। শুরু এবং উদ্বোধনী ছবি সন্ধে ৬টায়। গ্যোয়টে ইন্সটিটিউটে এবং কলকাতার ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে আর দেরী কিসের? পরন্ত শীতে অফিস শেষে প্ল্যান করলে তো সন্ধ্যেটা জমে ক্ষীর।

Next Article