অদ্ভুত দাবি শাহরুখের, সবার সামনে নায়ককে সপাটে চড় মারেন মহিলা

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 19, 2024 | 9:10 PM

জীবনে অনেক ধরনের ঘটনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সে কথা অনেক সময়ই অনেক সাক্ষাত্‍কারে বলেছেন তিনি। জানেন একবার চড় পর্যন্ত খেতে হয়েছিল শাহরুখ খানকে? এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তরে শাহরুখ ট্রেনের এক গল্প বলেছিলেন।

অদ্ভুত দাবি শাহরুখের, সবার সামনে নায়ককে সপাটে চড় মারেন মহিলা

Follow Us

জীবনে অনেক ধরনের ঘটনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সে কথা অনেক সময়ই অনেক সাক্ষাত্‍কারে বলেছেন তিনি। জানেন একবার চড় পর্যন্ত খেতে হয়েছিল শাহরুখ খানকে? এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তরে শাহরুখ ট্রেনের এক গল্প বলেছিলেন। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ খান। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেজায় সচেতন। সকলের মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন। কিন্তু ট্রেন মুম্বইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সকলকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তাঁর। অনেকেই তাঁকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।

কিছুক্ষণ পরে এক মহিলা তাঁর আসনে বসতে আসেন। তখন শাহরুখ মহিলা বলে তাঁকে বসতে দিয়েছিলেন ঠিকই তবে জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তাঁর আসন, আর তিনি টাকা দিয়ে এই আসনটি সংরক্ষণ করেছেন। তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চড় মেরে বসেন তিনি। শাহরুখ কিছুই বুঝতে পারেন না, তখন তাঁকে জানানো হয়, যে ট্রেন মুম্বইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনও আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না। জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন কিং।

Next Article