Tv9 বাংলা ডিডিটাল: নব্বইয়ের গোড়ার সময়। ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা। সিকিউরিটি স্ক্যাম। জাতীয় স্টক এক্সচেঞ্জের বিপুল পরিমাণ শেয়ারের বেআইনি ট্রেডিং। ৫০০০ কোটি টাকার এই দুর্নীতির খবর মানে আনেন সাংবাদিক সুচেতা দালাল। যিনি দুনীর্তির ছক কষেছিল তাঁর নাম হর্ষদ মেহতা। দ্য বিগ বুল। এমেকে আবার শেয়ার মার্কেটের অমিতাভ বচ্চন বলেও চিনত। ২৭টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। তবে বম্বে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট মাত্র চারটিতে তাঁকে অভিযুক্ত প্রমাণ করতে সক্ষম হয়।। ৯ বছর ধরে চলে হর্ষদ মেহতা কেসের শুনানি।
আরও পড়ুন:সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়কে ব্যালান্স করে কাজ করব: অনুষ্কা
সেই দুর্নীতি নিয়ে একটা গোটা ওয়েব সিরিজ হয় ওটিটি প্ল্যাটফর্মে। ‘স্ক্যাম অফ ১৯৯২’। পরিচালনায় হন্সল মেহতা। মুখ্য চরিত্রে অসামান্য অভিনয় করেন প্রতীক গান্ধী। ওয়েব সিরিজটির তুমুল সাড়া মেলে।
এবার সেই গল্প নিয়ে ছবি করেছেন কুকি গুলাটি। ‘দ্য বিগ বুল’। অভিনয়ে Abhishek Bachhan। ছবির কাজ প্রায় শেষ, শুধু এখন ফাইনাল টাচ চলছে। অভিষেক নিজেও তাঁর ওটিটি ডেবিউ নিয়ে ভীষণ এক্সাইটেড। অন্যদিকে ‘স্ক্যাম ১৯৯২’-র অভাবনীয় সাফল্য দেখে ‘দ্য বিগ বুল’কে আরও এক ধাপ এগিয়ে রাখতে চাইছে ‘ডিজনি হটস্টার’। শোনা যাচ্ছে মে মাসে ‘দ্য বিগ বুল’ সিনেমাহলে এবং ডিজনি-হটস্টারে একইসঙ্গে রিলিজ হতে পারে।
Tv9 বাংলা ডিডিটাল: নব্বইয়ের গোড়ার সময়। ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা। সিকিউরিটি স্ক্যাম। জাতীয় স্টক এক্সচেঞ্জের বিপুল পরিমাণ শেয়ারের বেআইনি ট্রেডিং। ৫০০০ কোটি টাকার এই দুর্নীতির খবর মানে আনেন সাংবাদিক সুচেতা দালাল। যিনি দুনীর্তির ছক কষেছিল তাঁর নাম হর্ষদ মেহতা। দ্য বিগ বুল। এমেকে আবার শেয়ার মার্কেটের অমিতাভ বচ্চন বলেও চিনত। ২৭টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। তবে বম্বে হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট মাত্র চারটিতে তাঁকে অভিযুক্ত প্রমাণ করতে সক্ষম হয়।। ৯ বছর ধরে চলে হর্ষদ মেহতা কেসের শুনানি।
আরও পড়ুন:সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়কে ব্যালান্স করে কাজ করব: অনুষ্কা
সেই দুর্নীতি নিয়ে একটা গোটা ওয়েব সিরিজ হয় ওটিটি প্ল্যাটফর্মে। ‘স্ক্যাম অফ ১৯৯২’। পরিচালনায় হন্সল মেহতা। মুখ্য চরিত্রে অসামান্য অভিনয় করেন প্রতীক গান্ধী। ওয়েব সিরিজটির তুমুল সাড়া মেলে।
এবার সেই গল্প নিয়ে ছবি করেছেন কুকি গুলাটি। ‘দ্য বিগ বুল’। অভিনয়ে Abhishek Bachhan। ছবির কাজ প্রায় শেষ, শুধু এখন ফাইনাল টাচ চলছে। অভিষেক নিজেও তাঁর ওটিটি ডেবিউ নিয়ে ভীষণ এক্সাইটেড। অন্যদিকে ‘স্ক্যাম ১৯৯২’-র অভাবনীয় সাফল্য দেখে ‘দ্য বিগ বুল’কে আরও এক ধাপ এগিয়ে রাখতে চাইছে ‘ডিজনি হটস্টার’। শোনা যাচ্ছে মে মাসে ‘দ্য বিগ বুল’ সিনেমাহলে এবং ডিজনি-হটস্টারে একইসঙ্গে রিলিজ হতে পারে।