Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big News: ‘এটা মেনে নিতে হবে’, একবছর পর ঐশ্বর্যর সঙ্গে ‘বিচ্ছেদ’ প্রসঙ্গে সত্যি সামনে আনলেন অভিষেক

Aishwarya-Abhishek: বচ্চন অন্দরমহলের সমীকরণ ঠিক কেমন, তা কি সত্যি বাইরে থেকে বুঝে নেওয়া যায়? না, একে বারেই নয়। তবে এই নিয়ে অতীতে কখনই মুখ খুলতে দেখা যায়নি  বচ্চন পরিবারের সদস্যদের। এবার বিদেশে গিয়ে এক সংবাদ মাধ্যকে সত্যিটা স্পষ্ট করে দিলেন অভিষেক।

Big News: 'এটা মেনে নিতে হবে', একবছর পর ঐশ্বর্যর সঙ্গে 'বিচ্ছেদ' প্রসঙ্গে সত্যি সামনে আনলেন অভিষেক
Follow Us:
| Updated on: Aug 12, 2024 | 1:42 PM

অবশেষে অপেক্ষার অবসান। প্রায় এক বছর ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছে বিভিন্ন মহলে। তবে আর কত সহ্য করা যায়! অবশেষে সত্যিটা সামনে আনতে একপ্রকার বাধ্য হলেন অভিষেক। স্পষ্ট করে দিলেন ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন। যদিও সম্প্রতিতে কখনও সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁদের বিচ্ছেদের খবর, কখনও শোনা গিয়েছে তাঁরা একে অন্যের সঙ্গে ঘর করছেন না, এক ছাদের তলায় থাকছেন না এই খবর। সব মিলিয়ে অভিষেক ও ঐশ্বর্যের সংসার সর্বদাই ছিল নেটিজ়েনদের চর্চায়। টানা একবছর হতে চলল নানা ছবি থেকে শুরু করে নানা ভিডিয়ো এই জল্পনাকেই সত্যি বলে ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে। তবে যা দেখা যায় সব ক্ষেত্রে সত্যি কি তাই হয়!

বচ্চন অন্দরমহলের সমীকরণ ঠিক কেমন, তা কি সত্যি বাইরে থেকে বুঝে নেওয়া যায়? না, একে বারেই নয়। তবে এই নিয়ে অতীতে কখনই মুখ খুলতে দেখা যায়নি  বচ্চন পরিবারের সদস্যদের। এবার বিদেশে গিয়ে এক সংবাদ মাধ্যকে সত্যিটা স্পষ্ট করে দিলেন অভিষেক। এই মর্মে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘এই নিয়ে আপনাদের আমার কিছু বলাকর নেই। অনুমানের ভিত্তিতে আপনারা এই বিষয়টাকে এতবড় করেছেন। দুঃখের। আমি বুঝতে পারছি আপনারা কেন এটা করছেন। আপনাদের কিছু খবর লিখতে হয়। ঠিক আছে। আমরা সেলিব্রিটি। আমাদের এটা মেনে নিতে হবে। এখনও বিবাহিত। দুঃখিত।’

আর অভিষেকের এই মন্তব্যেই স্পষ্ট হয়ে গেল কোনটা সত্যি কোনটা রটনা। কতটা ঠিক, কতটা ভুল। আদপে অভিষেক-ঐশ্বর্য একসঙ্গে থাকছেন না থাকছেন না। তাই সকল জল্পনা জল ঢাললেন জুনিয়ার বচ্চন। হাসি ফেরালেন ভক্তদের মুখে।