যখনই সুযোগ হয়, তখনই বলিউড গুঞ্জনে ঢুকে পড়ে অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে নানা গসিপ। কখনও তা আংশিক সত্য তো, কখনও তা পুরোপুরিই ভুয়ো। তবুও বলি বাজারে হট কেক বচ্চন পরিবারের এই কেচ্ছা! কিন্তু সব সময়ই যে এই কেচ্ছার নেপথ্যে থাকে নিন্দুকরা, তা কিন্তু নয়। বরং খোদ ঐশ্বর্য, অভিষেকও এই গুঞ্জনের আগুনে নিজের হাতে বারুদ ঢালেন। ব্যস, সেই আগুনই হয় দাবানল। তিল থেকে তাল। এই যেমন সদ্য একটা সাক্ষাৎকারে অভিষেক এমন এক মন্তব্য করে বসলেন, যা শোনা মাত্রই নড়ে চড়ে বসল বলিপাড়া। নিন্দুকরা মাথা চুলকে প্রশ্ন তুললেন, হঠাৎ এমন কেন বললেন জুনিয়র বচ্চন!
তা এমন কী বলেছেন অভিষেক?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি বলিউডে ২৫ টি বছর পার করেছেন অভিষেক। কিন্তু এই ২৫ বছরে তাঁর ঝুলিতে কমই হিট ছবি। পর্দায় আসলে বার বার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা হয় তাঁর। তবে শুধু বাবাতেই ছাড় নেই। ঐশ্বর্যের সঙ্গে বিয়ের পর, স্ত্রীয়ের সঙ্গেও তাঁর তুলনা। আর এখন তো তাঁর দাম্পত্য বলি বাজারে বিক্রি হচ্ছে নানা রং চড়িয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়েই মুখ খুললেন জুনিয়র বি। তাঁর কথায়, এসব নিয়ে আর নতুন করে কোনও উপলদ্ধি হয় না। যখনই বাবার সঙ্গে আমার তুলনা হয় কিংবা ঐশ্বর্যের সঙ্গে আমার তুলনা হয়, তখন মনে হয় এসব কথা তো বস্তাপচা। সহজ কথায় বলতে গেলে, এসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। সহ্যও করে ফেলেছি। তাই সব অর্থহীন লাগে।
অভিষেক আরও বলেন, আমার মা-বাবা আমার অভিভাবক। আমার স্ত্রী শুধুই আমার। আমার সন্তানও শুধুই আমার। তাঁদের নিয়ে আমি গর্বিত। তাঁদের নিয়েই থাকতে চাই। সবাইকে পাশে নিয়ে এসি রুমে বসে শুধুই ভালো সময় কাটাতে চাই।
তবে এত কথা বললেও, ঐশ্বর্যর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়ে বেশি কিছু বলতে চাননি অভিষেক। রটে যাওয়া ডিভোর্সের খবরকে বরং এড়িয়ে গিয়েছেন তিনি। অভিষেকের মুখে এমন কথা শুনে নিন্দুকরা বলছেন, হয়তো সংসারে শান্তি ফেরাতেই সমঝোতায় গিয়েছেন জুনিয়ার বি। ওই যে কথায় আছে না, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়!