‘ট্রুট্রুট্রুট্রুট্রুট্রুট্রু…’ এভাবে কীসের শব্দ বোঝান মিমি? দেখুন ভিডিও

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 20, 2020 | 8:08 PM

বেশ কয়েক মাস হল নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন মিমি। সেখানেও তিনি একই রকম জনপ্রিয়।

‘ট্রুট্রুট্রুট্রুট্রুট্রুট্রু…’ এভাবে কীসের শব্দ বোঝান মিমি? দেখুন ভিডিও
মিমি চক্রবর্তী।

Follow Us

‘ট্রুট্রুট্রুট্রুট্রুট্রুট্রু…’- এটা কীসের শব্দ বলুন তো? না! গেস করার জন্য কোনও পুরস্কার নেই। কারণ এক এক জনের কাছে এই শব্দের অর্থ এক এক রকম। তবে যদি প্রশ্ন করা হয়, মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) কাছে এই শব্দের অর্থ কী? তাহলে উত্তর বেশ সহজ। কারণ এই শব্দের উৎস কী, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি স্বয়ং।

বেশ কয়েক মাস হল নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন মিমি। সেখানেও তিনি একই রকম জনপ্রিয়। সেই চ্যানেলের একটি শুটে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়েছে সদ্য। তারই একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও শেয়ার করেছেন মিমি। যেখানে তিনি তাঁর সহকর্মীদের ড্রোন ক্যামেরার ব্যবহার বোঝাতে, ঠিক এমন শব্দই করেছেন।

আরও পড়ুন, প্রথমবার জন্মদিনে মেয়েকে কোলে নিয়ে কেক কাটব: অঙ্কিতা

এই মজার ভিডিও শেয়ার করে ক্যাপশনে মিমি লিখেছেন, ‘ড্রোন ক্যামেরার একটা নির্দিষ্ট শব্দ রয়েছে। অন্তত আমার কাছে শব্দটা ট্রুট্রুট্রুট্রুট্রুট্রুট্রু…।’

সূত্রের খবর, নিজের ইউটিউব চ্যানেলের মিউজিক ভিডিওর জন্য সুন্দরবনে শুটিং করছেন মিমি। বালির চরে তাঁর লাল গাউন অন্য আমেজ তৈরি করবে। এই চ্যানেলে দর্শক শুনেছেন মিমির গান। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জন্মদিনে অনুরাগীদের জন্য গিফটের ব্যবস্থাও করেছিলেন তিনি। ফের হয়তো নতুন কোনও চমক আসছে। এবার তারই অপেক্ষা শুরু অনুরাগীদের।

আরও পড়ুন, নেপথ্যের কারিগররা কি আড়ালেই থাকবেন? হেয়ার স্টাইলিস্টের মৃত্যুতে ফের উঠল প্রশ্ন

একদিকে অভিনয়, অন্যদিকে রাজনীতি। সমান তালে ব্যালেন্স করতে পারেন মিমি। অভিনয় পাশাপাশি ইউটিউবেও তাঁর জনপ্রিয়তা এখন চোখে পড়ার মতো।

Next Article