প্রথমবার জন্মদিনে মেয়েকে কোলে নিয়ে কেক কাটব: অঙ্কিতা

মা হওয়ার পর প্রথম জন্মদিন। ফলে তা তো স্পেশ্যাল হবেই। অঙ্কিতাও ব্যতিক্রম নন। আজ দিনটা কীভাবে প্ল্যান করেছেন তিনি?

প্রথমবার জন্মদিনে মেয়েকে কোলে নিয়ে কেক কাটব: অঙ্কিতা
অঙ্কিতা পাল মজুমদার।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 6:48 PM

মেয়ের বয়স তিন মাসের কিছু বেশি। আর মায়ের বয়স? না! বয়স মা অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদারের (Ankita Majumder Paul) কাছে নেহাতই একটা সংখ্যা মাত্র। আজ তিনি বার্থডে গার্ল।

মা হওয়ার পর প্রথম জন্মদিন। ফলে তা তো স্পেশ্যাল হবেই। অঙ্কিতাও ব্যতিক্রম নন। আজ দিনটা কীভাবে প্ল্যান করেছেন তিনি? “এবারের জন্মদিনটা একেবারে আলাদা। কারণ এই বছরের জন্মদিনের কোনও প্ল্যান আমি করিনি। প্রত্যেক বছর জন্মদিনে আমার কিছু না কিছু প্ল্যান থাকে। সৌমিত্রও আমার কাছে জানতে চায়, কী করতে চাই। যেমন আগের বছর আমি বলেছিলাম, আগ্রাতে গিয়ে তাজমহলের সামনে কেক কাটতে চাই। এমন কিছু উইশ। কিন্তু এবারে আমি এতটাই ব্যস্ত মেয়েকে নিয়ে, ওর সব কাজ আমিই করি। তাই সারা দিন ওকে নিয়ে কেটে যায়। ফলে আমি কোনও প্ল্যান করিনি” বললেন তিনি।

আরও পড়ুন, বাংলা ছবির প্রচারের ধারা বদলকে কীভাবে দেখেন নেপথ্যের কারিগররা?

তবে অঙ্কিতা প্ল্যান করেননি, বলে জন্মদিন সেলিব্রেট হবে না, তা তো হয় না। দিনটা আরও স্পেশ্যাল করে তুলতে সব পরিকল্পনা করেছেন অঙ্কিতার স্বামী সৌমিত্র। অঙ্কিতা বললেন, “আমি একটু হই হুল্লোড় করতে পছন্দ করি। সৌমিত্র সেটা জানে বলেই এ বছর সব কিছু প্ল্যান ও করেছে। যেমন কালকে মিড নাইট কেক কাটা হয়েছে। ও ফুল দিয়েছে। একটা ডায়মন্ড পেনডেন্ট দিয়েছে। শাশুড়ি মা একটা ব্যাগ দিয়েছে। আজ কিছু আত্মীয় বাড়িতে আসবেন। করোনার জন্য এতদিন কারও সঙ্গে দেখা করিনি। এত মাস পরে সকলের সঙ্গে দেখা হবে। বাড়িটা একটু সাজানো হয়েছে। সবাই মিলে ডিনার হবে। শাশুড়ি মা অনেক রকম রান্না করেছে। মাকে মিস করছি। মায়ের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। জানুয়ারির ১৫ তারিখ মা আসছে। করোনা না হলে এবারও কোথাও ঘুরতে গিয়ে সেলিব্রেট করতাম। মেয়েকে কোলে নিয়ে কেক কাটব, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আর মেয়ে শুধু আমাকে দেখে হেসেই যাচ্ছে।”

গত সাত সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই। আগামী মার্চ নাগাদ মেয়েকে নিয়ে কলকাতা ফেরার পরিকল্পনা রয়েছে অঙ্কিতার। তারপর শুরু করবেন অভিনয়। আপাতত প্রায়োরিটি সন্তান। মেয়ের সব কাজ একা হাতে সামলান তিনি। আসলে সন্তানের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চান না। মেয়ের তিন মাস বয়স হয়ে গেল। এবার জোরকদমে চলছে অন্নপ্রাশনের পরিকল্পনা। সেই অনুষ্ঠানও গুয়াহাটিতেই করার কথা ভেবেছেন তিনি।

আরও পড়ুন, বউ বলেছে, এতদিন তো আমি জানতামই, এবার গোটা পৃথিবী জানে ‘মকবুল’ কত অনুগত: সাজি চৌধুরি