Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোট্ট ছেলেকে রেখে কোভিডে প্রয়াত সুশান্তের সহ অভিনেত্রী অভিলাষা পাটিল

শুধু অভিলাষা নন। গত দু'দিনে কোভিড কেড়েছে বেশ কয়েক তারকা প্রাণ। এঁদের মধ্যে রয়েছে দক্ষিণী গায়ক কোমাগান, রয়েছেন মারাঠি অভিনেতা নভনাথ গাইকড়, তামিল অভিনেতা পান্ডুসহ অনেকেই।

ছোট্ট ছেলেকে রেখে কোভিডে প্রয়াত সুশান্তের সহ অভিনেত্রী অভিলাষা পাটিল
অভিলাশা পাটিল
Follow Us:
| Updated on: May 06, 2021 | 4:44 PM

কোভিড কেড়ে নিল আরও এক প্রাণ। প্রয়াত হলেন হিন্দি এবং মারাঠি দুনিয়ার পরিচিত নাম অভিলাষা পাটিল। বয়স হয়েছিল ৪০-এর দোরগোড়ায়। যদিও তাঁর স্বামী এবং সন্তান সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর শুটিংয়ের জন্য বেনারস গিয়েছিলেন অভিলাষা। সশুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। আসে জ্বর। তড়িঘড়ি মুম্বই ফিরে পরীক্ষা করালে করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে তাঁর। চলছিল চিকিৎসাও। কিন্তু শেষরক্ষ হয়নি। এক ধারাবাহিকে অভিলাষার সহঅভিনেতা সঞ্জয় কুলকর্ণী সংবাদমাধ্যমকে বলেন, “গতকাল সন্ধেবেলা ছয়টা নাগাদ আমার কাছে ফোন আসে জ্যোতি পাটিলের (সহ অভিনেত্রী) কাছ থেকে। ওই আমাকে জানায় অভিলাষার অবস্থা আশঙ্কাজনক। আমি ওর নম্বরে ফোন করি, যদিও নম্বর বন্ধ পাই। এর পরেই রাত ৮টা নাগাদ খবর পাই অভিলাষা আর নেই।”

আরও পড়ুন- চলবে শুটিং, তবে করোনা রুখতে একগুচ্ছ নিয়মবিধি টেলিপাড়ায়

বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিলাষা। এঁদের মধ্যে সুশান্ত সিং রাজপুতের ‘ছিছোড়ে’, আলিয়া-বরুণের ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, করিনা-কিয়ারার ‘গুড নিউজ’ও রয়েছে। এ ছাড়াও অভিনয় করেছেন বহু মারাঠি ধারাবাহিক এবং ছবিতেও। তাঁর মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।

তবে শুধু অভিলাষা নন। গত দু’দিনে কোভিড কেড়েছে বেশ কয়েক তারকা প্রাণ। এঁদের মধ্যে রয়েছে দক্ষিণী গায়ক কোমাগান, রয়েছেন মারাঠি অভিনেতা নভনাথ গাইকড়, তামিল অভিনেতা পান্ডুসহ অনেকেই। তবে এ সবের মধ্যেই স্বস্তির খবর রণধীর কাপুর। বর্ষীয়ান ওই অভিনেতা করোনা আক্রান্ত হয়েও সুস্থতার পথে। টলিউড অভিনেত্রী অনামিকা সাহাও কোভিড ফাঁড়া কাটিয়ে বাড়ি ফিরেছেন চার দিন আগে।