শ্রীময়ীকে বিয়ের পরেই বদলেছে কাঞ্চনের ভাগ্য! একের পর এক চমক অভিনেতার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 31, 2024 | 2:17 PM

Kanchan-Sreemoyee: পুজোর পর থেকে একের পর এক চমক যেন এসেই চলেছে। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বার বার বিতর্কের সৃষ্টি হয়েছে। জীবনে যতই বিতর্কের সৃষ্টি হোক না কেন একের পর এক কাজ করে চলেছেন কাঞ্চন। এক দিকে যেমন বাংলা ছবির কাজ চলছে।

শ্রীময়ীকে বিয়ের পরেই বদলেছে কাঞ্চনের ভাগ্য! একের পর এক চমক অভিনেতার

Follow Us

পুজোর পর থেকে একের পর এক চমক যেন এসেই চলেছে। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনার শেষ নেই। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বার বার বিতর্কের সৃষ্টি হয়েছে। জীবনে যতই বিতর্কের সৃষ্টি হোক না কেন একের পর এক কাজ করে চলেছেন কাঞ্চন। এক দিকে যেমন বাংলা ছবির কাজ চলছে। সেই ওয়েব সিরিজ আছে। আবার সম্প্রতি হিন্দি ছবিতেও অভিনেতার লুক রীতিমতো তাক লাগিয়েছে। কালীপুজোর সকালে আবারও চমক দিলেন অভিনেতা কাঞ্চন। নতুন ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’-তে কাঞ্চনের লুক দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শক। অনেকের অনেক নানা ধরনের মন্তব্য করেছেন অভিনেতার লুক দেখে। তবে দর্শকের একাংশের মতে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পরেই আরও বেশি উন্নতি হয়েছে কাঞ্চনের। কেউ কেউ আবার লিখেছেন, “স্ত্রী ভাগ্যে উন্নতি হয়েছে কাঞ্চনের।”

উল্লেখ্য, কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কাঞ্চনের লুক। কার্তিক আরিয়ান, মাধুরি দীক্ষিত, বিদ্যা বালানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তৃণমূল সাংসদও। টলিউড থেকে বলিউড কিংবা বলিউড থেকে টলিপাড়া, সেলেবরা ভাল চরিত্র পেলেই সে সুযোগ গ্রহণ করে থাকেন। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকাই বলিউড থেকে দক্ষিণ ভারতে কাজ করছেন। সম্প্রতি কাঞ্চন মল্লিকের ঝুলিতেও আসে এই প্রজেক্ট। যা নিয়ে বাঙালি দর্শকদের মনে বেশ উৎসাহ।

অতীতে এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”

Next Article