সম্প্রতি গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়িয়ে শিরোনামে কিং কোহলি (Virat Kohli)। তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন অধিনায়ক। এরই মাঝে স্ত্রী অনুষ্কাকে (Anushka Sharma) নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেন কোহলি। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় সেই চিত্র। এবার সোশ্যাল মিডিয়ায় ফের অনুষ্কার সঙ্গে ছবি শেয়ার করছেন বিরাট। তবে মুখে হাসি নেই কিং-এর। তবে কি চিন্তায় রয়েছেন তিনি? গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। ছবির নীচে ফুটে উঠেছে ফ্যানেদের উদ্বেগ।
বাইশ গজে কোহলির আগ্রাসন নতুন নয়। চলতি আইপিএলের মাঝে চিন্নাস্বামীতে লখনউ আরসিবির বিরুদ্ধে একটি ম্যাচে জেতার পরই বিরাট কোহলিকে উদ্দেশ্য করে আঙুল মুখে তুলে ‘চুপ’ ইঙ্গিত করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর । ফিরতি ম্যাচে তাঁর বদলা নেন কোহলি। ম্যাচের মধ্যে তো বটেই, ম্যাচের পরও বিবাদে জড়িয়ে পড়েন কোহলি-গম্ভীর। গৌতমের পাশাপাশি আফগান পেসার নবীন উল হকের সঙ্গেও বিরাটের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সম্মুখীন হতে হয় কোহলিকে। শাস্তিও পেতে হয়। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মন্দিরের ছবি ভাইরাল হতেই প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। তবে কি মাথা ঠান্ডা করতেই ভগবানের আশ্রয় নিয়েছেন কোহলি? অন্যদিকে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে প্রাক্তন অধিনায়কের গম্ভীর মুখ দেখে উদ্বেগ ফ্যানেদের মধ্যে। ছবির নীচে একজনের কমেন্ট, ‘এত গম্ভীর কেন কোহলি ভাই?’ আর একজনের বক্তব্য, “যা হয়েছে তা ভুলে গিয়ে আবারও চেনা ছন্দে ফিরুক তিনি।” প্রসঙ্গত, পেশাদার জীবনে অন্ধকার সময় কাটিয়ে আবার ছন্দে ফিরেছেন কোহলি। আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল চেনা ছন্দেই দেখা যাচ্ছেন বিরাটকে। তবে তারই মধ্যে বিরাটের এ হেন আচরণে বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ।