কোন অভিনেত্রীকে সরিয়ে ছোট পর্দায় জায়গা করে নিলেন বিজয়লক্ষ্মী?
Bijaylaksmi Chatterjee-Indrani Bhattacharya-Chini: পাল্টে গেলেন নায়িকা। অর্থাৎ, পাল্টে গেলেন 'চিনি' সিরিয়ালের মুখ্য অভিনেত্রী। 'খেলনা বাড়ি'র অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যর জায়গায় 'চিনি' ধারাবাহিকে অভিনয় করতে এলেন অন্য় এক অভিনেত্রী। যাঁকে দীর্ঘ তিন বছর দেখাই যায়নি সিরিয়ালের পর্দায়। তিনি বিরতি নিয়েছিলেন নিজেকে আমূল পাল্টে ফেলার জন্য। 'রানু পেল লটারি', 'সংসার সুখের হয় রমণীর গুণে'র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী।
জাতিস্মরকে কেন্দ্র করে গল্প বুনেছেন লেখিকা সাহানা দত্ত। সেই ধারাবাহিকের নাম ‘চিনি’। তাতে চিনির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। কোঁকড়া চুলের লুকে কখনও প্যান্ট শার্ট, কখনও সালোয়ার কামিজ় পরে দাঁপিয়ে অভিনয় করতে শুরু করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু সিরিয়াল সম্প্রচার হওয়ার পরপরই বিরাট বদল ঘটে গেল চিনি।
পাল্টে গেলেন নায়িকা। অর্থাৎ, পাল্টে গেলেন ‘চিনি’ সিরিয়ালের মুখ্য অভিনেত্রী। ‘খেলনা বাড়ি’র অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যর জায়গায় ‘চিনি’ ধারাবাহিকে অভিনয় করতে এলেন অন্য় এক অভিনেত্রী। যাঁকে দীর্ঘ তিন বছর দেখাই যায়নি সিরিয়ালের পর্দায়। তিনি বিরতি নিয়েছিলেন নিজেকে আমূল পাল্টে ফেলার জন্য। ‘রানু পেল লটারি’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী। তাঁকে চিনি হিসেবে পেয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কোনও-কোনও দর্শক মতামত প্রকাশ করেছেন চ্যানেলের শেয়ার করা প্রোমোর কমেন্ট বক্সে। লিখেছেন, “আগের চিনিই ভাল ছিলেন।” কেউ আবার লিখেছেন, “নতুন চিনি বেশি মিষ্টি।”
ঠিক কী কারণে ইন্দ্রাণীকে সরিয়ে বিজয়লক্ষ্মীর আগমন ঘটে তা জানতে TV9 বাংলা যোগাযোগ করে ধারাবাহিকের নায়ক সোমরাজ মাইতির সঙ্গে। তিনি সাফ বলেছেন, “এটা প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত। আমি কিছুই বলতে পারব না।” এদিকে ইন্দ্রাণীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়াই দিতে রাজি হননি। সাড়া পাওয়া যায়নি প্রযোজনা সংস্থার থেকেও। এদিকে অনেকটা ওজন কমিয়ে ফের ছোটপর্দায় ফিরেছেন বিজয়লক্ষ্মী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “নিজেকে যে আকারে দেখতে চেয়েছিলাম, সেই আকারে পেয়ে ভাল লাগছে। আবার আমি ফিরলাম পর্দায়।”